১৯৮৮ সালে সিউল অলিম্পিক গেমসের থীম গান 'হ্যান্ড ইন হ্যান্ড' থেকে সাম্প্রতিক কালের অলিম্পিক গেমসের থীম গান ব্যাপক জনপ্রিয় হয়েছে। একটি সেরা অলিম্পিক গান সৃষ্টির জন্য স্পর্শকাতর ছন্দের তালে তালে আবেগপূর্ণ কথা মানায় ও গায়কের বৈশিষ্ট্যময় মিষ্টি ও দরাজ কন্ঠের প্রয়োজন রয়েছে। এ সব শর্ত থাকলে গানটি সময়কে অতিক্রম করে ব্যাপক জনপ্রিয়তা পাবে। ২০০৩ সাল থেকে পেইচিং অলিম্পিক সাংগঠনিক কমিটি '২০০৮ অলিম্পিকের গান সংগ্রহ ও নির্বাচন কর্মসূচী' বিশ্ব জুড়ে শুরু করে। এ বছর এ নিয়ে চার বার এ কর্মসূচী অনুষ্ঠিত হলো। পেইচিং অলিম্পিক সাংগঠনিক কমিটির সাংস্কৃতিক বিভাগের প্রধান চাও তুং মিং বলেন, 'অলিম্পিকের গান সংগ্রহের কাজ ২০০৩ সাল থেকে শুরু হয়। চতুর্থ বছরে সবচেয়ে বেশি গান সংগ্রহ করা হয়। সংগীতের বৈশিষ্ট্যের আরো আন্তর্জাতিকীকরণ হয়েছে।'
চতুর্থ পেইচিং ২০০৮ অলিম্পিকের গান সংগ্রহের কাজ ২০০৭ সালের ২১ জানুয়ারী থেকে শুরু হয়ে এ বছরের ১০ মার্চ পর্যন্ত চলেছে। এবারে দেশ-বিদেশের মোট ৩১৫১টি গান এবং ৬৪ হাজার গানের কথা সংগৃহীত হয়েছে। এর মধ্যে যেমন দেশি-বিদেশি পেশাগত সুরকারের রচিত গান আছে, তেমনি সাধারণ সং গীত অনুরাগীদের গানও আছে। যাচাই বাছাই এর পর এই গানগুলোর মধ্য থেকে ৩০টি গান শ্রেষ্ঠ গান হিসেবে নির্বাচিত হয়েছে।
এখন আপনারা 'we are ready' গান শুনছেন। এ গানটি হচ্ছে ৩০টি শ্রেষ্ঠ পেইচিং অলিম্পিক গানের অন্যতম। তা ছাড়া 'প্রতিটি মানুষ সবাই প্রথম' ও 'স্বপ্নের সঙ্গে উড়ে বেড়ায়'সহ আরো দশটি গান পেইচিং প্রতিবন্ধী অলিম্পিক গেমসের শ্রেষ্ঠ গান নির্বাচিত হয়েছে। 'উদ্দীপনা জ্বাগানো, স্বপ্ন হস্তান্তর' গানটি পেইচিং অলিম্পিক গেমস ও প্রতিবন্ধী অলিম্পিক গেমসের মশাল রিলের থীম গান হিসেবে নির্বাচিত হয়েছে।
গত পাঁচ বছর ধরে সংগৃহীত অলিম্পিক গানগুলো পেইচিং অলিম্পিক গেমসে বিশ্বের অলিম্পিক ক্রীড়ার জন্য সৃষ্ট সাংস্কৃতিক উত্তরাধিকার হবে। ২০০৮ সালের অলিম্পিক গেমস ঘনিয়ে আসার সাথে সাথে এই গানগুলো আরো ব্যাপকভাবে মুখে মুখে ছড়িযে যাবে। এবারের অলিম্পিক গেমসের থীম গানও এই গানগুলোর মধ্য থেকে নির্বাচিত হবে। পেইচিং ২০০৮ অলিম্পিক গেমস কেবল প্রতিটি চীনা মানুষের স্বপ্ন তা নয়, বরং সারা বিশ্বের শান্তি ও ক্রীড়া প্রেমী মানুষের এক অভিন্ন স্বপ্ন। (ইয়ু কুয়াং ইউয়ে) 1 2
|