নতুন গ্রামীণ বসতবাড়ি এলাকায় আরও ৩৫টি পশুপালকের পরিবার রয়েছে। ২০০৫ সালে ই লি গোষ্ঠীর বেসরকারী শিল্পপ্রতিষ্ঠান এ নতুন গ্রামীণ বসতবাড়ি স্থাপনের জন্য আর্থিক বরাদ্দ দেয়। এ গোষ্ঠীর প্রধান ওয়াং ওয়েন বিয়াও বলেন:" খু বু ছি মরুভূমির অবস্থার উন্নয়ন এবং স্থানীয় প্রাকৃতিক পরিবেশ সুরক্ষার জন্য ই লি গোষ্ঠী ২ কোটিরও বেশি ইউয়ান ব্যয় করে পশুপালকদের জন্য একটি নতুন গ্রামীণ বসতবাড়ি নির্মাণ করেছে।
৫০ বছরের ওয়াং ওয়েন বিয়াও খু বু ছি মরুভূমির ওপর গভীর আগ্রহী। এ মরুভূমির প্রশাসনে তার প্রথম পদক্ষেপ হচ্ছে খু বু ছিতে 'ছুয়ান শা' সড়ক নির্মাণ করা।১৯৯৭ সালে এ সড়ক স্থাপনের কাজ শুরু হয়।তিনি বলেন:" আগে সেখানে রাস্তা, বিদ্যুত্ পানি এবং বেশ কিছু যোগাযোগ বলতে কিছুই ছিল না। স্থানীয় শিল্পপ্রতিষ্ঠান উপযুক্ত পণ্যদ্রব্য উত্পাদন করেও তা বাইরে পরিবহণ করতে পারতো না। এমন কি, রেলপথ দূরত্ব মাত্র ৬০ কিলোমিটার কিন্তু খু বু ছি মরুভূমির জন্য মেট ৩৩০ কিলোমিটার ঘুরে যেতে হতো । এ অবস্থার প্রেক্ষাপটে ছুয়ান শা সড়ক নির্মাণ করা খুবই জরুরি ছিল।"
এ সড়ক নির্মাণের জন্য ই লি গোষ্ঠী ৭ কোটি ৫০ লাখ ইউয়ান বরাদ্দ দিয়েছে। দু'বছরের প্রচেষ্টায় ১৯৯৯ সালে খু বু ছি মরুভূমির প্রথম সড়ক -- ছুয়ান শা সড়ক চালু হয়। তার মোট দৈর্ঘ হল ৬৫ কিলোমিটার। যাকে মরুভূমির বিস্ময় বলে অভিহিত করা হয়। --ওয়াং হাইমান 1 2
|