চীনের বাণিজ্যমন্ত্রণালয়ের মুখপাত্র ছোং ছুয়েন ৪ তারিখে বিবৃতি প্রকাশ করে বলেছেন, চীনের রাসায়নিক তন্তুর প্যাণ্ট ইত্যাদি বস্ত্রশিল্পজাত দ্রব্যের ওপর বাধানিষেধ আরোপ করার যে আবেদন মার্কিন সরকার গ্রহণ করেছে চীনসরকার তার ঘোরবিরোধী ।
৩ তারিখে মার্কিন যুক্তরাষ্ট্রের সংশ্লিষ্ট পক্ষ এই আবেদন গ্রহণ করেছে । মার্কিন যুক্তরাষ্ট্রের সংশ্লিষ্ট বস্ত্রশিল্প সংগঠন " বাজারের প্রতি হুমকির " অজুহাতে চীনের রপ্তানি করা কেমিকাল ফাইবারের প্যাণ্ট, সুতী কাপড়ের টিসার্ট ইত্যাদি দ্রব্যের ওপর বাধানিষেধ আরোপের এই আবেদন দাখিল করেছে ।
মুখপাত্র ছোং বলেছেন, মার্কিন সরকারের এই পদক্ষেপ বিশ্ব বাণিজ্য সংস্থায় চীনের আন্তর্ভুক্তির আইনগত দলিলের ধারা লংঘন করেছে এবং সংশ্লিষ্ট মার্কিন নিয়মবিধিও লংঘন করেছে । তা বিশ্ব বাণিজ্য সংস্থার অবাধ বাণিজ্যের নীতি ও বস্ত্র বাণিজ্যের উদারনীতির পরিপন্থী ।
|