v চীন আন্তর্জাতিক বেতারv বাংলা বিভাগv চীনের বিশ্ব কোষ
China Radio International
পর্যটনসংস্কৃতিবিজ্ঞানখেলাধুলাকৃষিসমাজঅর্থ-বাণিজ্যশিক্ষার আলো
চীনা সংবাদ
বিশ্ব সংবাদ
চীনের কণ্ঠ
সংবাদ ব্যক্তিত্ব
সংবাদের প্রেক্ষাপট
নানা দেশ
কুইজ
আবহাওয়া

মহা মিলন ২০০৮ পেইচিং অলিম্পিক গেমস

ভয়াবহ ভূমিকম্প দক্ষিণ-পশ্চিম চীনে আঘাত হেনেছে

লাসায় ১৪ মার্চ যা ঘটেছিল

ইয়ুন নান প্রদেশ

দক্ষিণ এশিয়া

তৃতীয় নয়ন
আরো>>
(GMT+08:00) 2008-05-13 20:15:25    
চীন দূষণ মুক্ত জ্বালানী সম্পদ সংক্রান্ত পরিকল্পনার উন্নয়নে উত্সাহ দিয়েছে

cri

    দূষণমুক্ত জ্বালানীসম্পদের উন্নয়ন এবং গ্রিন হাউস গ্যাসের নির্গমণ হ্রাস সংক্রান্ত পরিকল্পনা চীনের বিভিন্ন অঞ্চলেও নেয়া হয়েছে । এ বছরের শুরুর দিকে, চীন সরকারও " ইউ এন ডি পি"র সহযোগিতায় চীনের ১২টি প্রদেশে দূষণমুক্ত ব্যবস্থা বিষয়ক প্রযুক্তিগত সেবা কেন্দ্র প্রতিষ্ঠিত হয়েছে। যাতে গ্রিন হাউস গ্যাসের নির্গমণ হ্রাসের জন্য প্রয়োজন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা যায়। এ সব কেন্দ্রের প্রধান, চীনের বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের কর্মকর্তা লি কাও অবহিত করেছেন যে, বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয় এ সব কেন্দ্রের প্রযুক্তিগত মান উন্নত করার জন্য প্রশিক্ষণ প্রদানের ব্যবস্থাও নিয়েছে। তিনি বলেন:" এ ব্যাপারে আমাদের উচিত এ ১২টি প্রদেশে প্রযুক্তিগত সেবা সংস্থা স্থাপনের বিষয়টিকে জোরদার করা। চীনের বিভিন্ন স্থানে গ্রিন হাউস গ্যাসের নির্গমণ হ্রাস সংক্রান্ত পরিকল্পনা উন্নয়নে মোট ১২০জন সংশ্লিষ্ট বিশেষজ্ঞ কাজ করছেন। এ পর্যন্ত মোট ১ হাজার ৫০০ জনেরও বেশি কর্মকর্তাকে প্রশিক্ষিত করে তোলা হয়েছে। যাতে তাদের দূষণ রোধের ব্যবস্থা এবং আবহাওয়া পরিবর্তনের গবেষণাকে কাজে লাগানো যায় ।"

    চীনে " ইউ এন ডি পি'র" একজন প্রতিনিধি খালিদ মালিক গ্রিন হাউস গ্যাসের নির্গমণ হ্রাস ক্ষেত্রে চীনের সর্বাত্মক প্রচেষ্টার প্রশংসা করেছেন। তিনি মনে করেন, চীনের এ ১২টি প্রদেশের দূষণ রোধ ব্যবস্থা সংক্রান্ত প্রযুক্তিগত সেবা সংস্থা গ্রিন হাউস গ্যাসের নির্গমণ হ্রাসের ক্ষেত্রে পেশাদারী মনোভোব প্রদর্শন করবে। একই সঙ্গে " ইউ এন ডি পি" অব্যাহতভাবে চীনের গ্রিন হাউস গ্যাসের নির্গমণ হ্রাসের ওপরও গুরুত্ব দেবে। তিনি বলেন:" ' আই পি সি সি' প্রকাশিত এক রিপোর্টে জোর দিয়ে বলা হয়েছে যে, আবহাওয়ার পরিবর্তন হলো বিশ্বের জরুরী সমস্যাগুলোর মধ্যে অন্যতম। আবহাওয়ার পরিবর্তন সম্পর্কিত সমস্যা সমাধানে চীনকে সাহায্য করে একটি নতুন পরিস্থিতির সৃষ্টি করা হচ্ছে ' ইউ এন ডি পি'র কাজের গুরুত্বপূর্ণ দিক"।

    ২০১০ সাল নাগাদ, চীনের পুনঃব্যবহার্য জ্বালানি সম্পদের মোট পরিমাণ আরও ১০ শতাংশ বাড়বে বলে ধারনা করা হচ্ছে । চীনের বৈজ্ঞানিক উপমন্ত্রী লিউ ইয়ান হুয়া বলেন, এ লক্ষ্য বাস্তবায়নের জন্য চীন অব্যাহতভাবে বিশ্বের বিভিন্ন দেশের সঙ্গে সহযোগিতা করবে। এতে চীনের জ্বালানি সম্পদ ও পরিবেশ সুরক্ষা সংক্রান্ত অবকাঠামো স্থাপনের কাজকে তরান্বিত করাও সম্ভব হবে। তিনি বলেন," বিশ্বের আবহাওয়া রক্ষায় নিজেদের যথেষ্ট অবদান রাখার জন্য চীন অব্যাহতভাবে উন্নত দেশগুলোর সঙ্গে দূষণ মুক্ত জ্বালানি সম্পদ উন্নয়ন সংক্রান্ত বাস্তব সহযোগিতা চালানোর জন্য প্রচেষ্টা চালাবে।"।--ওয়াং হাইমান


1 2