v চীন আন্তর্জাতিক বেতারv বাংলা বিভাগv চীনের বিশ্ব কোষ
China Radio International
পর্যটনসংস্কৃতিবিজ্ঞানখেলাধুলাকৃষিসমাজঅর্থ-বাণিজ্যশিক্ষার আলো
চীনা সংবাদ
বিশ্ব সংবাদ
চীনের কণ্ঠ
সংবাদ ব্যক্তিত্ব
সংবাদের প্রেক্ষাপট
নানা দেশ
কুইজ
আবহাওয়া

মহা মিলন ২০০৮ পেইচিং অলিম্পিক গেমস

ভয়াবহ ভূমিকম্প দক্ষিণ-পশ্চিম চীনে আঘাত হেনেছে

লাসায় ১৪ মার্চ যা ঘটেছিল

ইয়ুন নান প্রদেশ

দক্ষিণ এশিয়া

তৃতীয় নয়ন
আরো>>
(GMT+08:00) 2008-07-11 19:58:21    
অদমনীয় মনোবল

cri

    শ্রোতাবন্ধুরা, ২০০৮ সালের ১২ মে চীনের সি ছুয়ান প্রদেশের ওয়েন ছুয়ান জেলায় রিখটার স্কেলের ৮.০ মাত্রার ভূমিকম্পের পর, দুর্গত অঞ্চলের অনেককেই চিকিত্সার জন্য চীনের বিভিন্ন স্থানের হাসপাতালে পাঠানো হয়। গত ২৮ মে প্রথম দফার ৯১জন আহত " উদ্ধার ২৬" নামের ট্রেনে করে এসে পেইচিংয়ে পৌঁছে পেইচিং প্রবীন হাসপাতালে চিকিত্সা গ্রহণ করেন।

    শিশু চাং ইয়ু লানকে চুলে বেণী বাঁধা থেকে " থুং ই শৌ কে" নামের গান শেখানো পর্যন্ত সাহায্য করেছেন স্বেচ্ছাসেবক ছু । চাং ইয়ু লান যে ওয়ার্ডে আছে সেখানে মোট ৩টি বিছানা রয়েছে। প্রত্যেক বিছানায় বেশ কয়েকটি নিত্য -ব্যবহার্য্য দ্রব্যের ব্যাগ রয়েছে। একই সঙ্গে প্রত্যিটি বিছানায় দেখা যায় যে পেইচিং প্রবীন হাসপাতাল লিখিতভাবে সি ছুয়ান ভূমিকম্প দুর্গত অঞ্চলের সাধারণ জনগণের জন্য একটি গোলাপী রঙের সমবেদনা চিঠি দিয়েছে। এতে লেখা হয়েছে " একজনের ভালোবাসা হয়তো খুবই ছোট, তবে এটা ১৩০ কোটি দিয়ে গুণ করলে তা অপরিমেয় । অন্যদিকে বিশাল ভূমিকম্প দুর্যোগ মোকাবিলার সকল কর্মকান্ডকে ১৩০ কোটি দিয়ে ভাগ করলে সহজে তা সম্পন্ন করা সম্ভব।"

    চাং ইয়ু লান সি ছুয়ান প্রদেশের মিয়ান চু শহরের একটি শিশু। এবার ভূমিকম্পে তার হাত , পা এবং মাথার বেশ কয়েকটি হাড় ভেঙে গেছে। পেইচিং প্রবীন হাসপাতালে আসার আগে আমরা জানতে পারি যে, চাং ইয়ু লান একটি কলম পেতে চায় এবং সে আশা করে যত তাড়াতাড়ি সম্ভব জন্মস্থানে ফিরে গিয়ে লেখাপড়া শুরু করতে পারবে । আমাদেরকে সে বলেছে : " হাসপাতালে আমি প্রতিদিন আনন্দে কাটিয়েছি। এখানকার চাচা চাচিরা আমাকে অনেক যত্ন করেন। আমি পেইচিংকে অনেক পছন্দ করি। আশা করি পেইচিংয়ে থেকে এবার পেইচিং অলিম্পিক গেমস দেখতে পারবো এবং মহাপ্রাচীরে যেতে পারবো। অবশ্যই ,আমি জন্মস্থানে ফিরে যেতে চাই। সেখানে গিয়ে আমার লেখাপড়া করা জরুরি।"

    আহত সিউং ওয়েই একজন ডাক্তার। ভূমিকম্পে তার পা'র অবস্থা বেশি গুরুতর । তবে দেখতে বেশ শক্তিশালী। তিনি সংবাদদাতাকে বলেন :" হাসপাতাল আমাদের জন্য সি ছুয়ান খাবার রান্না করতে পারেন এমন সব বাবুর্চিকে আনা হয়েছে। তারা আমাদেরকে খুবই আন্তরিকভাবে যত্ন করেন। এখানে থাকতে ঠিক আমার বাসায় থাকার মতো অনুভূতি হয় ।গতকাল আমি বাইরে হাঁটার সময় সবাইকে বলেছি ' বাসায় ফিরে এসেছি।'।

    সি ছুয়ান ভূমিকম্পে কিছু কিছু আহতকে পেইচিংয়ে এসে চিকিত্সা গ্রহণের খবর পেয়ে প্রবীন হাসপাতাল এখানে এসে চিকিত্সা নেওয়র কথা বলে একটি আবেদনপত্র পাঠিয়েছে । পেইচিং স্বাস্থ্য ব্যুরোর সংশ্লিষ্ট পর্যালোচনার পর, তাদেরকে সুষ্ঠুভাবে চিকিত্সার জন্য পেইচিং প্রবীন হাসপাতালে প্রস্তুতিমূলক কাজও চলেছে। এ হাসপাতালের উপপ্রধান ইয়াং বিন আমাদেরকে বলেছেন, আহতদেরকে অ্যাম্বুলেন্স থেকে হাসপাতালের বিছানায় স্থানান্তরের প্রক্রিয়ার ওপরে আমরা কমপক্ষে ৫ বার মহড়া দিয়েছি। তিনি বলেন:" আহত বিশেষ করে হাড় ভেঙে গেছে এমন আহতদেরকে সুষ্ঠুভাবে স্থানান্তর না করলে তাদের অবস্থা আরও গুরুতর হয়ে পড়তে পারে। আহতদের স্থানান্তরের প্রথম কথা হচ্ছে দ্রুত আর শেষ কথা হচ্ছে নিরাপত্তা। হাসপাতালের সহকর্মীদেরকে সত্যিকারের মতো স্ট্রেচারে শুইয়ে আমরা সহড়া দিয়েছি। প্রস্তুতিমূলক কাজ সত্যিই খুবই প্রয়োজন।"

1 2