v চীন আন্তর্জাতিক বেতারv বাংলা বিভাগv চীনের বিশ্ব কোষ
China Radio International
পর্যটনসংস্কৃতিবিজ্ঞানখেলাধুলাকৃষিসমাজঅর্থ-বাণিজ্যশিক্ষার আলো
চীনা সংবাদ
বিশ্ব সংবাদ
চীনের কণ্ঠ
সংবাদ ব্যক্তিত্ব
সংবাদের প্রেক্ষাপট
নানা দেশ
কুইজ
আবহাওয়া

মহা মিলন ২০০৮ পেইচিং অলিম্পিক গেমস

ভয়াবহ ভূমিকম্প দক্ষিণ-পশ্চিম চীনে আঘাত হেনেছে

লাসায় ১৪ মার্চ যা ঘটেছিল

ইয়ুন নান প্রদেশ

দক্ষিণ এশিয়া

তৃতীয় নয়ন
আরো>>
(GMT+08:00) 2008-07-30 14:45:34    
 পেইচিংয়ে থাই জে ছুয়ান- চীনের অন্যতম ঐতিহ্যবাহী মুষ্টিযুদ্ধ চর্চা

cri

গত কয়েক বছরে চীনে থাই জে মুষ্টিযুদ্ধ চর্চা খুব দ্রুত গতিতে প্রসারিত হয়েছে । চীনের বিভিন্ন অঞ্চলের নাগরিকরা এ মুষ্টিযুদ্ধ চর্চা পছন্দ করেন । ৭৪ বছর বয়স্ক বৃদ্ধা ওয়াং পাও চেন পেইচিং মহানগরের হাই তিয়ান জেলার একটি থাই জে মুষ্টিযুদ্ধ চর্চা কেন্দ্রের কোচ । তিনি ৩৫ বছর ধরে থাই জে মুষ্টিযুদ্ধ চর্চা করছেন । তিনি হাই তিয়ান জেলার পক্ষ থেকে পেইচিংয়ের বয়স্কদের থাই জে মুষ্টিযুদ্ধ প্রতিযোগিতায় অংশ নিয়েছেন এবং দু'বার চ্যাম্পিয়ন হয়েছেন ।

বৃদ্ধা ওয়াং বিদেশে চীনের ঐতিহ্যবাহী থাই জে মুষ্টিযুদ্ধ জনপ্রিয় করে তোলার চেষ্টাও করে আসছেন । বিভিন্ন দেশে থাই জে মুষ্টিযুদ্ধ প্রশিক্ষণ কোর্স চালু করার জন্যও তাকে আমন্ত্রণ জানানো হয়েছে । বিদেশে তিনি আবিষ্কার করেছেন , বহু বিদেশী বন্ধুবান্ধব চীনের এ ঐতিহ্যবাহী শরীর চর্চা খুব পছন্দ করেন । সেজন্য দেশে ফিরে আসার পর তিনি পেইচিংয়ের বিদেশী বিশেষজ্ঞদের একটি বড় হোটেল- মৈত্রী হোটেলে থাই জে মুষ্টিযুদ্ধ প্রশিক্ষণ কোর্স চালু করেছেন । গত বিশ বাইশ বছরে তিনি বিনাপয়সায় বিদেশী বন্ধুবান্ধবদের থাই জে মুষ্টিযুদ্ধ প্রশিক্ষণ দিয়ে আসছেন ।

তিনি বলেন , তার জার্মানী , ব্রিটেন , হাঙ্গেরি , বুলগেরিয়া , আলজেরিয়া , থাইল্যান্ড ও ব্রাজিলসহ চল্লিশ থেকে পঞ্চাশটি দেশের শিক্ষার্থী আছে ।

ইন্দোনেশিয়ার মাদাম ছেং ছাই সিয়া বৃদ্ধা ওয়াংয়ের অন্যতম শিক্ষার্থী । ছেং ছাই সিয়া চীনে আসার প্রথম দিকে মৈত্রী হোটেলে এক সপ্তাহ ছিলেন । তখন তিনি এই থাই জে মুষ্টিযুদ্ধ কোচকে চিনেছেন । এখন ছেং ছাই সিয়া পেইচিং শহরের কেন্দ্রস্থলে থাকেন । প্রতি বৃহস্পতিবার সকালে বৃদ্ধা ওয়াংয়ের কাছ থেকে থাই জে মুষ্টিযুদ্ধ কৌশল শেখার জন্য তিনি মৈত্রী হোটেলে আসেন ।

তিনি বলেন , চীনা জাতির ঐতিহ্যবাহী ধারণা অনুযায়ী , মানুষ ও প্রকৃতির মিলনের ওপর খুব গুরুত্ব দেয়া হয় । থাই জে মুষ্টিযুদ্ধ কৌশল এই ঐতিহ্যবাহী তত্ত্বের প্রকাশ । এতে চীনা জাতির বুদ্ধি প্রতিফলিত হয় । তিনি চীনা সংস্কৃতি হিসেবে থাই জে মুষ্টিযুদ্ধ কৌশলের খুব প্রশংসা করেন ।


1 2