বোয়াও সম্মেলন চলাকালে চীনের রাষ্ট্রায়ত্ত বাণিজ্যিক ব্যাংকের প্রধানরা মনে করেন, চীনের বাণিজ্যিক ব্যাংকসহ সকল আর্থিক সংস্থা এবার গৌন ঋণ সংকটে যুক্তরাষ্ট্র ও ইউরোপের বাণিজ্যিক ব্যাংকগুলোর ক্ষয়ক্ষতি থেকে শিক্ষা গ্রহণ করে এবং সবসময় ঠান্ডা মাথায় ঝুঁকি নিয়ন্ত্রণকে প্রধান স্থানে রেখে দিয়ে নিজের স্থিতিশীল ব্যবস্থাপনা ও টেকসই উন্নয়ন বাস্তবায়ন করবে। চীনের শিল্প ও বাণিজ্য ব্যাংকের চেয়ারম্যান চিয়াং চিয়ান ছিং মনে করেন, আর্থিক সংস্থার ঝুঁকি ব্যবস্থাপনায় পরিচালনা পরিষদ প্রধান দায়িত্ব বহন করে। তিনি বলেন, 'পরিচালনা পরিষদের সদস্যদের পেশাগত মান ও তাঁদের অভিজ্ঞতা বহুবিধ। তারা বিভিন্ন দৃষ্টকোণ থেকে ঝুঁকি সম্পর্কে নিজের মতামত দেন। আমি মনে করি, অর্থ শিল্প সম্পর্কে তাদের গভীরভাবে জানা দরকার।'
চিয়াং চিয়ান ছিং প্রস্তাব করেন, এশিয়ার ঋণ পত্র বাজার আরো বহুবিধ হওয়া উচিত। যাতে পুঁজি বিনিয়োগের আরো বিকেন্দ্রীকরণ হয়। এভাবে বিনিয়োগের ঝুঁকিও কমানো যায়।
চীনের ব্যাংকিং শিল্পের তত্ত্বাবধান ও ব্যবস্থাপনা কমিটির চেয়ারম্যান লিউ মিং খাং এবারের বোয়াও ফোরামে বলেছেন, যুক্তরাষ্ট্রের গৌন ঋণ সংকট চীনের অর্থ শিল্পকে এক গুরুত্বপূর্ণ ইঙ্গিত দিয়েছে। অর্থাৎ সরকার অর্থ শিল্পের ওপর তত্ত্বাবধানের কাজ আরো জোরদার করা উচিত।
লিউ মিং খাং
'তত্ত্বাবধানকারী সংস্থাগুলোকে বাজারের পাশে দাঁড়াতে হবে। যখন বাজারের প্রধান অংশ নিজের সমস্যা সমাধান করতে পারে না বা করতে চায় না, তখন এই তত্ত্বাবধানকারী সংস্থার প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া দরকার। আমানতকারী ও বিনিয়োগকারীদের স্বার্থ রক্ষা করা হচ্ছে তত্ত্বাবধানকারী সংস্থার দায়িত্ব। তত্ত্বাবধানকারী সংস্থা কেবল দেশের অভ্যন্তরেই মধ্যস্থতা কাজ করা করবে তা নয়, বরং বিভিন্ন দেশের সংশ্লিষ্ট বিভাগের সঙ্গেও সমন্বয় কাজ করা দরকার।'
লিউ মিং খাং আরো উল্লেখ করেছেন, সরকারের অর্থ শিল্পের ওপর তত্ত্বাবধান কাজ জোরদার করা আর আর্থিক সংস্থার পরিচালনার ওপর ইচ্ছাকৃত হস্তক্ষেপ করা সমান নয়। ভবিষ্যতে চীন অর্থ শিল্পের সংস্কার চালিয়ে যাবে এবং বৈদেশিক উন্মুক্তকরণকে আরো জোরদার করবে। আন্তর্জাতিক অর্থ বাজারের পরিবর্তনের সঙ্গে সঙ্গে চীনের এই মূল নীতির পরিবর্তিত হবে না। (ইয়ু কুয়াং ইউয়ে) 1 2
|