v চীন আন্তর্জাতিক বেতারv বাংলা বিভাগv চীনের বিশ্ব কোষ
China Radio International
পর্যটনসংস্কৃতিবিজ্ঞানখেলাধুলাকৃষিসমাজঅর্থ-বাণিজ্যশিক্ষার আলো
চীনা সংবাদ
বিশ্ব সংবাদ
চীনের কণ্ঠ
সংবাদ ব্যক্তিত্ব
সংবাদের প্রেক্ষাপট
নানা দেশ
কুইজ
আবহাওয়া

মহা মিলন ২০০৮ পেইচিং অলিম্পিক গেমস

ভয়াবহ ভূমিকম্প দক্ষিণ-পশ্চিম চীনে আঘাত হেনেছে

লাসায় ১৪ মার্চ যা ঘটেছিল

ইয়ুন নান প্রদেশ

দক্ষিণ এশিয়া

তৃতীয় নয়ন
আরো>>
(GMT+08:00) 2008-06-05 19:12:40    
সামুদ্রিক দৃশ্য স্বপ্নের ছবির মতো সুন্দর

cri

 

    প্রিয় শ্রোতাবন্ধুরা, বিশেষ অনুষ্ঠান 'কুয়াং সি'র সৌন্দর্য'-এ আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আমি খোং চিয়া চিয়া। আমার সঙ্গে রয়েছেন অমিত হাবিব। আজকের অনুষ্ঠানে আমরা আপনাদেরকে কুয়াং সি চুয়াং জাতি স্বায়ত্তশাসিত অঞ্চলের সামুদ্রিক অঞ্চলে নিয়ে যাবো। আপনারা নিজেরাই বুঝবেন সেখানকার বৈশিষ্ট্য, প্রাকৃতিক ও সামুদ্রিক দৃশ্য কতো আকর্ষণীয়।

    অনুষ্ঠান শুরু করার আগে যথারীতি আপনাদেরকে প্রথমেই প্রশ্ন দুটি জানিয়ে দিচ্ছি। প্রথম প্রশ্নটি হচ্ছে চীনের চিং জাতির সবেচেয়ে আড়ম্বরপূর্ণ উত্সব কী? দ্বিতীয় প্রশ্নটি হচ্ছে চীনের কোন শহরকে " চীনের বৃহত্তম বিশুদ্ধ বায়ুর শহর"বলা হয়? আশা করি আপনারা আমাদের অনুষ্ঠান মনোযোগ দিয়ে শুনছেন। এখনই আপনারা জানতে পারবেন প্রশ্ন দু'টির উত্তর।

    চীন একটি বহু জাতির দেশ। এর মধ্যে ২০ হাজারেরও বেশি লোকসংখ্যা সমৃদ্ধ চিং জাতি দক্ষিণ কুয়াংসি'র তোং সিং শহরে বাস করে। এখন আপনারা তোংসিং শহরের বৈশিষ্ট্যময় উপকুলীয় সংস্কৃতি অনুভব করতে পারবেন।

    এখন আপনারা যে সঙ্গীতটি শুনছেন, তাতে বাজানো হয়েছে একতারা। একতারা হচ্ছে চিং জাতির বিশেষ বাদ্যযন্ত্র। এক তারের বাদ্যযন্ত্রটি অনেকটা বাংলাদেশের একতারার মতো। তোংসিং শহর চীন-ভিয়েতনাম সীমান্ত অঞ্চলে অবস্থিত। শহরের পশ্চিম ও দক্ষিণ দিকে এবং ভিয়েতনামের মাংজিয়ে শহরের মাঝখানে বেইলুন নদী। দক্ষিণ-পূর্ব দিকে বেইবু উপ-সাগর। চিং জাতির মানুষ বংশপরম্পরায় এখানে ছিপে-মাছ ধরে। আজ অবধি চিং জাতির একটি রীতি চালু আছে, সেটা হচ্ছে কেউ যদি সামুদ্রিক খাবার খেতে চায়, তাহলে মাছ-ধরে ফিরে আসা ট্রলার থেকে কিছু একটা নিতে পারে মালিকরা এতে বকাবকিতো করেই না এমনকি মনও খারাপ করবে না। চিং জাতির মানুষরা এতো অতিথিবত্সল যে অতিথিরা সেখানে যেতে দারুন পছন্দ করেন। আর একবার সেখানে গেলে আপনিও উপভোগ করতে পারেন। সরল জীবন, প্রাকৃতিক দৃশ্য, সমুদ্র সৈকতের অবকাশ জীবন। নিজেই ধরে খেতে পারবেন সামুদ্রিক মাছসহ অনেক কিছু। ভাবতেই যেন জিহ্বায় পানি এসে যায়।


1 2 3 4