ইউরোপ, আফ্রিকা ও মধ্য-প্রাচ্যের মোট ১০১টি দেশ পরিকল্পনা অনুযায়ী ২০১৫ সালের মধ্যে তাদের সকল টেলিভিশন অনুষ্ঠান ডিজিটাল প্রযুক্তিতে রূপান্তর করবে । চীনও ডিজিটাল প্রযুক্তিতে টেলিভিশন অনুষ্ঠান প্রচার করার বিষয়ে এসব দেশের সঙ্গে একাত্মতা প্রকাশ করেছে। বর্তমানে চীনে ৪০ লাখেরও বেশি দর্শক ডিজিটাল টেলিভিশনের সুবিধা পাচ্ছেন। তারা নিজেদের চাহিদা অনুযায়ী ডিজিটাল টেলিভিশন সুবিধা ব্যবহার করছেন। এর মাধ্যমে চমত্কার অনুষ্ঠান, কেনা কাটা , চিকিত্সা ও পুঁজিবনিয়োগসহ বিভিন্ন বিষয়ে খুঁটি নাটি তথ্য জেনে তারা বাস্তব জীবনে কাজে লাগাতে পারছেন।
ডিজিটাল টেলিভিশনের অর্থ কী ? প্রথমতঃ টেলিভিশনের অনুষ্ঠান তৈরী , সম্পাদনা ও সম্প্রচারের সফল প্রক্রিয়ায় ডিজিটাল প্রযুক্তির ব্যবহার । বর্তমানে বহুল ব্যবহৃত অনুকরণমূলক সঙ্কেত পদ্ধতির টেলিভিশন অনুষ্ঠানের চেয়ে ডিজিটাল সঙ্কেতের অনুষ্ঠানের মান অনেক ভাল । ছবি ঝকঝকে ও শব্দ নিখুঁত। অনুষ্ঠানে বৈচিত্র্যও আনা যায় অনেক বেশি। দ্বিতীয়তঃ ডিজিটাল টেলিভিশন ব্যবহার করায় দর্শকরা যে কোন অনুষ্ঠান এক কেন্দ্রীকভাবে দেখার পরিবর্তে একসঙ্গে বহুকেন্দ্রীকভাবে উপভোগ করতে পারেন। পছন্দের কোন অনুষ্ঠান ইচ্ছে করনেই পুনরায় দেখতে পারেন। আসলে ডিজিটাল টেলিভিশন অনেকটা কম্পিউটারের মতো কাজ করতে পারে। এতে পরিবারের অনেক সুবিধা হয়।
চীনের পূর্বাঞ্চলের হাংচৌ শহরের ওয়াং ছিনফুর বয়স এখন ৭৭ বছর । বাড়িতে টেলিভিশন আছে। তিনি ও তাঁর স্ত্রী মনোযোগ দিয়ে অনুষ্ঠান দেখেন। এক বছর আগে কেনা ডিজিটাল টেলিভিশন তাঁদের জীবনে কিছুটা স্বস্তি এনে দিয়েছে। তিনি বলেন, এখন ডিজিটাল টেলিভিশনের কল্যাণে আগের চেয়ে বেশি বৈচিত্র্যময় অনুষ্ঠান দেখতে পারেন এবং নিজের পছন্দের বইও কিনতে পারেন।" এই সপ্তাহে কোন বইটা বেশি জনপ্রিয়, কোন বইটা আমার পছন্দ, আমি ডিজিটাল টেলিভিশনের সাহায্যে জানতে ও কিনতে পারি। এটা জীবনকে অনেক সহজ করে দিয়েছে ।
সাম্প্রতিক বছরগুলোয়, চীনের টেলিভিশনের অনুষ্ঠান তৈরী, প্রচার ইত্যাদি ক্ষেত্রে প্রাথমিকভাবে ডিজিটাল পদ্ধতি বাস্তবায়ন করেছে। পাশাপাশি চলছে অনুকরণমূলক সঙ্কেত পদ্ধতির ব্যবহার। চীনের চেচিয়াং প্রদেশের হাংচৌ শহরের ডিজিটাল টেলিভিশন লিমিটেডের সহকারী মহাব্যবস্থাপক চেনং সিওলিন বলেন:" অনুকরণমূলক সঙ্কেত টেলিভিশন অনুষ্ঠানের চেয়ে ডিজিটাল টেলিভিশনের ধারণক্ষমতা অনেক বেশি । অনুকরণমূলক সঙ্কেত টেলিভিশন মাত্র কয়েক ডজন সেট অনুষ্ঠান ধারণ করতে পারে। ডিজিটাল টেলিভিশন ধারণ করতে পারে কয়েক শো সেট অনুষ্ঠান এবং ক্ষমতাও অনেক বেশি। যা অনেকটা কম্পিউটারের মত সুবিধা দেয়।"
1 2
|