১২ মে ভূমিকম্প হওয়ার সময় চাং সিও ফিং নিজের ঘরে ছিলেন। তার বসতবাড়ি ভেঙে যাওয়ার পর সে ধ্বংস স্তুপের নীচে চাপা পড়ে যায় । ১৭ মে বেলা সাড়ে নয়টায় উদ্ধারকারী সৈন্যরা তাকে উদ্ধার করে ।তার শ্বাস-প্রশ্বাস থাকলেও ধ্বংস স্তুপের নীচে প্রায় ১১৬ ঘন্টা চাপা পড়ে থাকার পর তার শরীরের অবস্থা ছিল বেশি দুর্বল। ছুং ছিং দমকল সদর দফতরের উদ্ধারকারী সৈন্য খুবই সাবধান তার সঙ্গে চাং সিও ফিং গায়ের ওপর থেকে টুকরা টালি ও ইট হাত দিয়ে যথাক্রমেই সরিয়ে দেন। একই সঙ্গে উদ্ধারকারী ডাক্তারও সংশ্লিষ্ট চিকিত্সার প্রস্তুতি নিয়ে নেন। একজন উদ্ধারকারী ডাক্তার বলেন:" আমরা স্ট্রেচার, অক্সিজেন এবং কিছু কিছু ত্রাণের সাজ-সরঞ্জাম সব প্রস্তুত রেখেছে। রোগী নিজেই পানি খেতে পারতেন। এতো দিন পর আহতের শ্বাস-প্রশ্বাস থাকলেও তার হতাহতের অবস্থা বেশি গুরুতর নয় বলে মনে করা হয়।"
দু'ঘন্টা পর, ধ্বংস স্তুপের নীচে চাং সিও ফিংয়ের গায়ের উপর অংশ দেখা যায়। তবে তার গায়ের নিম্ন অংশ আরও ধ্বংস স্তুপের নীচে ছিল । তারা কীভাবে সাফল্যের সঙ্গে তাকে উদ্ধার করে, তা ছিল একটি কঠিন ব্যাপার । রাত ঘনিয়ে আসছে। এ অবস্থার প্রেক্ষাপটে দমকল অফিসার ও সৈন্যরা এবং চিকিত্সককে এ সমস্যা সমাধানের চূড়ান্ত উপায় ব্যবহার করতে হবে। ছুং ছিং দমকল সদর দফতরের মেজর জেনারেল ওয়াং রু লিন বলেন:" এখন আমাদের উদ্ধার কাজের একটি চাবিকাঠি সময় । একটু আশা থাকলেও আমরা শত গুণের বেশি প্রচেষ্টা চালাবো।"
এদিন রাত ১১'টার সময়ে চাং সিও ফিংকে সুষ্ঠুভাবে উদ্ধার করা হয়েছে। তখন ভূমিকম্পের মোট ১২৮ ঘন্টা পার হয়ে গেছে। ভূমিকম্প দুর্গত অঞ্চলে চাও সিও ফিংয়ের মতো অনেক আহত ধ্বংস স্তুপের নীচে জীবনের বিস্ময় সৃষ্টি করেছেন। এটা আমাদেরকে চিরদিন অবাক ও মুগ্ধ রাখবে।--ওয়াং হাইমান 1 2
|