v চীন আন্তর্জাতিক বেতারv বাংলা বিভাগv চীনের বিশ্ব কোষ
China Radio International
পর্যটনসংস্কৃতিবিজ্ঞানখেলাধুলাকৃষিসমাজঅর্থ-বাণিজ্যশিক্ষার আলো
চীনা সংবাদ
বিশ্ব সংবাদ
চীনের কণ্ঠ
সংবাদ ব্যক্তিত্ব
সংবাদের প্রেক্ষাপট
নানা দেশ
কুইজ
আবহাওয়া

মহা মিলন ২০০৮ পেইচিং অলিম্পিক গেমস

ভয়াবহ ভূমিকম্প দক্ষিণ-পশ্চিম চীনে আঘাত হেনেছে

লাসায় ১৪ মার্চ যা ঘটেছিল

ইয়ুন নান প্রদেশ

দক্ষিণ এশিয়া

তৃতীয় নয়ন
আরো>>
(GMT+08:00) 2008-08-04 21:22:29    
পেইচিং তোমাকে স্বাগত জানায়

cri

শিল্পী থান চিং ও জ্যাকি চেন

    এখন আপনারা চীনের মূলভূভাগের কন্ঠ শিল্পী থান চিং ও হংকংয়ের বিখ্যাত শিল্পী জ্যাকি চেনের গাওয়া 'চীনকে দেখুন' শীর্ষক গানটি শুনছেন। এ গান হচ্ছে 'চীনের কাহিনী' নামে বড় আকারের সাংস্কৃতিক প্রদর্শনীর প্রধান গান। এই প্রদর্শনী পেইচিং অলিম্পিক গেমস ও প্রতিবন্ধী অলিম্পিক গেমস চলাকালে অলিম্পিক পার্কের কেন্দ্রীয় এলাকায় অনুষ্ঠিত হবে। এতে চীনের বহু জাতীয় পর্যায়ের বিষয়গত সাংস্কৃতিক উত্তরাধিকার এবং চীনের বিভিন্ন অঞ্চলের প্রাণবন্ত ও বৈশিষ্ট্যময় জাতিগত ও লোক সংস্কৃতি প্রদর্শিত হবে। এই গান গাওয়ার অভিজ্ঞতা প্রসঙ্গে থান চিং বলেন, 'আমি আশা করি, এমন একটি গান যা কার্যক্রমের মাধ্যমে বিশ্বের আরো অনেক বেশি বন্ধু কাছে চীনকে জানানো সম্ভব হবে। অতীতে অনেক বিদেশী বন্ধুরা কেবল চীনের মহাপ্রাচীর ও রাজপ্রাসাদ সম্পর্কে জানেন। কিন্তু আসলে চীনে আরো অনেক শ্রেষ্ঠ লোকশিল্প আছে। সুতরাং, আমরা বড় আকারের প্রদর্শনী এবং আমাদের গানের মাধ্যমে বিশ্বের কাছে চীনের সংস্কৃতির গভীরতা ও সেরা সংস্কৃতি দেখাতে সক্ষম হবো।'

    গানের কথা এমন, 'নিজেকে দেখো, পৃথিবীকে তোমার কী মনে আছে। নিজেকে দেখো, তুমি বিশ্বায়নের দৃষ্টি দিয়ে। তুমি আমার প্রেম। হাতে হাত রেখে চলো ভালোবাসাকে সমৃদ্ধ করি। আমার প্রাণের ভেতর তুমি আছো।'

    অলিম্পিক গেমস আয়োজনের অধিকার পাওয়ার পর পেইচিং-এ বিরাট পরিবর্তন ঘটেছে। এক একটি নতুন নির্মিত অলিম্পিক স্টেডিয়াম চীনাদের গৌরবে পরিণত হয়েছে এবং বিশ্বকে বিস্ময়তবিভুত করেছে। বিশেষ করে অলিম্পিক গেমসের প্রধান স্টেডিয়াম -- জাতীয় স্টেডিয়াম বার্ড নেস্ট' ও সাঁতার প্রতিযোগিতার স্টেডিয়াম 'ওয়াটার কিউব' নির্মাণ শুরু হওয়ার পর থেকেই সারা বিশ্বের দৃষ্টি আকর্ষণ করে। এখন প্রতিদিন অনেক দেশি-বিদেশী পর্যটক এ দুটো স্টেডিয়ামে দেখতে ও বেড়াতে আসেন। বন্ধুরা, তা যেন এখন পেইচিংয়ের প্রতীকি স্থাপত্যে পরিণত হয়েছে।

    এখন আপনারা 'আমরা প্রস্তুত' নামের গানটি শুনছেন। গানের কথা এমনঃ 'প্রতিটি দিনের অপেক্ষার পর আমাদের মন আবেগ আর উচ্ছাসে উত্তেজনাময় হয়ে উঠেছে। আমরা বৃহত্তম মঞ্চ ও গৌবরময় যুগ সৃষ্টি করতে চাই। এই মাটি এর জন্য প্রস্তুত। সারা বিশ্বের দৃষ্টি আমাদের প্রতি নিবদ্ধ থাকবে। আমরা এখন একদম প্রস্তুত। হৃদয় আর মনের সংযোগ দৃড় হয়েছে। সত্যিই আমরা প্রস্তুত। আকাশ ও মাটি এখন এক হয়ে গেছে। নিজেকে মেলে ধরে বিজয়ী হবো।'

    অলিম্পিক গেমস কেবল ক্রীড়া মহলের মহা সম্মিলনী তা নয়, বরং এটি একটি সাংস্কৃতিক ক্ষেত্রের মহা সম্মিলনীও বটে। অলিম্পিক সংগীত এই সাংস্কৃতিক মহা সম্মিলনীর একটি গুরুত্বপূর্ণ বিষয়ে বিভিন্ন জাতি ও বিভিন্ন দেশের জনগণের মধ্যে মৈত্রীর সেতুর ভূমিকা পালন করে। আর মাত্র ছয় দিন পর পেইচিং অলিম্পিক গেমস উদ্বোধন হতে যাচ্ছে। পেইচিং তার খোলা বুক জুড়ে অলিম্পিককে স্বাগত জানাচ্ছে। চীনা জনগণ সর্বাত্মক আতিথেয়তা দিয়ে বিভিন্ন দেশের খেলোয়াড় ও দর্শকদের স্বাগত জানাতে কার্পন্য করবে না। অনুষ্ঠানের শেষে এসে শুনুন ভালোলাগা সেই গান 'পেইচিং তোমাকে স্বাগত জানায়' ।

    গানের কথা এমন, 'আমার বাসার দরজা খুলে তোমার জন্য অপেক্ষা করছি। তুমি এখানে থাকবে ভালোবাসবে। তোমরা যত দূর বা যত কাছ থেকেই আসো না কেন, সবাই হবে আমাদের অতিথি। আমরা তোমাকে স্বাগত জানাই। পেইচিং তোমাকে স্বাগত জানায়, সূর্যালোকের নিচে আমরা বাস করি। এসো সবাই মিলে হলুদ মাটিতে নতুন রেকর্ড সৃষ্টি করি। পেইচিং তোমাকে স্বাগত জানায়, নিজেকে অতিক্রম করার জন্য চেষ্টা করো। সাহস থাকলে বিস্ময় সৃষ্টি হবেই।'

    বন্ধুরা, সুরেলা গানের মধ্য শেষ হচ্ছে আজকের অনুষ্ঠানটি। অনুষ্ঠানটি শোনার জন্য ধন্যবাদ। (ইয়ু কুয়াং ইউয়ে)


1 2