v চীন আন্তর্জাতিক বেতারv বাংলা বিভাগv চীনের বিশ্ব কোষ
China Radio International
পর্যটনসংস্কৃতিবিজ্ঞানখেলাধুলাকৃষিসমাজঅর্থ-বাণিজ্যশিক্ষার আলো
চীনা সংবাদ
বিশ্ব সংবাদ
চীনের কণ্ঠ
সংবাদ ব্যক্তিত্ব
সংবাদের প্রেক্ষাপট
নানা দেশ
কুইজ
আবহাওয়া

মহা মিলন ২০০৮ পেইচিং অলিম্পিক গেমস

ভয়াবহ ভূমিকম্প দক্ষিণ-পশ্চিম চীনে আঘাত হেনেছে

লাসায় ১৪ মার্চ যা ঘটেছিল

ইয়ুন নান প্রদেশ

দক্ষিণ এশিয়া

তৃতীয় নয়ন
আরো>>
(GMT+08:00) 2008-07-11 19:58:21    
অদমনীয় মনোবল

cri

    এছাড়া, পেইচিং প্রবীন হাসপাতাল পেইচিংয়ের সকল বিখ্যাতহাসপাতালের বিভিন্ন বিভাগের ভালো বিশেষজ্ঞদেরকেও ডেকে এনেছে। সকল বিশেষজ্ঞ আহতদের জন্য ভিন্ন ভিন্ন চিকিত্সা ও ব্যবস্থাপনা দিয়েছেন। পেইচিং প্রবীন হাসপাতালের একটি বিভাগের পরিচালক সু ওয়েই তুং আমাদেরকে জানান যে, " আহতের জন্য প্রয়োজনীয় অস্ত্রোপচার ইতোমধ্যেই শেষ করেছি। এটা পরিষ্কার যে, রোগীদের অবস্থা স্থিতিশীল । হাড়ের অস্ত্রোপচারগুলো ' চি শু থান' হাসপাতালের বিশেষজ্ঞরা নিজেদের উদ্যোগে করেছেন। এবারের চিকিত্সায় পেইচিংয়ের সর্বোচ্চ মান প্রতিফলিত হয়েছে।"

    সি ছুয়ান প্রদেশের আহতরা এবং তাদের আত্মীয়স্বজনকে গ্রহণের জন্য পেইচিং প্রবীন হাসপাতাল চিকিত্সা কর্মীদের ডরমিটরিও বরাদ্দ করেছে। আগে এক এক কক্ষে তিনজন করে কর্মী থাকতেন । এখন আহতদেরকে ও তাদের আত্মীয়স্বজনের জন্য কক্ষ ছেড়ে দেওয়ায় প্রত্যি কক্ষে ছয়জন করে চিকিত্সা কর্মী থাকছেন। এমন কি , চিকিত্সারত রোগীদের জন্য হাসপাতালে বিছানা ঘটতির কারণে তারা নিজেদের বিছানা পর্যন্ত গুরুতর আহতদের জন্য দিয়ে দিয়েছেন। এ হাসপাতালের উপপ্রধান ইয়াং বিন বলেন:" এটি আমাকে খুব মুগ্ধ করেছে। কারণ এখানে সবাই রোগী। এমন কি, এ রোগীদের মধ্যে অধিকাংশই বৃদ্ধ-বৃদ্ধা । একজন রোগী আহদের জন্য একটি বিছানা ছেড়ে দেওয়ার জন্য অপারেশনের দ্বিতীয় দিনেই নিজের বাসায় চলে গেছেন। এটাও আমাকে মুগ্ধ করেছে ।"

    ভূমিকম্প দুর্গত অঞ্চলের আহতদেরকে এখানে আরামদায়কভাবে থাকার জন্য পেইচিং প্রবীন হাসপাতাল বিশেষ করে সি ছুয়ানের খাবার রান্না করতে এমন বাবুর্চিদেরকে আমন্ত্রণ করেছে। এ হাসপাতালের উপপ্রধান ইয়াং বিন বলেন:" সি ছুয়ান হচ্ছে চীনের দক্ষিণাঞ্চলের একটি প্রদেশ। সেজন্য সেখানকার মানুষের পেইচিংয়ের খাবার খাওয়ার তেমন অভ্যস নেই । এ সমস্যা সমাধানে আমরা ভালো বাবুর্চি ডেকে এনেছি। আহতদেরকে জানাতে চাই যে, তাদের ওপর সকল চীনার সজাগ দৃষ্টি রয়েছে।"

    সমাজের বিভিন্ন মহলের সাহায্যে এবং পেইচিংয়ের সকল চিকিত্সা কর্মীর যৌথ প্রচেষ্টায় এ হাসপাতালে মোট ৯১ জন আহত রোগী সুস্থ হয়ে উঠেছেন । গত ২০ জুন ৯জন রোগী চিকিত্সা শেষে হাসপাতাল ছেড়েছেন। এদিন পেইচিং বেসামরিক প্রশাসন ব্যুরোর কর্মীরা তাদেরকে সমবেদনা জানিয়েছেন। একই সঙ্গে পেইচিং প্রবীন হাসপাতাল এবং পেইচিং রেড ক্রস সোসাইটি যৌথভাবে ঐ ৯জন রোগীকে আর্থিক সাহায্য ও ত্রাণ-সামগ্রী দিয়েছে। --ওয়াং হাইমান


1 2