চীন সরকার প্রণীত ডিজিটাল টেলিভিশন পদ্ধতির উন্নয়নমূলক পরিকল্পনার মধ্যে রয়েছে ২০১৫ সালের মধ্যে অনুকরণমূলক সঙ্কেত পদ্ধতির টেলিভিশন অনুষ্ঠান বন্ধ করা। তখন সারা দেশে পুরোপুরি ডিজিটাল প্রযুক্তি ব্যবহৃত হবে। চীনের জাতীয় বেতার ও টেলিভিশন সাধারণ ব্যুরোর বৈজ্ঞানিক বিভাগের উপমহাপরিচালক ওয়াং লিয়ান বলেছেন:" আমরা পূর্ব, মধ্য, ও পশ্চিম এই তিনটি অঞ্চলের পরিকল্পনা নির্ধারণ করে চারটি পর্যায়ে ডিজিটাল টেলিভিশন উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়ন করবো। ২০১৫ সালের মধ্যে সব কাজ শেষ হয়ে যাবে।"
এ পর্যন্ত চীনে ৪০ লাখেরও বেশি দর্শক এই ডিজিটাল টেলিভিশন ব্যবহার করছে। তারা টেলিভিশনে " ডি,ভি,ডির" মত স্পষ্ট ছবি দেখতে পারেন এবং সিনেমা হলের মত সংগীতের সুরত্ত শুনতে পারেন। সঙ্গে সঙ্গে দর্শকরা শিক্ষা, সংস্কৃতি ও যোগাযোগের তাত্ক্ষণিক তথ্য পেতে পারেন।
স্থানীয় সংশ্লিষ্ট বিভাগ ডিজিটাল টেলিভিশনে বিভিন্ন ধরণের সেবা চালু করেছে। হাংচৌ শহরের ডিজিটাল টেলিভিশন লিমিটেড কোম্পানির প্রধান মাদাম থাং ইউ বলেছেন:" আমরা ডিজিটাল টেলিভিশনে শিক্ষা, জীবন, খেলাধুলা ও পরিবার ইত্যাদি ছ'য় ধরণের সেবার সুযোগ রেখেছি। প্রতিদিন ৮ লাখ ৭০ হাজার বারেরও বেশী তা দর্শকরা ব্যবহার করে।"
উল্লেখ্য, ডিজিটাল টেলিভিশনে স্কুলের কী অবস্থা? বাড়ির কাজ কেমন হয়েছে? লেখাপড়ার ফলাফল কেমন? এমনকি শিশুরা বিখ্যাত বিদ্যালয়ের ভাল শিক্ষকদের চমত্কার করে শেখানো বিজ্ঞান বিষয়গুলো দেখতে পারে। এতে শিশুদের লেখাপড়ারও অনেক উপকার হচ্ছে ।মাদাম ছু মেই আমাদের সংবাদদাতারকে বলেন:" ছাত্রছাত্রীরা সবাই ভাল শিক্ষকের ক্লাস পছন্দ করে, কিন্তু এমন সুযোগ বেশী নেই। টেলিভিশনে এখন এ ধরণের অনুষ্ঠান অনেক বেশি এবং আগে রয়েছে বেশী ছাত্রছাত্রী এই মানসম্পন্ন শিক্ষা পাচ্ছে। আমার অনেক ভাল লাগে।"
আরো জানা গেছে, টেলিভিশন হচ্ছে বর্তমান চীনের সর্বোচ্চ পর্যায়ের তথ্য চ্যানেল। শহরে পারিবারিক টেলিভিশন ব্যবহার হচ্ছে ১৩০ শতাংশ , গ্রামে প্রায় ৭৫ শতাংশ । চীনের রাষ্ট্রীয় বেতার ও টেলিভিশন সাধারণ ব্যুরোর সূত্রে জানা গেছে, খুব শিগগির চীনের মধ্য-পশ্চিমাঞ্চলে ডিজিটাল টেলিভিশন চালু হবে। তখন আরো বেশী মানুষ ডিজিটাল টেলিভিশনের চমত্কার চমত্কার অনুষ্ঠান দেখতে পারবে, এবং একজন ভাল বন্ধু হিসেবে সবসময় পাশে থেকে তাদের বিনোদনের সঙ্গী হবে। --ওয়াং হাইমান 1 2
|