v চীন আন্তর্জাতিক বেতারv বাংলা বিভাগv চীনের বিশ্ব কোষ
China Radio International
পর্যটনসংস্কৃতিবিজ্ঞানখেলাধুলাকৃষিসমাজঅর্থ-বাণিজ্যশিক্ষার আলো
চীনা সংবাদ
বিশ্ব সংবাদ
চীনের কণ্ঠ
সংবাদ ব্যক্তিত্ব
সংবাদের প্রেক্ষাপট
নানা দেশ
কুইজ
আবহাওয়া

মহা মিলন ২০০৮ পেইচিং অলিম্পিক গেমস

ভয়াবহ ভূমিকম্প দক্ষিণ-পশ্চিম চীনে আঘাত হেনেছে

লাসায় ১৪ মার্চ যা ঘটেছিল

ইয়ুন নান প্রদেশ

দক্ষিণ এশিয়া

তৃতীয় নয়ন
আরো>>
(GMT+08:00) 2008-05-07 19:23:09    
চীন প্রথম দফা মূল্যবান জাতীয় প্রাচীন গ্রন্থের তালিকা প্রকাশ(ছবি)

cri

    সম্প্রতি দু'হাজারেরও বেশি প্রাচীন গ্রন্থ চীনের প্রথম দফা মূল্যবান জাতীয় প্রাচীন গ্রন্থের তালিকায় অন্তর্ভুক্ত হয়েছে। চীনের হাজার হাজার প্রাচীন গ্রন্থের মধ্যে এই দু'হাজার গ্রন্থ অতি সামান্য হলেও বিশেষজ্ঞরা মনে করেন, এই কাজটা চীনের প্রাচীন গ্রন্থ সংরক্ষণের জন্য গুরুত্বপূর্ণ প্রভাব ফেলবে।

    এখানে যে প্রাচীন গ্রন্থের কথা উল্লেখ করছি, তা হচ্ছে ১৯১২ সালে অর্থাত্ চীনের ছিং রাজবংশের বিলোপ ঘটার আগে প্রকাশিত বা লিখিত বই। অসম্পূর্ণ পরিসংখ্যান অনুযায়ী, চীনের জাতীয় পর্যায়ের গণ গ্রন্থাগারে প্রায় ৩ কোটি প্রাচীন গ্রন্থ সংরক্ষিত আছে। এই প্রাচীন গ্রন্থগুলো চীনা জাতির দীর্ঘ ইতিহাস ও উজ্জ্বল সংস্কৃতির সাক্ষী। গ্রন্থগুলোকে চীনা জাতির শেকড় হিসেবে বিবেচনা করা হয়।

    চীনের সংস্কৃতি মন্ত্রণালয়ের উদ্যোগে গঠিত বিশেষজ্ঞ গ্রুপ এক বছর ধরে পরিশ্রম করার পর অবশেষে মোট ২৩৮৩টি প্রাচীন গ্রন্থকে এ প্রথম দফা 'মূল্যবান জাতীয় প্রাচীন গ্রন্থের তালিকা'-য় অন্তর্ভুক্ত করেন। এর মধ্যে প্রায় দু'হাজার চীনা ভাষার বই ছাড়া, আরো রয়েছে ১১৭টি রেশমী বই, ৭৩টি পাথরে খোদাই করা গ্রন্থ এবং সংখ্যালঘু জাতির ভাষায় লিখিত ১১১টি প্রাচীন গ্রন্থ। এই সংখ্যালঘু জাতির ভাষার মধ্যে রয়েছে তিব্বতী, মঙ্গোলীয় ও থাইসহ এখনো চালু কিছু ভাষা। তা ছাড়া সি সিয়া ভাষাসহ কিছু বিলুপ্ত ভাষাও রয়েছে। এ প্রাচীন গ্রন্থগুলোর মধ্যে এক শটিরও বেশি গ্রন্থের ইতিহাস এক হাজার বছরের মতো।

  'মূল্যবান জাতীয় প্রাচীন গ্রন্থের তালিকা' এর সঙ্গে প্রথম দফা 'জাতীয় প্রাচীন গ্রন্থ সংরক্ষণ সংস্থা' এর নামের তালিকাও প্রকাশিত হয়েছে। এতে মোট ৫০টি জাদুঘর ও গ্রন্থাগার তালিকাভুক্ত হয়েছে।

    জাতীয় প্রাচীন গ্রন্থ সংরক্ষণ কেন্দ্রের পরিচালক চান ফু রুই মনে করেন, চীনে বিপুল পরিমাণ প্রাচীন গ্রন্থ আছে। 'মূল্যবান জাতীয় প্রাচীন গ্রন্থের তালিকা' এর প্রকাশ কেবল মাত্র প্রাচীন গ্রন্থগুলোর ধারাবাহিক সংরক্ষণের প্রাথমিক পর্যায়ের কাজ।

    তিনি বলেন, 'এখন প্রথম দফা মূল্যবান জাতীয় প্রাচীন গ্রন্থের তালিকা আনুষ্ঠানিকভাবে প্রকাশিত হয়েছে। এর উদ্দেশ্য হচ্ছে চীনের প্রাচীন গ্রন্থ সংরক্ষণের ওপর গোটা সমাজের গুরুত্ব আরোপ করা। আমাদের পূর্বপুরুষ বহু মূল্যবান ঐতিহাসিক ও সাংস্কৃতিক উত্তরাধিকার রেখে গেছেন। কিন্তু অনেক সময় পেরিয়ে যাওয়ার কারণে অনেক প্রাচীন গ্রন্থ হারিয়ে গেছে। রাষ্ট্রীয় পরিষদ চীনের প্রাচীন গ্রন্থ সংরক্ষণের পরিকল্পনা অনুমোদন করেছে। আমরা মূল্যবান প্রাচীন গ্রন্থগুলোর অবস্থা জানার পর পুরনো ও জীর্ন গ্রন্থগুলোর সংস্কার কাজ করবো। যাতে এই উত্তরাধিকারের ধারাবাহিকতা বজায় রাখা যায়।'

1 2