|  আইসল্যান্ডের মোট আয়তন ১ লাখ ৩ হাজার বর্গকিলোমিটার।  দেশটি হচ্ছে ইউরোপীয় দেশগুলোর মধ্যে সবচে' পশ্চিমাঞ্চলের দেশ এবং আটলান্টিক মহাসাগরের মধ্যাঞ্চলে অবস্থিত। দেশটির তুষার আয়তন ৮ হাজার বর্গকিলোমিটার, যা ইউরোপের দ্বিতীয় বৃহত্তম উপদ্বিপ। তটরেখা ৪ হাজার ৯৭০ কিলোমিটার।  
     লোকসংখ্যা ২ লাখ ৭৬ হাজার। সরকারী ভাষঅ আইসল্যান্ডী ভাষা। ইংরেজী ও বেশি চলিত। ৯০ শতাংশ অধিবাসী খৃষ্টান ধর্মে বিশ্বাসী।     রাজধানি রেয়কজাভিক। এ শহরের লোকসংখ্যা ১ লাখ ১২ হাজার ২৬৮ । সারা দেশের এক তৃতীয়াংশে মানুষ রাজধানিতে বসবাস করেন।       দেশটির ২৩টি প্রদেশ ,২১টি স্বায়ত্তশাসিত শহর এবং ২০৩টি ধর্মীয় এলাকা রয়েছে।
     ১৯৪৪ সালের ১৭ জুন আইসল্যান্ড প্রজাতন্ত্র প্রতিষ্ঠিত হয়। 1 2 ১৯৪৬ সালে দেশটি জাতিসংঘের ভেতরে যোগ দেয়। ১৯৪৯ সালে দেশটি ন্যাটোর সদস্য দেশে পরিণত হয়। 
 |