v চীন আন্তর্জাতিক বেতারv বাংলা বিভাগv চীনের বিশ্ব কোষ
China Radio International
পর্যটনসংস্কৃতিবিজ্ঞানখেলাধুলাকৃষিসমাজঅর্থ-বাণিজ্যশিক্ষার আলো
চীনা সংবাদ
বিশ্ব সংবাদ
চীনের কণ্ঠ
সংবাদ ব্যক্তিত্ব
সংবাদের প্রেক্ষাপট
নানা দেশ
কুইজ
আবহাওয়া

মহা মিলন ২০০৮ পেইচিং অলিম্পিক গেমস

ভয়াবহ ভূমিকম্প দক্ষিণ-পশ্চিম চীনে আঘাত হেনেছে

লাসায় ১৪ মার্চ যা ঘটেছিল

ইয়ুন নান প্রদেশ

দক্ষিণ এশিয়া

তৃতীয় নয়ন
আরো>>
(GMT+08:00) 2008-05-20 17:01:32    
ভূমিকম্প কবলিত জীবন

cri

    উল্লেখ্য, এবারের ভয়াবহ ভূমিকম্পের পর, দুর্গত অঞ্চলের সাধারণ জনগণ মনে করেন যে, সি ছুয়ান প্রদেশ হয়তো বহু দিন বাইরের জগতের সঙ্গে যোগাযোগ করতে পারবে না । তবে স্থানীয় সংশ্লিষ্ট প্রযুক্তি বিদগণ ও কর্মীরা দ্রুততার সঙ্গে সড়ক এবং বিদ্যুত্সহ প্রয়োজনীয় সকল মেরামতের কাজ শুরু করে দেন। দ্বিতীয় দিন সন্ধ্যায় বিদ্যুত্ স্বাভাবিকভাবে পুনরায় চালু হয়। টেলিভিশনের অনুষ্ঠানও দেখা যায়। ভূমিকম্পের তৃতীয় দিনটি জুডি ওয়াং এর হৃদয়ে সারা জীবনে স্মরণীয় হয়ে থাকবে। তিনি বলেন:" হঠাত্ করে হেলিকপ্টার এ পাহাড়ী অঞ্চলে চলে আসে। কর্মীরা আমাদেরকে বলেন, শীঘ্রই পাসপোর্ট নিয়ে হেলিকপ্টারে যাই।"তিনি বলেন, হেলিকপ্টারের অন্যান্য গুরুতর দুর্গত অঞ্চলের সাধারণ জনগণকেও সাহায্য করার কথা ছিল।কারণ তিনি জানেন যে, ভূমিকম্পের পর নিশ্চয় অনেকের চিকিত্সা গ্রহণ করা জরুরি। সেজন্য তিনি মনে করেন, হেলিকপ্টার তাদের কাছে খুব বেশি জরুরী ।

    এ দু'জন ব্রিটিশ পর্যটক পেইচিংয়ে ফিরে যান। সেদিনটি তাদের পেইচিং থেকে স্বদেশে যাওয়ার কথা ছিল। তাদের বড় লাগজ এখনও সি ছুয়ান প্রদেশে রয়েছে। তবে চীনের সংশ্লিষ্ট পর্যটন সংস্থা নিশ্চয় সুষ্ঠুভাবে এ সব সমস্যা মোকাবিলা করবে বলে তারা আস্থাবান।জুডি ওয়াং বলেন," আমি ব্রিটেনে যাওয়ার পর এবারের ভয়াবহ ভূমিকম্পের কথা নিশ্চয়ই আমার বন্ধুদের বলবো এবং ভূমিকম্প হওয়ায় চীনকে যথাসাধ্য সাহায্য দেয়ার আহবান জানাবো।"

    চীনের সি ছুয়ান প্রদেশের ওয়েন ছুয়ান জেলায় রিক্টার স্কেলে ৮.০ মাত্রার গুরুতর ভূমিকম্প হওয়ার পর, আন্তর্জাতিক সম্প্রদায় চীন সরকার ও চীনা জনগণের উদ্ধার ও ত্রাণ কাজে অব্যাহত সমর্থন দিয়ে যাচ্ছে। কিছু কিছু আন্তর্জাতিক ও আঞ্চলিক সংস্থার প্রধান চীন সরকারের ত্বরিত্ ও কার্যকর ভূমিকম্প উদ্ধার ও ত্রাণ তত্পরতার প্রশংসা করেছে। --ওয়াং হাইমান


1 2