v চীন আন্তর্জাতিক বেতারv বাংলা বিভাগv চীনের বিশ্ব কোষ
China Radio International
পর্যটনসংস্কৃতিবিজ্ঞানখেলাধুলাকৃষিসমাজঅর্থ-বাণিজ্যশিক্ষার আলো
চীনা সংবাদ
বিশ্ব সংবাদ
চীনের কণ্ঠ
সংবাদ ব্যক্তিত্ব
সংবাদের প্রেক্ষাপট
নানা দেশ
কুইজ
আবহাওয়া

মহা মিলন ২০০৮ পেইচিং অলিম্পিক গেমস

ভয়াবহ ভূমিকম্প দক্ষিণ-পশ্চিম চীনে আঘাত হেনেছে

লাসায় ১৪ মার্চ যা ঘটেছিল

ইয়ুন নান প্রদেশ

দক্ষিণ এশিয়া

তৃতীয় নয়ন
আরো>>
(GMT+08:00) 2008-06-12 16:40:06    
প্রাচীন শহর হুয়াং ইয়াও ও কু পো পর্বত অরণ্য উদ্যান

cri

ঘন বন প্রচুর জলপ্রপাত ও ঝরণার কারণে কুপো পর্বতের আবহাওয়ায় ঋণাত্মক অক্সিজেন আয়নের পরিমান খুবই বেশি। এ জন্যই এটি দক্ষিণ চীনের বৃহত্তম প্রাকৃতিক অক্সিজেন বার বলে পরিচিত। কুপো পর্বত দর্শনীয় স্থানের দায়িত্বরত কর্মকর্তা তেং ছোং লাং ব্যাখ্যা করে বলেন,

চৌং নান বনশিল্প একাডেমীর বিশেষজ্ঞদের হিসেব অনুযায়ী, কুপো পর্বতের সর্বোচ্চ জায়গাগুলোতে আবহাওয়ার ঋণাত্মক অক্সিজেন আয়নের পরিমান, প্রতি কিউবিক সেন্টিমিটারে ১ লাখেরও বেশি। বেশির ভাগ জায়গায় তা হচ্ছে প্রতি কিউবিক সেন্টিমিটারে ৬৫ হাজার ৮শ' ৫৬টি। আমাদের পর্বত অরণ্য উদ্যানের ঋণাত্মক অক্সিজেন আয়নের পরিমান শহরের চেয়ে ২শ' থেকে ৩শ' গুণ বেশি।

চূড়ার শীর্ষে ওঠার জন্য তৈরি আছে ক্যাবল কার। আর পায়ে হেটে উঠলে তো কথাই নেই, চারিয়ে চারিয়ে উপভোগ করতে পারবেন পর্বতের প্রাকৃতিক সৌন্দর্য।

ভ্রমনে একটু ক্লান্ত হয়ে পড়লেও ক্ষতি নেই সামনেই অপেক্ষা করছে পুরস্কার, আর তা হচ্ছে পাখিদের মধুর সঙ্গীত, জলপ্রপাতের বিরামহীন সৌন্দর্য, পাথরের কারুকাজ এবং অজস্র বন্যপ্রাণী। ক্লান্ত দু'পাকে একটু বিশ্রাম দেওয়ার জন্য পাথুরে জলাধার ও উষ্ণ প্রস্রবনের পাশে জিরিয়েও নিতে পারেন।

মালয়েশিয়ার পর্যটক চাং শেংফেং পার্বত্য দৃশ্য দেখে এমনই আবিষ্ট হয়ে গিয়েছিলেন। তিনি বলেন,

আমি প্রথম কুপো পর্বতের কথা শুনেছি হংকং-এর একটি টিভি সিরিয়াল থেকে, যেটা এখানেই দৃশ্যায়ন করা হয়েছিল। আমি এখানকার দৃশ্য দেখে অভিভূত হয়েছিলাম, তাই নিজের চোখে দেখতে এসেছি। সত্যিই এই পর্বত অবিশ্বাস্য, রূপকথার মতো।

কুপো পর্বতের আবহাওয়া সারা বছরই ভালো। উষ্ণ শীতকাল আর শীতল গ্রীষ্মকালের কারণে বছরের যে কোনো সময়ের জন্যই এটা আদর্শ জায়গা।

প্রিয় শ্রোতাবন্ধুরা, আজকের 'কুয়াং সি'র সৌন্দর্য' বিশেষ অনুষ্ঠানের শেষ প্রান্তে চলে এসেছি আমরা। এর মধ্য দিয়ে শেষ হচ্ছে আমাদের কুয়াংসি চুয়াং স্বায়ত্তশাসিত অঞ্চল ভ্রমণ। আশা করি আপনিও উপভোগ করেছেন। আমাদের সঙ্গে ভ্রমনের জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।

সবশেষে আমি আজকের দুটি প্রশ্ন আবার স্মরণ করিয়ে দিচ্ছি। প্রথম প্রশ্নটি হচ্ছে প্রাচীন শহর হুয়াং ইয়াও'য়ের ইতিহাস কত বছরের? দ্বিতীয় প্রশ্ন কুপো পর্বত অরন্য উদ্যানে হাজার মিটারের চেয়েও বেশি উঁচু চূড়া কটি? আপনারা চিঠি পাঠালে বাংলা সার্ভিস, সি আর আই-১১, চীন আন্তর্জাতিক বেতার, পি.ও. বক্স ৪২১৬, পেইচিং, পি.আর. চাইনা—১০০০৪০। আমাদের ইমেইল ঠিকানা হচ্ছে ben@cri.com.cn. এবারের প্রতিযোগিতা ২০০৮ সালের ৬ অক্টোবর পর্যন্ত চলবে। ওয়েব-সাইটে ২০০৮ সালের ৬ অক্টোবর রাত ১২টা পর্যন্ত আপনি এতে অংশ নিতে পারবেন।

বন্ধুরা, ১৪ জুন থেকে প্রতি শনিবার ও বৃহস্পতিবারে 'কুয়াংসির সৌন্দর্য'-এর ৫টি অনুষ্ঠান 'চলুন বেড়িয়ে আসি' এবং 'শ্রোতা সন্ধ্যায় আবার প্রচার করা হবে। আপনি কোন অনুষ্ঠান না শুনে থাকলে মনোযোগ দিয়ে আবার শুনুন। চীন আন্তর্জাতিক বেতার এবং কুয়াং সি পর্যটন ব্যুরোর যৌথ আয়োজনে চলমান পর্যটন প্রতিযোগিতায় আপনাদের অংশ গ্রহণকে আবারো স্বাগত জানাই।


1 2 3