v চীন আন্তর্জাতিক বেতারv বাংলা বিভাগv চীনের বিশ্ব কোষ
China Radio International
পর্যটনসংস্কৃতিবিজ্ঞানখেলাধুলাকৃষিসমাজঅর্থ-বাণিজ্যশিক্ষার আলো
চীনা সংবাদ
বিশ্ব সংবাদ
চীনের কণ্ঠ
সংবাদ ব্যক্তিত্ব
সংবাদের প্রেক্ষাপট
নানা দেশ
কুইজ
আবহাওয়া

মহা মিলন ২০০৮ পেইচিং অলিম্পিক গেমস

ভয়াবহ ভূমিকম্প দক্ষিণ-পশ্চিম চীনে আঘাত হেনেছে

লাসায় ১৪ মার্চ যা ঘটেছিল

ইয়ুন নান প্রদেশ

দক্ষিণ এশিয়া

তৃতীয় নয়ন
আরো>>
(GMT+08:00) 2008-04-30 20:53:13    
চীনের বিখ্যাত নৃত্যশিল্পী চিন সিং(ছবি)

cri

    আধুনিক নাচ সম্পর্কে চিন সিং বলেন , আধুনিক নৃত্যে শিল্পীর জীবন অভিজ্ঞতা সমৃদ্ধ হওয়া দরকার । ২৮ থেকে ৩৮ বছর বয়স পর্যন্ত আধুনিক নৃত্যশিল্পীদের স্বর্ণ যুগ । কারণ জীবনের অভিজ্ঞতার আলোকে শিল্পীরা নাচের মাধ্যমে দর্শকদের নিজের অনুভূতি তুলে ধরতে পারেন । অল্পবয়সী শিল্পী জীবন অভিজ্ঞতার অভাবের কারণে শুধু নিজের অঙ্গ আন্দোলিত করেন , তাদের নাচে কাহিনী নেই । সে জন্য আমার ধারণা , নৃত্যশিল্পীর জন্য জীবনের অভিজ্ঞতা সবচেয়ে গুরুত্বপূর্ণ ।

    ছোটবেলায় নৃত্যনাট্য ' শ্বেতকেশী কন্যা' প্রথমবারদেখার পরই চিনসিং নাচ পছন্দ করতে শুরু করেন এবং নৃত্যকে তার জীবনের একটি অংশ হিসেবে মনে করেন । তিনি মনে করেন , নৃত্যশিল্প মানুষের চরিত্র পরিবর্তন করতে পারে এবং মানুষকে আরো উন্মুক্ত করতে পারে । যদিও মাঝেমধ্যে চিন সিং গীতিনাট্য ও নাটকেও অভিনয় করেন , তবু তিনি বলেন , নাচের সময়ই তিনি সবচেয়ে আত্মবিশ্বাসী থাকেন। তিনি মঞ্চে নৃত্য পরিবেশনের অনুভূতি পছন্দ করেন । চিন সিং বলেন , মঞ্চে উজ্জ্বল আলোকসজ্জার মাঝখানে দাঁড়িয়ে নৃত্য পরিবেশনের অনুভূতি সত্যিই অবর্ণনীয় । মঞ্চে নৃত্য পরিবেশনের সময় আমি মনে করি , আমিই থিয়েটারের রাজা ও প্রেসিডেন্ট । রাজা ও প্রেসিডেন্টকেও মঞ্চের নীচে বসে আমার নাচ উপভোগ করতে হবে । শিল্পের সৃজনীয় শক্তি দিয়ে রাজা ও প্রেসিডেন্টসহ সকল দর্শকের সঙ্গে অনুভূতি বিনিময় সত্যিই একটি আনন্দের ব্যাপার , অবশ্য এ ধরনের মানসিক বিনিময়ের জন্য নিরলস সাধনা দরকার ।

    ২০০৬ সালে নৃত্যশিল্পী চিন সিং নিজের জমানো সব অর্থ দিয়ে সাংহাইয়ে একটি নৃত্য উত্সবের আয়োজন করেন । এ পর্যন্ত তিনি সাংহাইয়ে দুটি নৃত্য উত্সব আয়োজন করেছেন । ইসরাইল , সুইজারল্যান্ড , সুইডেন ও ডেনমার্কের নামকরা নৃত্যশিল্পী দল উত্সবে নৃত্য পরিবেশন করে । তিনি জানান , এ উত্সবের সবচেয়ে সুন্দর নৃত্যনাট্যের নাম ছিল ' ইউ ইউয়েন চিন মেন ' । প্রাচীন চীনের অপেরা ' মু তান থিনের' অবলম্বনে রচিত এ নৃত্যনাট্যের প্রধান চরিত্র তু লি নিয়ান প্রেম পাওয়ার জন্য সব ত্যাগ স্বীকার করতে প্রস্তুত। চিন সিং মনে করেন ,আধুনিক সমাজে অনেক মানুষ প্রেমের সঙ্গে জীবনের অনেক বাস্তব উপাদান যুক্ত করে প্রেমকে জটিল করে তুলেছে । তিনি বলেন ,এই নৃত্যনাট্যে একটি মেয়ে বাগানে স্বপ্নে প্রেম করেন । মঞ্চে আমি তু লি নিয়ান নামে একটি মেয়ের আত্মার চরিত্রে অভিনয় করেছি । আমি সবসময় তার পাশে ঘুরে বেড়াই । আমি প্রাচীনকাল থেকে আধুনিক সমাজে এসে সব তরুণীদের জানাতে চাই , প্রেম সুন্দর , প্রেমের জন্য আরাধনা করা উচিত ।

    চিন সিং বলেন , বিশেষ অভিজ্ঞতার জন্য তিনি সাধারণ মানুষের চেয়ে বেশি সহনশীল । নারী ও পুরুষের মধ্যে তার অবস্থান নিরপেক্ষ । তবে তিনি নারীর অনুভূতিকে বেশি পছন্দ করেন । এখন তার পারিবারিক জীবন সুখী । তিনি তিনটি বাচ্চার মা । অনুষ্ঠান পরিবেশন ছাড়া তিনি বাড়িতে ছেলেমেয়ের দেখাশোনা করেন , তিনি বলেন , তিনি বতর্মান জীবন উপভোগ করছেন । (ফাং সিউ ছিয়েন)


1 2