v চীন আন্তর্জাতিক বেতারv বাংলা বিভাগv চীনের বিশ্ব কোষ
China Radio International
পর্যটনসংস্কৃতিবিজ্ঞানখেলাধুলাকৃষিসমাজঅর্থ-বাণিজ্যশিক্ষার আলো
চীনা সংবাদ
বিশ্ব সংবাদ
চীনের কণ্ঠ
সংবাদ ব্যক্তিত্ব
সংবাদের প্রেক্ষাপট
নানা দেশ
কুইজ
আবহাওয়া

মহা মিলন ২০০৮ পেইচিং অলিম্পিক গেমস

ভয়াবহ ভূমিকম্প দক্ষিণ-পশ্চিম চীনে আঘাত হেনেছে

লাসায় ১৪ মার্চ যা ঘটেছিল

ইয়ুন নান প্রদেশ

দক্ষিণ এশিয়া

তৃতীয় নয়ন
আরো>>
(GMT+08:00) 2008-04-28 20:16:10    
জেচিয়াং প্রদেশের কৃষি সংক্রান্ত উচ্চ বিজ্ঞান ও প্রযুক্তিবিদ্যা এলাকাটি একটি দৃষ্টান্ত

cri

    তাছাড়া, দৃষ্টান্তমূলক এলাকা দশ লাখেরও বেশি ইউয়ান বেশি পুঁজি বিনিয়োগ করে বৃষ্টির পানি সংগ্রহ করা ও জল সরবরাহ ব্যবস্থা নির্মাণ করেছে। কু শেন ইয়াং বলেছেন, বর্তমানে দৃষ্টান্তমূলক এলাকায় ফুল ও ছোট চারাগাছে দেয়া জলসেচের ৭০ শতাংশ পানি বৃষ্টি থেকে সংগ্রহ করা।

    শ্রোতা বন্ধুরা, এ গ্রীনহাউস শুধু জে চিয়াং প্রদেশের কৃষি সংক্রান্ত উচ্চ বিজ্ঞান ও প্রযুক্তিবিদ্যার দৃষ্টান্তমূলক এলাকার একটি ছোট অংশ। জানা গেছে, এই এলাকা ২০০১ সাল থেকে গড়ে তোলার কাজ শুরু হয়। এলাকার আয়তন ৩৩০এরও বেশি হেক্টর এবং পুঁজি বিনিয়োগের মোট মূল্য ৫০ কোটি ইউয়ানেরও বেশি। এলাকায় চীনের কৃষি বিজ্ঞান একাডেমি ও জে চিয়াং বিশ্ববিদ্যালয়সহ ২০টিরও বেশি বিজ্ঞান গবেষণা সংস্থা রয়েছে। কৃষির শ্রেষ্ঠ প্রযুক্তি ক্ষেত্রে চীনের নিজস্ব মেধাস্বত্ব ছাড়াও, মার্কিন যুক্তরাষ্ট্র, ফ্রান্স ও নেদারল্যান্ডসসহ বিভিন্ন দেশের শ্রেষ্ঠ প্রযুক্তি আমদানি করা হয়। এ এলাকায় ছোট চারাগাছ চাষের গ্রীনহাউস ছাড়াও, উদ্ভিদের ক্লোন কেন্দ্র ও বোধশক্তিসম্পন্ন কাচের গ্রীনহাউস নির্মাণ করা হয়েছে। ইতোমধ্যেই উদ্ভিদ ক্লোন কেন্দ্রের প্রযুক্তির মানের দিক থেকে চীন এ ক্ষেত্রের সর্বোচ্চ মানসম্পন্ন হয়েছে।

    এ এলাকার একজন দায়িত্বশীল কর্মকর্তা জু সিয়াও সিয়াং আমাদের সংবাদদাতাকে বলেছেন, কিছু চারা ও ফুল চাষ করা খুবই কঠিন ছিল। ক্লোন প্রযুক্তির মাধ্যমে উত্পাদনের পরিমান বাড়ানো এখন সম্ভব। এর ফলে কৃষকরা সত্যিকার ভাবেই সুবিধা পেতে পারে। তিনি বলেছেন,(৩)

    যেমন তাইওয়ানের এক ধরণের ফুল মুন অর্কিডের ছোট চারা ১৫ থেকে ৩০ ইউয়ান দিয়ে আমদানি করা হতো। তবে আমাদের প্রযুক্তির মাধ্যমে উত্পাদিত কৃষককে সরবরাহ করা ছোট চারাগাছের দাম মাত্র তিন থেকে পাঁচ ইউয়ান।

    জু সিয়াও সিয়াং বলেছেন, বর্তমানে উদ্ভিদ ক্লোন কেন্দ্র প্রতি বছর ক্লোন প্রযুক্তির মাধ্যমে উন্নত ধরণের চারাগাছের সংখ্যা তিন কোটি।

প্রাথমিক পরিসংখ্যান থেকে জানা গেছে, জে চিয়াং প্রদেশের কৃষি সংক্রান্ত বিজ্ঞান ও প্রযুক্তিবিদ্যার দৃষ্টান্তমূলক এলাকার পণ্যদ্রব্য ও প্রযুক্তি এ প্রদেশের বেশির ভাগ গ্রামীণ অঞ্চলে ব্যবহৃত হয়েছে। সংশ্লিষ্ট কৃষকদের আয় ৭০ কোটি ইউয়ান বেড়েছে।

    তাছাড়া, জে চিয়াং প্রদেশের কৃষি সংক্রান্ত বিজ্ঞান ও প্রযুক্তিবিদ্যা সংক্রান্ত দৃষ্টান্তমূলক এলাকায় আরেকটি উন্নয়নের পরিকল্পনা রয়েছে। এলাকার দায়িত্বশীল কর্মকর্তা জু সিয়াও সিয়াং বলেছেন(৪)

    কৃষকের কী কী অভাব? উত্তর হল পরিসেবা। কেবল তাদেরকে নতুন চারাগাছ দেয়ার পাশাপাশি প্রযুক্তি পরিসেবা এবং পরিচালনার উপায় এবং কৃষি উন্নয়নের অর্থেরও যোগান দেয়া প্রয়োজন। সকল প্রক্রিয়ায় পরিসেবা এখন প্রথম স্থানে উঠে এসেছে।

    পরবর্তী তিন থেকে পাঁচ বছররের মধ্যে দৃষ্টান্তমূলক এলাকা একটি বিরাট কৃষি বিজ্ঞান নগর গড়ে তুলবে। তার মধ্যে থাকবে একটি আন্তর্জাতিক কৃষি সংক্রান্ত জীব বিজ্ঞান গবেষণা ও উন্নয়ন প্ল্যাটফর্ম, একটি আন্তর্জাতিক কৃষিজাত দ্রব্য সংগ্রহ ও সরবরাহ কেন্দ্র এবং একটি বিজ্ঞান ও প্রযুক্তি উদ্ভাবনের পরিসেবা কেন্দ্র। তিনি বলেছেন, তখন বিজ্ঞান ও প্রযুক্তি জে চিয়াং প্রদেশের কৃষি উন্নয়নে আরো গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।(লিলু)


1 2