v চীন আন্তর্জাতিক বেতারv বাংলা বিভাগv চীনের বিশ্ব কোষ
China Radio International
পর্যটনসংস্কৃতিবিজ্ঞানখেলাধুলাকৃষিসমাজঅর্থ-বাণিজ্যশিক্ষার আলো
চীনা সংবাদ
বিশ্ব সংবাদ
চীনের কণ্ঠ
সংবাদ ব্যক্তিত্ব
সংবাদের প্রেক্ষাপট
নানা দেশ
কুইজ
আবহাওয়া

মহা মিলন ২০০৮ পেইচিং অলিম্পিক গেমস

ভয়াবহ ভূমিকম্প দক্ষিণ-পশ্চিম চীনে আঘাত হেনেছে

লাসায় ১৪ মার্চ যা ঘটেছিল

ইয়ুন নান প্রদেশ

দক্ষিণ এশিয়া

তৃতীয় নয়ন
আরো>>
(GMT+08:00) 2008-05-28 21:48:48    
ভালোবাসা দেশের সীমারেখা পার হয়ে যায়(ছবি)

cri

    ১২ মে চীনের সিছুয়ানের ওয়েনছুয়ানে ভূমিকম্প হওয়ার পর চীনের অভ্যন্তর ও বিদেশ থেকে বহু ত্রাণ সামগ্রী ধারাবাহিকভাবে ভূমিকম্পের দুর্গত অঞ্চলে পাঠানো হয়েছে।

    ১২ মে সিছুয়ানের ওয়েনছুয়েনে ভূমিকম্প আঘাত হানার পর বিখ্যাত চলচ্চিত্র তারকা জ্যাকি চেন হাতের কাজ ফেলে রেখে দ্রুত পেইচিংয়ে এসে হংকং গণ মাধ্যমের প্রবীন ব্যক্তিত্ব ইয়াং সৌ চেনের সঙ্গে যৌথভাবে দুর্গত মানুষের সাহায্যে সিছুয়ানের ভূমিকম্প অঞ্চলের জন্য ১ কোটি ইউয়ান রেনমিনপি দান করেন। এরপর তিনি একটি ছোট চলচ্চিত্র তৈরি করে সারা বিশ্বের চীনাদেরকে দুর্গত অঞ্চলের জনগণকে সাহায্য করার আহ্বান জানান। তিনি বলেন, 'সবাই ভালো আছেন? আমি জ্যাকি চেন। দুর্গত অঞ্চলের স্বদেশবাসীকে কঠিন সময় পার করার জন্য এবং জন্মভূমি পুনর্গঠনের জন্য আমি সকল চীনা ছেলেমেয়েকে ভালোবাসার নিদর্শন হিসেবে সাহায্যের হাত বাড়িয়ে দেয়ার আহ্বান জানাই। আসুন, আমরা দুর্গত অঞ্চলের জনগণকে আমাদের ভালোবাসা জানাই।'

    ১৬ মে জ্যাকি চেন চীনের কেন্দ্রীয় টেলিভিশন কেন্দ্রে গিয়ে ভূমিকম্পের উদ্ধার ও ত্রাণ সম্পর্কিত গান রেকর্ড করেছেন। এরপর মাত্র কয়েক ঘন্টা বিশ্রাম নেয়ার পর তিনি ব্যক্তিগত বিমানে পেইচিং থেকে রওয়ানা হয়ে ছেংতু গেছেন। সঙ্গে করে নিয়ে গেছেন ১ লাখ বোতল পানি ও ১০ লাখ ইউয়ান মূল্যের খাদ্যসশ্য। তিনি পথে পথে দুর্গত মানুষদের জন্য পানি ও অর্থ সাহায্য দেন এবং বিশেষ করে আহত ও অনাথদের দেখতে যান।

 'এখনো আমরা সত্যিই জানি না যে, অর্থ ও ত্রাণ সামগ্রী দেয়া ছাড়া আমরা আর কিইবা করতে পারি। তবে আমি জানি, আমি ছাত্রছাত্রীদের জন্য স্বদেশ ও স্কুল পুনর্নিমাণে কিছু কাজ করতে চাই।'

     ভূমিকম্পের পর ষষ্ঠ দিনে 'ভালোবাসার দান' নামে বড় একটি দাতব্য অনুষ্ঠান চীনের জাতীয় টেলিভিশন কেন্দ্রে অনুষ্ঠিত হয়। এ কর্মসূচী চীন সরকারের সাতটি বিভাগের যৌথ উদ্যোগে আয়োজিত হয়। বিভিন্ন মহলের ৫০০ জনেরও বেশি খ্যাতিমান ব্যক্তি ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব এই অনুষ্ঠানে অংশ নেন। চীনের মূলভূভাগ ও হংকং, ম্যাকাও এবং তাইওয়ানের অনেক শিল্পী সক্রিয়ভাবে অর্থ সাহায্য করেছেন। এ সান্ধ্য অনুষ্ঠানে অনেক বড় শিল্প প্রতিষ্ঠান এবং সামাজিক গোষ্ঠীও অর্থ সাহায্য করেছে। অবশেষে দুর্গত অঞ্চলের জন্য মোট ১৫১ কোটি ৪০ লাখ ইউয়ান অর্থ সংগৃহীত হয়েছে। বিখ্যাত সুরকার সু পেই তুং বলেন, 'দুর্যোগ এসেছে। আমরা প্রাণ বাঁচানোর জন্য সময়ের সঙ্গে যুদ্ধ করছি। প্রাণ হারালে সব কিছু শেষ। এখন জন্মভূমি পুনর্গঠনের সময় হয়েছে। আমরা এই অনুষ্ঠানের মাধ্যমে সকল মানুষকে ভালোবাসার হাত বাড়িয়ে দেওয়ার আহ্বান জানাই। প্রতিটি মানুষ কিছু না কিছু দিয়ে তার ভালোবাসা জানাবেন। রক্ত থাকলে রক্ত দেবেন। টাকা থাকলে টাকা দেবেন। শক্তি থাকলে শক্তি দেবেন। আমি মনে করি, এ জাতিকে পরাজিত করা যাবে না।'

    থিয়েনচিই শহরের রোচেন ইস্পাত কোম্পানি গোষ্ঠীর চেয়ারম্যান চাং সিয়াং ছিং দম্পতি প্রথমে ৩ কোটি ইউয়ান অর্থ সাহায্য করেছেন। কিন্তু 'ভালোবাসার দান' অনুষ্ঠানে ঘটনাস্থলেই তিনি আরো ৭ কোটি ইউয়ান চাঁদা দেয়ার সিদ্ধান্ত নেন। যা দুর্গত অঞ্চলের জনগণের পুনর্বাসন ও জন্মভূমি পুনর্গঠনের জন্য ব্যবহার হবে।

    চাং সিয়াং ছিং হচ্ছেন ত্রিশ বছর আগে চীনের থাংশানে ভয়াবহ ভুমিকম্পে বেঁচে যাওয়া একজন ব্যক্তি। তিনি বলেন, ভূমিকম্পের আঘাতে অনাথ হয়ে যাওয়া একজন ব্যক্তি হিসেবে তিনি সম্প্রতি সিছুয়ানের ভূমিকম্প স্থানীয় জনগণের বিরাট ক্ষয়ক্ষতিতে মর্মাহত হয়েছেন। চাং সিয়াং ছিং মনে করেন, নিজের সকল শক্তি দিয়ে দুর্গত অঞ্চলের জনগণকে সাহায্য করা উচিত। তিনি বলেন, '১৩০ কোটি মানুষ যে কোন দুর্যোগকে জয় করতে পারে। প্রতিটি চীনা মানুষের নিজের ভালোবাসার নিদর্শন রাখা উচিত। আমি অনেক ভালোবাসা পেয়েছি। পার্টি ও দেশ আমাকে লালন পালন করেছে। আমরা এই ভালোবাসাই এখন অন্যকে দেবো।'

1 2