প্রিয় বন্ধুরা , আজকের অনুষ্ঠানে চীনের বিখ্যাত নৃত্যশিল্পী চিন সিংকে আপনাদের সঙ্গে পরিচয় করিয়ে দেবো । নৃত্য শিল্পী চিন সিংয়ের জীবন অভিজ্ঞতা একটু অন্য রকম । জন্মের সময় তিনি ছেলে ছিলেন , ২৮ বছর বয়সে চিন সিং অস্ত্রোপচার করে লিঙ্গান্তর ঘটান । ১৬ ঘন্টার দীর্ঘঅস্ত্রোপচারের পর চিন সিং পুরুষ থেকে নারীতে রূপান্তরিত হন । তার পর তিনি প্রেম করে বিয়ে করেন । তার স্বামী একজন জার্মান , তাদের পরিবারে তিনটি ছেলেমেয়ে আছে , নিজ গর্ভের সন্তান হলেও চিন সিং পুরো মায়ের মতো করে তাদের দেখাশোনা করেন । তিনি চীনের প্রথম ব্যক্তিগত নৃত্য দল প্রতিষ্ঠা করেন । শিগগির তিনি তার দল নিয়ে পেইচিংয়ে ' সাংহাই টেংগো ' নামে একটি নৃত্যনাট্য পরিবেশন করবেন ।
বসন্তকালের এক বিকেলে চিন সিং সি আর আইয়ের সংবাদদাতাকে একটি সাক্ষাত্কার দিয়েছেন । সেদিন চিন সিংকে দেখতে খুব সুন্দর লাগছিল । তার পরণে ছিল লম্বা স্কার্ট। ছেড়ে রেখেছিলেন তার দীঘল চুল। ১৯৬৯ সালে চিন সিং উত্তর-পূর্ব চীনে জন্মগ্রহণ করেন । তিনি ছিলেন পরিবারের একমাত্র ছেলে সন্তান । তবে ছোট বেলা থেকেই তিনি গান ও নাচ পছন্দ করতেন । ছেলে হলেও মেয়েদের সব শখ তার মধ্যে ছিল । ৯ বছর বয়সে চিন সিং পরীক্ষা দিয়ে সেন ইয়ান সামরিক অঞ্চলের ছিয়েন চিং নৃত্যসংগীত দলে ভর্তি হন । ১৯৮৪ সালে তিনি চীনের মুক্তি ফৌজের শিল্পকলা বিদ্যালয়ের নৃত্য বিভাগে লেখাপড়া করেন । ১৯ বছর বয়সে চিন সিং চীনের প্রথম আধুনিক নৃত্য শিল্পী হিসেবে নৃত্যশিল্প গবেষণার জন্য যুক্তরাষ্ট্রে যান । ১৯৯৩ সালে তিনি দেশে ফিরে আসেন । এ সময় তিনি তার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্তটি নেন , আর সেটি হলো নিজের লিঙ্গ পরিবর্তন। ১৯ থেকে ২৮ বছর বয়স পর্যন্ত চিন সিং এ বিষয়ে বার বার ভাবনাচিন্তা করেন । তিনি মনে করেন , লিঙ্গান্তরের পরই শুধু তিনি নিজেকে ফিরে পাবেন । তিনি একজন সাহসী মানুষ । কেননা বেশির ভাগ মানুষের চোখে চিন সিং একজন অস্বাভাবিক মানুষ , তারা তাকে সন্দেহের চোখে দেখতেন । তবু চিন সিং এ সব ভ্রূতুটি উপেক্ষা করে নিজের ইচ্ছা অনুসারে জীবনযাপন করতে থাকেন । কেউ কেউ তাকে ' লিঙ্গান্তরিত নৃত্যশিল্পী' বলে ডাকেন , এতে তিনি রাগ করেন না । তিনি মনে করেন , তিনি সমাজ থেকে জীবনের স্বাধীনতা খুঁজে নিয়েছেন। তার সম্পর্কে সব মানুষের মন্তব্য এক নয় , এটাও তাদের স্বাধীনতা । চিন সিং বলেন , আমরা একটি সমাজে থাকি । কাজেই একটি বিষয় সম্পর্কে একাধিক মতামত থাকা স্বাভাবিক । তাই আমার এ অস্ত্রোপচারের প্রতি বিভিন্ন লোকের অভিযোগ ও সমালোচনা আমি সহজভাবে গ্রহণ করেছি । আমি আশা করি সমাজের বিভিন্ন মহলের মানুষ ধীরে ধীরে আমাকে গ্রহণ করবেন। তবে অনেক বছর পার হয়ে গেছে , এখনও কিছু লোক আমার নৃত্যশিল্পের কথা উঠলেই লিঙ্গান্তরের প্রসঙ্গটি জুড়ে দেন । আমি মনে করি , এটা আমার সমস্যা নয় , তাদের । এ বিষয়ে গোপন করার কিছু নেই , তবু আমি আশা করি , আমার ব্যক্তি জীবন নিয়ে ঘাঁটাঘাটি না করে তারা আমার নাচকে ভালোবাসবেন ।
চিন সিংকে চীনের আধুনিক নৃত্যের প্রতিষ্ঠাতাবলা যায় । তিনিই প্রথম পুরুষ নৃত্যশিল্পী যিনি ব্যালে নৃত্যের ভঙ্গিমায় পায়ের আঙুলের ডগায় দাঁড়িয়ে নাচেন । ১৯৯১ সালে যুক্তরাষ্ট্রের নৃত্য উত্সবে চিন সিংকে শীর্ষ নৃত্য স্রষ্টা হিসেবে নিয়োগ করা হয় । তার গৃন্থিত নৃত্য ' আধা স্বপ্ন' শেষ্ঠ নৃত্যসৃষ্টির পুরস্কার পেয়েছে ।
১৯৯৮ সালে চিন সিং ' চিন সিং আধুনিক নৃত্য দল' গঠন করেন । এটা চীনের মূলভূভাগের একমাত্র ব্যক্তিগত আধুনিক নৃত্য দল । তিনি তার দল নিয়ে চীন , দক্ষিণ কোরিয়া ও ইউরোপের বিভিন্ন জায়গায় গিয়ে নৃত্য পরিবেশন করে আলোড়ন তুলেছেন । প্রতিটি প্রদর্শনীতেই দর্শক উপচে পড়েছে । ২০০৪ সালে চিন সিং তার রচিত নৃত্যনাট্য ' সাংহাই টেংগো' পরিবেশন করেন । এ নৃত্যনাট্যে আন্তর্জাতিকমহানগর সাংহাইয়ের প্রেম , ঘৃণা , ভালোবাসা ও দুঃখ চমত্কারভাবে মূর্ত হয়ে উঠেছে। ইউরোপে এ নৃত্যনাট্য পরিবেশনের সময় স্থানীয় সমালোচকরা তাকে অনেক উচুতে স্থান দিয়েছেন । তারা বলেন , আমরা যখন আধুনিক নৃত্য কোন দিকে মোড় নেবে বিষয়ে দুঃশ্চিন্তা করি , তখন প্রাচ্যের একজন নৃত্য শিল্পী আমাদের জন্য দিক নির্দেশনা দিয়েছেন । চিন সিং বলেন , আমি জানি অনেকে আমাকে দেখার জন্যই থিয়েটারে প্রবেশ করেছেন , তবে তারা যদি এক ঘন্টা শান্ত হয়ে বসেন , তাহলে আমি আমার নাচ দিয়ে তাদের মুগ্ধ করতে পারি । তারা থিয়েটার থেকে বের হবার পরও আমার নৃত্য মনে রাখবেন ।
1 2
|