v চীন আন্তর্জাতিক বেতারv বাংলা বিভাগv চীনের বিশ্ব কোষ
China Radio International
পর্যটনসংস্কৃতিবিজ্ঞানখেলাধুলাকৃষিসমাজঅর্থ-বাণিজ্যশিক্ষার আলো
চীনা সংবাদ
বিশ্ব সংবাদ
চীনের কণ্ঠ
সংবাদ ব্যক্তিত্ব
সংবাদের প্রেক্ষাপট
নানা দেশ
কুইজ
আবহাওয়া

মহা মিলন ২০০৮ পেইচিং অলিম্পিক গেমস

ভয়াবহ ভূমিকম্প দক্ষিণ-পশ্চিম চীনে আঘাত হেনেছে

লাসায় ১৪ মার্চ যা ঘটেছিল

ইয়ুন নান প্রদেশ

দক্ষিণ এশিয়া

তৃতীয় নয়ন
আরো>>
(GMT+08:00) 2008-05-15 20:08:47    
স্থবির হয়ে যাওয়া ইয়াংপুর অর্থনৈতিক উত্থান

cri
    ইয়াংপু অর্থনৈতিক এলাকা হাইনান প্রদেশের উত্তরপশ্চিমাঞ্চলের ইয়াংপু উপদ্বীপে অবস্থিত । এর উত্তর দিকে ছিয়োংচৌ প্রণালী, পশ্চিম দিকে উত্তর উপসাগর ।সিংগাপুর, হংকং, শাংহাই ও ওসাকার আন্তর্জাতিক নৌ পরিবহন লাইনে অবস্থিত হওয়ায় ইয়াংফু দক্ষিণপূর্ব এশিয়া ও মধ্য-প্রাচ্যের সঙ্গে চীনের যোগাযোগ কেন্দ্রে পরিণত হয়েছে।

    চমত্কার বন্দর সুবিধার কারণে হাইনান প্রদেশ প্রতিষ্ঠার আগেই চীন সরকার সেখানকার ইয়াপুতে বন্দর নির্মাণের পরিকল্পনা প্রণয়ন করে । হাইনান প্রদেশ প্রতিষ্ঠার পর ইয়াপু হাইনানের সংস্কার ও উন্মুক্তকরণের একটি গুরুত্বপূর্ণ অংশে পরিণত হয়েছে ।

    গত শতাব্দীর ৯০-এর দশকের শুরুতে হাইনান প্রদেশে দ্রুত গৃহায়ন উন্নয়নের ফলে কৃত্রিম সমৃদ্ধির সংকট দেখা দেয় । ১৯৯৩ সালে চীনের সামষ্ট্রিক অর্থনৈতিক নিয়ন্ত্রণের নীতির কারণে হাইনানের গৃহায়ন শিল্পের কৃত্রিম সমৃদ্ধি ভেঙে পড়ে । এরপরে ইয়াপু এলাকার উন্নয়ন দীর্ঘ ১০ বছরের জন্য স্থবির হয়ে যায় ।এ সম্পর্কে ইয়াপু অর্থনৈতিক এলাকার প্রশাসনিক ব্যুরোর শহর উন্নয়ন ও নির্মাণ বিভাগের মহা-পরিচালক চাং চিন বলেন, তখন ইয়াংপু এলাকা সব ধরনের পুঁজি বিনিয়োগ বন্ধ হয়ে গিয়েছিল । বিদেশী ব্যবসায়ীরাও এখান থেকে ব্যবসা গুটিয়ে চলে যান । রাস্তা ছিল থিরান ভুমি ।গাড়ি তো দূরের কথা । মানুষও দেখা যেতো না । শুধু গরু আর ছাগল চরতো ।

    ২০০২ সালের পর হাইনান প্রদেশে সরকারের নেতৃত্বে ইয়াপু এলাকার উন্নয়নের নীতি নির্ধারণ করা হয় এবং বড় বড় শিল্প প্রতিষ্ঠান স্থাপন ও প্রকল্প গ্রহণের মাধ্যমে ইয়াংপু'র উন্নয়ন ত্বরান্বিত করা হয় । ইয়াংপুতে পুঁজি আকর্ষণে সহায়ক নীতি চালু করা হয় । এতে ইয়াংপু এলাকা আবার প্রাণচঞ্চল হয়ে ওঠে । চাং চিন ইয়াংপু এলাকার বিরাট পরিবর্তন নিজের চোখেই দেখেছেন । তিনি বলেন, এ এলাকার বস্তুগত অবস্থার অনেক পরিবর্তন হয়েছে । এছাড়া, বার্ষিক অর্থনৈতিক লক্ষমাত্রাও বেড়েই চলেছে ।

    জানা গেছে, ২০০৪ সাল থেকে ২০০৭ সাল পর্যন্ত ইয়াংপু এলাকার জিডিপি ১.৯ বিলিয়ন ইউয়ান থেকে ৭.৪ বিলিয়ন ইউয়ান হয়েছে এবং আমাদানী ও রপ্তানী বাণিজ্যের মূল্য ৪৭ কোটি মার্কিন ডলার থেকে ৪ বিলিয়ন মার্কিন ডলারে দাঁড়িয়েছে ।

    ইয়াংপু এলাকার প্রশাসনিক ব্যুরোর মহাপরিচালক তিং শাং ছিং বলেন, গত বছরে ইয়াংপু'র শিল্প খাতের আয় হাইনানের মোট শিল্প আয়ের ৪০ শতাংশ এবং আমদানী ও রপ্তানীর মূল্য ৬০ শতাংশ । এ থেকে স্পষ্ট যে, ইয়াংপু'র শিল্প হাইনান প্রদেশে শীর্ষ অবস্থানে রয়েছে এবং প্রাদেশিক অর্থনীতির উন্নয়নে ইতিবাচক ভূমিকা পালন করছে ।

    ইয়াংপু এলাকার আয়তন হাইনান প্রদেশের মোট আয়তনের এক হাজার ভাগের এক ভাগ মাত্র । এই ছোট আয়তন সত্বেও ৪০ শতাংশ শিল্প আয় আসে এখান থেকে এবং আরও বাড়বে । অনুমাণ করা হচ্ছে ৩ বছর পর সেখানকার শিল্প গত মূল্য প্রাদেশিকশিল্পগত মূল্যের ৫০ থেকে ৬০ শতাংশ এবং ৫ থেকে ১০ বছরের মধ্যে ৭০ থেকে ৮০ শতাংশে দাঁড়াবে ।

    তিনি বলেন, ইয়াংপু এলাকার উন্নয়ন শুরু হওয়ার পর অবকাঠামো ও সেবা ব্যবস্থাপনায় ৬.৮ বিলিয়ন ইউয়ান পুঁজি বিনিয়োগ করা হয়েছে । এর ফলে পূর্নাঙ্গ অবকাঠামো ও সেবা সুবিধা বিনিয়োগ আকর্ষণের গুরুত্বপূর্ণ কারণে পরিণত হয়েছে ।


1 2