v চীন আন্তর্জাতিক বেতারv বাংলা বিভাগv চীনের বিশ্ব কোষ
China Radio International
পর্যটনসংস্কৃতিবিজ্ঞানখেলাধুলাকৃষিসমাজঅর্থ-বাণিজ্যশিক্ষার আলো
চীনা সংবাদ
বিশ্ব সংবাদ
চীনের কণ্ঠ
সংবাদ ব্যক্তিত্ব
সংবাদের প্রেক্ষাপট
নানা দেশ
কুইজ
আবহাওয়া

মহা মিলন ২০০৮ পেইচিং অলিম্পিক গেমস

ভয়াবহ ভূমিকম্প দক্ষিণ-পশ্চিম চীনে আঘাত হেনেছে

লাসায় ১৪ মার্চ যা ঘটেছিল

ইয়ুন নান প্রদেশ

দক্ষিণ এশিয়া

তৃতীয় নয়ন
আরো>>
(GMT+08:00) 2008-07-15 20:30:56    
নিং সিয়া উই জাতির সাংস্কৃতিক উদ্যান

cri

 

উত্তর পশ্চিম চীনে অবস্থিত নিং সিয়া হুই জাতি স্বায়ত্তশাসিত অঞ্চল চীনের একমাত্র প্রদেশ পর্যায়ের হুই জাতি অধ্যুষিত অঞ্চল। এ অঞ্চলে স্বকীয় নিজস্ব বৈশিষ্ট্যের সংস্কৃতি এবং চীনের মুসলমানদের রীতি-নীতি ও আচার ব্যবহার রয়েছে ।

সাংস্কৃতিক উদ্যানটি নির্মিত হয় ২০০৫ সালের সেপ্টেম্বর মাসে । এ উদ্যান চীনের অভ্যন্তর ভাগের একমাত্র জায়গা , যেখানে হুই জাতির সংস্কৃতি ও রীতিনীতির পরিচয় পাওয়া যায় । সাংস্কৃতিক উদ্যান নির্মাণের তাত্পর্য প্রসঙ্গে এ উদ্যানের কর্মকর্তা লেই রেন জে বলেন ,

নিং সিয়া একটি হুই জাতি স্বায়ত্তশাসিত অঞ্চল এবং চীনের হুই জাতি অধ্যুষিত জায়গা । চীনে হুই জাতির জনসংখ্যা ১ কোটি । এদের মধ্যে ২১ লাখ লোক নিং সিয়ায় বসবাস করছেন । কিন্তু দীর্ঘকাল ধরে এমন একটি জায়গা প্রতিষ্ঠিত হয় নি , যেখানে হুই জাতির ইতিহাস ও সংস্কৃতি দেখা যায় । পর্যটন ও সংস্কৃতির বৈশিষ্ট্য বিকশিত করার জন্য নিং সিয়া হুই জাতি স্বায়ত্তশাসিত অঞ্চল সরকারের উদ্যোগে হুই জাতির সাংস্কৃতিক উদ্যান ও হুই জাতির জাদুঘর নির্মিত হয়েছে ।

হুই জাতির সাংস্কৃতিক উদ্যানের অদ্বিতীয় সাংস্কৃতিক ভূমিকার কারণে উদ্যানের নির্মাণকাজ শুরু হওয়ার প্রথম দিক থেকে স্থানীয় সরকার এর ওপর ব্যাপক গুরুত্ব দিয়েছেন । লেই রেন জে বলেন ,

চীন গণ প্রজাতন্ত্র একটি বহুজাতিক দেশ । এর মধ্যে হুই জাতি হচ্ছে ৫৫টি অপেক্ষাকৃত উন্নত জাতির অন্যতম । হুই জাতির সংস্কৃতি এমন এক ধরনের সংস্কৃতি, যার মাধ্যমে চীনের প্রাচীনকালের হান ও থাং রাজবংশের সংস্কৃতির সঙ্গে ইসলামী সংস্কৃতির এক ধরনের মিলন ঘটেছে । হুই জাতির সাংস্কৃতিক উদ্যান গড়ে তোলা এ যুগের চাহিদার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ । এতে হুই জাতির সংস্কৃতির প্রতি জনগণের আগ্রহও বেড়ে গেছে ।

সাংস্কৃতিক উদ্যানের কর্মকর্তার পথনির্দেশনায় আমাদের সংবাদদাতা সাংস্কৃতিক উদ্যানটিতে প্রবেশ করেন । উদ্যানের গেটের সামনে একটি মহাচত্বর আছে । মহাচত্বরে সাংস্কৃতিক অনুষ্ঠান উপভোগের জন্য ২০ হাজার দর্শকের ব্যবস্থা করা যায় । যখন উত্সব হয় , তখন এ মহাচত্বর নাচ গানের সাগর হয়ে দাঁড়ায় । উদ্যানের পশ্চিম দিকের লম্বা বারান্দা , ইসলাম ধর্মের সাদা রঙের বৈশিষ্ট্য এবং বৈচিত্র্যময় ভাস্কর্যে এ উদ্যানের অপরূপ স্থাপত্যশৈলী তুলে ধরা হয়েছে । উদ্যানের নির্মাণকাজ প্রসঙ্গে উদ্যানের কর্মী , হুই জাতির স্যু ওয়ে বলেন ,

সাংস্কৃতিক উদ্যানের আয়তন ২০ হেক্টর । এর মধ্যে হুই জাতির জাদুঘর , উপাসনালয় , আচার ব্যবহার গ্রাম , রেস্তোরাঁ ও একটি হুই জাতির সাংস্কৃতিক অনুষ্ঠান কেন্দ্র অন্তর্ভুক্ত । এতে হুই জাতির সংস্কৃতি , ইতিহাস , নাচ গান ও চালচলন জীবন্ত হয়ে উঠেছে । এ উদ্যান চীনের অভ্যন্তর ভাগের একমাত্র জায়গা , যেখানে সার্বিকভাবে হুই জাতির সংস্কৃতি পরিচিতি পেয়েছে ।


1 2