v চীন আন্তর্জাতিক বেতারv বাংলা বিভাগv চীনের বিশ্ব কোষ
China Radio International
পর্যটনসংস্কৃতিবিজ্ঞানখেলাধুলাকৃষিসমাজঅর্থ-বাণিজ্যশিক্ষার আলো
চীনা সংবাদ
বিশ্ব সংবাদ
চীনের কণ্ঠ
সংবাদ ব্যক্তিত্ব
সংবাদের প্রেক্ষাপট
নানা দেশ
কুইজ
আবহাওয়া

মহা মিলন ২০০৮ পেইচিং অলিম্পিক গেমস

ভয়াবহ ভূমিকম্প দক্ষিণ-পশ্চিম চীনে আঘাত হেনেছে

লাসায় ১৪ মার্চ যা ঘটেছিল

ইয়ুন নান প্রদেশ

দক্ষিণ এশিয়া

তৃতীয় নয়ন
আরো>>
(GMT+08:00) 2008-05-01 19:45:04    
পেইচিংয়ের উপকন্ঠে নতুন কৃষি প্রযুক্তি জনপ্রিয় করে তোলার অভিযান

cri

চীনের রাজধানী পেইচিং মহানগরীর উপকন্ঠে কৃষকদের মধ্যে কৃষি বৈজ্ঞানিক প্রযুক্তি জনপ্রিয় করে তোলার একটি অভিযান চালানো হচ্ছে । এতে পেইচিংয়ের উপকন্ঠের গ্রামাঞ্চলের কৃষকরা ঊত্পাদন বৃদ্ধিতে অনেক উপকৃত হয়েছে ।

পেইচিংয়ের উত্তর পশ্চিম উপকন্ঠে অবস্থিত ছাংপিং জেলায় কৃষকদের কৃষি প্রযুক্তি জনপ্রিয় করে তোলার জন্য প্রতি সপ্তাহে কৃষি জ্ঞান বিষয়ক একটি প্রশিক্ষণ কোর্সের ব্যবস্থা করা হচ্ছে ।

কৃষি জ্ঞান বিষয়ক ফোরাম কেন কৃষকদের এত দৃষ্টি আকর্ষণ করেছে ? পেইচিং মহানগরীর বিজ্ঞান ও প্রযুক্তি সমিতি এবং পেইচিং কৃষি কমিশনের যৌথ উদ্যোগে কৃষকদের সচ্ছল করে তোলার জন্য যে সহায়ক কর্মসূচী চালু করা হচ্ছে , তাতে উপকন্ঠের কৃষকদের জন্য ব্যাপক পরিবর্তন বয়ে এনেছে । কৃষি জ্ঞান বিষয়ক প্রশিক্ষণ কোর্সে অংশগ্রহণকারীরা বলেন , বিশেষজ্ঞরা যা যা বলেছেন , তা তাদের কাজের জন্য খুবই প্রয়োজন ।

পেইচিং বিজ্ঞান ও প্রযুক্তি সমিতি এবং কৃষি কমিশন বহু বছর ধরে কৃষকদের মধ্যে কৃষি জ্ঞান জনপ্রিয় করে তোলার ওপর খুব নজর দিচ্ছে । এ ক্ষেত্রে তারা বিরাট সাফল্য অর্জন করেছে । রাজধানী পেইচিংয়ে অর্থনীতির দ্রুত বিকাশের পাশাপাশি পেইচংয়ের উপকন্ঠের কৃষকেদের চাহিদারও পরিবর্তন হয়েছে । আগের সাধারণ কৃষি জ্ঞান বিষয়ক প্রশিক্ষণ কোর্স কৃষকদের জানার চাহিদা মেটাতে পারছে না । তাদের প্রয়োজন গ্রামাঞ্চলের নতুন পরিস্থিতি অনুসারে নতুন কৃষি বৈজ্ঞানিক ও প্রযুক্তিগত সেবা করা ।

২০০৬ সালের ৬ জুন পেইচিংয়ের পূর্বাংশে অবস্থিত থুংচৌ জেলার সুং চুয়াং থানায় কৃষি বিজ্ঞান ও প্রযুক্তিগত নতুন জ্ঞান জনপ্রিয় করে তোলার একটি কর্মসূচী শুরু হয়েছে । পেইচিং বিজ্ঞান সমিতি ও কৃষি কমিশন গ্রামাঞ্চলের বাস্তবতা অনুযায়ী বিজ্ঞান ও প্রযুক্তিগত সম্পদকে কাজে লাগিয়ে কৃষকদের জন্য সার্বিক বিজ্ঞান ও প্রযুক্তিগত সেবা প্রদান করেছে । একে কৃষকরা স্বাগত জানিয়েছে ।

পেইচিংয়ের চেংসেনহোং নামের আপেল খামার এমন একটি খামার যেখানে বিশেষভাবে উন্নত মান ও উত্কৃষ্ট আপেল উত্পাদন করা হয় । খামারে ১০৮ জন কর্মী আছেন । আপেল উত্পাদন ও ব্যবস্থাপনার মান উন্নত । বৈজ্ঞানিক পদ্ধতিতে আপেল চাষ ও উত্পাদনের ক্ষেত্রে খামারের সকল সদস্যরা প্রাকৃতিক দুর্যোগ প্রতিরোধ এবং কীটনাশক ব্যবস্থা নিয়েছেন । গ্রামীণ কৃষি জ্ঞান জনপ্রিয় করে তোলার কর্মসূচী অনুযায়ী পেইচিং কৃষি ও বন একাডেমীর প্রফেসর ওয়েই ছিং পিং আপেল খামারে গিয়ে কৃষকদের জন্য আপেল উত্পাদন ও ব্যবস্থাপনা , আপেল গাছের জন্য সার দেয়া , জলসেচ সাশ্রয় ও উন্নত মানের আপেল গাছ লাগানোসহ বিভিন্ন ধরনের নতুন কৃষি প্রযুক্তি শিখিয়েছেন । প্রফেসর ইয়্যু কুও ইউ উদ্ভিদের রকমারিতা , সংরক্ষণ ও কাজে লাগানোসহ নানা রকম প্রশিক্ষণ কোর্সের আয়োজন করেছেন । ফলে ক্ষতিকর পোকা সংক্রান্ত পূর্বাভাসের কাজ জোরদার হয়েছে , কীটনাশক ওষুধ কম ব্যবহার করা হয়েছে এবং উত্পাদনের খরচ হ্রাস পেয়েছে ।

২০০৭ সালে বিশেষজ্ঞদের সাহায্যে এই খামারে বাম্পার ফলন হয়েছে । উন্নত মানের আপেল উত্পাদন পরিমানের ১০ শতাংশ বেড়ে গেছে এবং আপেল বিক্রির আয়ও ২০ শতাংশ বৃদ্ধি পেয়েছে । এখন পেইচিং শহরের বাজারে এ খামারের আপেল অনেক জনপ্রিয় হয়ে উঠেছে ।

1 2