v চীন আন্তর্জাতিক বেতারv বাংলা বিভাগv চীনের বিশ্ব কোষ
China Radio International
পর্যটনসংস্কৃতিবিজ্ঞানখেলাধুলাকৃষিসমাজঅর্থ-বাণিজ্যশিক্ষার আলো
চীনা সংবাদ
বিশ্ব সংবাদ
চীনের কণ্ঠ
সংবাদ ব্যক্তিত্ব
সংবাদের প্রেক্ষাপট
নানা দেশ
কুইজ
আবহাওয়া

মহা মিলন ২০০৮ পেইচিং অলিম্পিক গেমস

ভয়াবহ ভূমিকম্প দক্ষিণ-পশ্চিম চীনে আঘাত হেনেছে

লাসায় ১৪ মার্চ যা ঘটেছিল

ইয়ুন নান প্রদেশ

দক্ষিণ এশিয়া

তৃতীয় নয়ন
আরো>>
(GMT+08:00) 2008-07-31 15:31:52    
হোং ছিয়াও বাজার

cri

মুক্তা ছাড়াও হোংছিয়াও বাজারে ডিজিটাল পণ্য, রেশমী কাপড় ও ব্যাগসহ বিভিন্ন জিনিস পাওয়া যায়। সব জিনিস বিদেশী বন্ধুদের প্রিয়। মার্কিন যুক্তরাষ্ট্রের ম্যাডাম রুডি প্রথম বারের মতো হোংছিয়াও বাজারে এসেছেন। দামাদামি তার জন্য একটু সমস্যা হলেও এখানকার জিনিসপত্র দেখে তিনি খুব খুশি। তিনি বলেন,

আমি একটি চীনা মেয়েকে দত্তক নিয়ে লালন পালন করেছি। আমি তার কাছ থেকে এখানকার কথা শুনেছি। সে আমাকে এখানে নিয়ে এসেছে। আমার মনে হয়, এখনকার জিনিসের দাম বেশি নয়। জিনিসপত্রের বৈচিত্র্যও অনেক। আমেরিকায় ফিরে যাওয়ার পর এখানকার কথা আমার মনে পড়বে। আমি পেইচিং খুব পছন্দ করি।

রুডির মেয়ে বলেন, সিতানের সঙ্গে এখানকার পার্থক্য আছে। হোংছিয়াও বাজারে ইউরোপীয় মানুষের সাইজের কাপড় ও জুতা পাওয়া যায়। বিদেশীদের জন্য খুব সুবিধাজনক।

কিছু বিদেশী ক্রেতা দরকষাকষি খুব পছন্দ করেন। এটা যদিও তাদের দেশে খুব কম। ইসরাইলী ছাত্রী কাও লিং পেইচিং-এ ৫ বছর ধরে আছেন। কাও লিং হচ্ছে তার চীনা নাম। তিনি বলেন,

বন্ধুদের সঙ্গে প্রথম বারের মতো এখানে এসেছি। হোংছিয়াওয়ের নাম শুনেই এখানে কেনাকাটা করতে চাই। আমার ইসরাইলী বন্ধুদের এখানে কেনাকাটা করতে ভালো লেগেছে। জিনিস নিয়ে সন্তুষ্ট। তারা চীনের বৈশিষ্ট্যময় জিনিস কিনতে পাছেন। চীনে আসার আগে ইন্টারনেটে তারা হোংছিয়াও'র নাম জেনেছেন। তখন থেকেই আসার পরিকল্পনা। পর্যটকদের জন্য এটি ভালো বাজার। কারণ এখানে তাদের প্রিয় জিনিস যেমন ব্যাগ ও কাপড় পাওয়া যায়।

প্রতি দিন এখানে কাজ করা বিক্রেতাদের কাছে দরকষাকষি খুব সাধারণ বিষয় হয়ে দাঁড়িয়েছে। বিদেশী পর্যটকদের সুবিধার জন্য তারা ইংরেজী ভাষায় কথা বলেন। বিক্রেতা সিয়াও লুও হোংছিয়াও বাজারে কাজ করছেন ৫ বছর। গড়গড় করে ইংরেজী বলার কারণে তার কাউন্টারের সামনে সব সময় অনেক বিদেশী পর্যটকের ভিড় থাকে। নিজের ইংরেজীর মান সম্পর্কে তিনি বলেন,

আমি অল্প ইংরেজী বলি। খুব ভালো নয়। আমরা এখানে ইংরেজী শিখি। মাঝেমাঝে বিদেশীরা আমাদেরকে শিখিয়ে দেন। খুব ভালো নয়, কাজ চালিয়ে নেওয়ার মতো। তারা আমার ইংরেজী বুঝতে পারেন। আমিও তাদের কথা বুঝি। মাঝেমাঝে বিদেশীরা তাদের দেশের কিছু বিষয় বা রীতিনীতি আমদেরকে বলেন। খুব আকর্ষণীয়।

সিয়াও লুও'র মতো হোংছিয়াও বাজারের অধিকাংশ ব্যবসায়ী ইংরেজী ভাষায় ক্রেতাদের সাথে যোগাযোগ করতে পারেন। তাদের মধ্যে কিছু মানুষ রুশ, জাপানী, কোরীয় বা স্প্যানিশ ভাষা বলতে পারেন। অনেক বিদেশী পর্যটক খুব বিস্মিত হন। আসন্ন পেইচিং অলিম্পিক গেমস উপলক্ষে হোংছিয়াও বাজার অফিসের পরিচালক ওয়াং লি লোং বলেন, হোংছিয়াও বাজার পুরোপুরি প্রস্তুত।

পেইচিং অলিম্পিক গেমসকে স্বাগত জানানোর জন্য ২৮ জুন থেকে সেপ্টেম্বর মাস শেষ পর্যন্ত হোংছিয়াও বাজার পেইচিং হোংছিয়াও দ্বিতীয় আন্তর্জাতিক মুক্তা সাংস্কৃতিক উত্সব আয়োজন করছে। উত্সবের একটি গুরুত্বপূর্ণ কর্মসূচী হচ্ছে মুক্তা প্রদর্শন। ওয়াং লি লোং ব্যাখ্যা করে বলেন,

প্রদর্শনীর মুক্তাগুলোর মধ্যে রয়েছে চীনের মিঠা পানির মুক্তা, দক্ষিণ চীনের এক ধরনের মুক্তা, জাপানের মুক্তা এবং কুয়াংসি চুয়াং জাতির স্বায়ত্তশাসিত অঞ্চলের মুক্তা। প্রদর্শনে বহু ধরনের উচ্চ মানের মুক্তা আছে। কারণ অলিম্পিক চলাকালে বহু বিদেশী হোংছিয়াও বাজার দেখতে অথবা কেনাকাটা করতে আসবেন। এছাড়া হোংছিয়াও বাজার পেইচিং শহরের গুরুত্বপূর্ণ বিদেশী অতিথি অভ্যর্থনা ইউনিট এবং ৯টি বৈশিষ্ট্যপূর্ণ বাণিজ্যিক সড়কগুলোর মধ্যে একটি। সুতরাং আমরা এই সুযোগ নিয়ে মুক্তা উত্সব আয়োজন করছি। আমরা বিশ্বের বিভিন্ন দেশের মানুষের কাছে পেইচিংকে পরিচয় করিয়ে দিতে চাই। হোংছিয়াওয়ের পরিচয় তুলে ধরতে চাই এবং চীনের মুক্তাকে পরিচিত করে তুলতে চাই।


1 2