v চীনের বিশেষ বস্ত্রশিল্পজাত দ্রব্যের ওপর মার্কিন বাধানিষেধ ঠিক নয় চীনের বাণিজ্যমন্ত্রণালয়ের মুখপাত্র ছোং ছুয়েন ৪ তারিখে বিবৃতি প্রকাশ করে বলেছেন, চীনের রাসায়নিক তন্তুর প্যাণ্ট ইত্যাদি বস্ত্রশিল্পজাত দ্রব্যের ওপর বাধানিষেধ আরোপ করার যে আবেদন মার্কিন সরকার গ্রহণ করেছে চীনসরকার তার ঘোরবিরোধী ।