শ্রোতাবন্ধুরা, ২০০৮ সালের ১২ মে চীনের দক্ষিণ পশ্চিমাঞ্চলের সি ছুয়ান প্রদেশে সংঘটিত রিক্টার স্কেলে ৮.০ মাত্রার ভয়াবহ ভূমিকম্পের পর দুর্গত অঞ্চলের বহু বসতবাড়ি ধ্বংস হয়ে গেছে। এতে ব্যাপক জনগণ ধ্বংস স্তুপের নীচে চাপা পড়ে যায় । ভূমিকম্পের পর উদ্ধার ও ত্রাণ কাজে চীনের সামরিক বাহিনী, সশস্ত্র পুলিশ এবং দমকল অফিসার ও সৈন্যরা বেশ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন।
আপনারা এই মাত্র শুনেছেন যে ১৪ মে ৫০ ঘন্টারও বেশি সময় ধরে যথাসাধ্য প্রচেষ্টা চালিয়ে সশস্ত্র পুলিশ বাহিনী ভূমিকম্পের ধ্বংস স্তুপের নীচ থেকে ২০ জনেরও বেশি অধিবাসীকে উদ্ধারের পর সবার উল্লাস ধ্বনি। সেদিন পর্যন্ত এ ধরণের উল্লাস ধ্বনি দুর্গত অঞ্চলের ধ্বংস স্তুপে বহুবার ঘটেছে। ব্যাপক উদ্ধারকারী ইতোমধ্যেই দুর্গত অঞ্চলের বিভিন্ন স্থান থেকে সাফল্যের সঙ্গে ৩৩ হাজার ৪৩৪ জনকে উদ্ধার করেছেন।
এদিন ভূমিকম্পের বেশি গুরুতর অঞ্চল পেই ছুয়ান শহরে ছুং ছিং ও সি ছুয়ান স্থানীয় দমকল বাহিনীর সদস্যরা যৌথভাবে পেই ছুয়ান মাধ্যমিক বিদ্যালয়ের ধ্বংসপ্রাপ্ত শিক্ষা প্রতিষ্ঠানে উদ্ধার ও ত্রাণ তত্পরতা চালায়। তখন পর্যন্ত ভূমিকম্পের পর মোট ৫২ ঘন্টা অতিক্রম করে যায়। একজন ছাত্রীর অস্তিত্ব আবিষ্কারের পর উদ্ধারকারী সৈন্যরা এ ছাত্রীর সঙ্গে কথা বলেন।" ছোট বোন এখন কথা বলবে না, শারীরের শক্তি বজায় রাখা জরুরি। তুমি চিন্তা করবে না, তোমাকে নিশ্চিতভাবে এখন থেকে উদ্ধার করতে পারবো।"
হোইস্ট গাড়ির সাহায্যে ধ্বংসপ্রাপ্ত বসতবাড়ির পিলার সরানোর পর, ধ্বংস স্তুপের ওপর আরও অব্যাহতভাবে বড় আকারের সাজ-সরঞ্জাম ব্যবহার করলে পুনরায় ধ্বসে পড়তে পারে । এ ধ্বংস স্তুপের ওপর উদ্বিগ্ন উদ্ধারকারী সৈন্য শুধু মাত্র হাত দিয়ে ছোট আকারের পরিষ্কার সাজ-সরঞ্জাম ব্যবহার করতে পারবেন। অচিরেই ১৩ বছরের বয়স্ক চু হুং মেইকে ধ্বংস স্তুপের নীচ থেকে সাফল্যের সঙ্গে উদ্ধার করা হয়েছে। উদ্ধারের পর তাকে তাঁবুতে অস্থায়ী চিকিত্সা কেন্দ্রে পাঠিয়ে শরীরের পরীক্ষা করা হয়।পরীক্ষার পর, ডাক্তার সংবাদদাতাকে বলেন, ডান পায়ের হাড় ভেঙে যাওয়া ছাড়া এ ছাত্রীর শরীরে আর কোন গুরুত্বপূর্ণ সমস্যা নেই। সংশ্লিষ্ট চিকিত্সা গ্রহণের পর চু হুং মেই উদ্ধারকারী সৈন্যকে বলেছে, তাকে যে স্থান থেকে উদ্ধার করা হয়েছে সে স্থানের কাছাকাছি ধ্বংস স্তুপে আরও ছাত্রছাত্রী চাপা পড়ে রয়েছে। এ কথা শুনে উদ্ধারকারী সৈন্য যথাযথভাবে আরেকটি উদ্ধার কাজে অংশ নেন।
ভূমিকম্পের পর ৭২ ঘন্টা হচ্ছে আন্তর্জাতিক গ্রহণযোগ্য যে কোন উদ্ধার তত্পরতার সবচেয়ে শ্রেষ্ঠ সময় । তবে সি ছুয়ান প্রদেশের এবারের ভয়াবহ ভূমিকম্পে অনেকেই ভূমিকম্পের ৭২ ঘন্টা এমন কি এক শ ঘন্টার পর ধ্বংস স্তুপের নীচ থেকে উদ্ধার করা হয়েছে। তু চিয়াং ইয়ান অধিবাসী চাং সিও ফিং হচ্ছেন ভূমিকম্পের ১২৮ ঘন্টা পর সাফল্যের সঙ্গে উদ্ধার পাওয়া অধিবাসী।
1 2
|