v চীন আন্তর্জাতিক বেতারv বাংলা বিভাগv চীনের বিশ্ব কোষ
China Radio International
পর্যটনসংস্কৃতিবিজ্ঞানখেলাধুলাকৃষিসমাজঅর্থ-বাণিজ্যশিক্ষার আলো
চীনা সংবাদ
বিশ্ব সংবাদ
চীনের কণ্ঠ
সংবাদ ব্যক্তিত্ব
সংবাদের প্রেক্ষাপট
নানা দেশ
কুইজ
আবহাওয়া

মহা মিলন ২০০৮ পেইচিং অলিম্পিক গেমস

ভয়াবহ ভূমিকম্প দক্ষিণ-পশ্চিম চীনে আঘাত হেনেছে

লাসায় ১৪ মার্চ যা ঘটেছিল

ইয়ুন নান প্রদেশ

দক্ষিণ এশিয়া

তৃতীয় নয়ন
আরো>>
(GMT+08:00) 2008-06-24 16:05:45    
চিকিত্সা কর্মীদের দায়িত্ব

cri

    চীনের রাষ্ট্রীয় পরিষদের ভূমিকম্প উদ্ধার ও ত্রাণ সদর দফতরের চিকিত্সা ও রোগ প্রতিরোধ গ্রুপের প্রধান কাও ছিয়াং ১৫ মে সংবাদদাতাকে দেয়া এক সাক্ষাত্কারে এসব চিকিত্সা কর্মীর প্রতি শ্রদ্ধা প্রদর্শন করেছেন। তিনি বলেন:" সি ছুয়ান প্রদেশের ওয়েন ছুয়ান ভয়াবহ ভূমিকম্পের দুর্যোগ সারা দেশের ৬০ লাখ চিকিত্সা কর্মীর মনকে ব্যথিত করেছে । রাস্তা ভেঙে যাওয়ার প্রেক্ষাপটে কুয়াং তুং প্রদেশ এবং ছুং ছিং শহরের বেশ কিছু চিকিত্সা কর্মী সংশ্লিষ্ট চিকিত্সা সরঞ্চাম এবং ঔষধ কাঁধে নিয়ে ভূমিকম্প দুর্গত অঞ্চলে হেটে চলে যান। এটি খুবই মুগ্ধকর। দুর্গত অঞ্চলে কিছু কিছু চিকিত্সা কর্মী ইতোমধ্যেই একটানা ১০ ঘন্টারও বেশি সেবার কাজ করেছেন। আসলে তারা অনেক ক্লান্ত । কিন্তু দুর্গত অঞ্চলের আহতদের জন্য তারা আরও নিরলস চেষ্টা করেছেন।"

    সি ছুয়ান প্রদেশের রাজধানি ছেং তু শহরের চিন চিয়াং স্ত্রীরোগ ও ধাত্রীবিদ্যা হাসপাতালের সব ডাক্তার ও নার্স সারা রাত প্রসূতী এবং ভূমিকম্পে আহত শিশুদের দেখাশুনা করেন। তারা নিজেদের জীবনের নিরাপত্তা উপেক্ষা করে সেবার কাজে আত্মনিয়োগ করেন। একজন ডাক্তার বলেন:" ভূমিকম্পের সময় একজন প্রসূতী সন্তান প্রসব করতে যাচ্ছেন। বাইরে কোন উপায় না দেখে আমরা পুনরায় হাসপাতালের ঘরে নিয়ে যাই সেখানে তিনি সুষ্ঠুভাবে সন্তান প্রসব করেন।"

    এ সব চিকিত্সা কর্মীকে ধন্যবাদ জানানোর জন্যে সি ছুয়ান প্রদেশের বিভিন্ন হাসপাতালে অনেক বাবা মা নিজেদের জন্ম নেয়া সন্তানদেরকে একই নাম দিয়েছেন, যা হলো ভূমিকম্পে জন্মগ্রহণ" । তারা আশা প্রকাশ করেন যে, এভাবেই ভূমিকম্পের এ বিশেষ সময়কে মনে রাখবেন।

   তবে আরও কিছু কিছু চিকিত্সা কর্মী আহতদের সেবা করতে গিয়ে নিজেদের শিশুকে হারিয়ে ফেলেছেন । ২৪ বছর বয়স্ক ছেন সিও হু একজন নার্স। তিনি নিজেও একজন প্রসূতী। ভূমিকম্পের সময় তিনি অন্যান্য চিকিত্সা কর্মীদের সঙ্গে সুষ্ঠুভাবে ৬৮জন আহতকে হস্তান্তর করেন। দুর্ভাগ্যবশত তার নিজের সন্তান গর্ভপাত হয়ে গেছে। তবে তিনি সংবাদদাতাকে বলেন " আমি একজন তরুনী । ভবিষ্যতে সন্তান পাওয়ার সুযোগ আরও আছে।"--ওয়াং হাইমান


1 2