v চীন আন্তর্জাতিক বেতারv বাংলা বিভাগv চীনের বিশ্ব কোষ
China Radio International
পর্যটনসংস্কৃতিবিজ্ঞানখেলাধুলাকৃষিসমাজঅর্থ-বাণিজ্যশিক্ষার আলো
চীনা সংবাদ
বিশ্ব সংবাদ
চীনের কণ্ঠ
সংবাদ ব্যক্তিত্ব
সংবাদের প্রেক্ষাপট
নানা দেশ
কুইজ
আবহাওয়া

মহা মিলন ২০০৮ পেইচিং অলিম্পিক গেমস

ভয়াবহ ভূমিকম্প দক্ষিণ-পশ্চিম চীনে আঘাত হেনেছে

লাসায় ১৪ মার্চ যা ঘটেছিল

ইয়ুন নান প্রদেশ

দক্ষিণ এশিয়া

তৃতীয় নয়ন
আরো>>
(GMT+08:00) 2008-04-28 20:16:10    
জেচিয়াং প্রদেশের কৃষি সংক্রান্ত উচ্চ বিজ্ঞান ও প্রযুক্তিবিদ্যা এলাকাটি একটি দৃষ্টান্ত

cri
    শ্রোতা বন্ধুরা,আজকের অনুষ্ঠানে পূর্ব চীনের জেচিয়াং প্রদেশের কৃষি সংক্রান্ত উচ্চ বিজ্ঞান ও প্রযুক্তিবিদ্যা ক্ষেত্রে দৃষ্টান্তমূলক এলাকা সম্পর্কে আপনাদের কিছু বলবো আমি আপনাদের বন্ধু লিলু। এ দৃষ্টান্তমূলক এলাকায় ফসল চাষের সকল প্রক্রিয়া কম্পিউটারের মাধ্যমে সম্পাদন করা হয়। এখানে বৃষ্টির পানি ফলপ্রসুভাবে সংগ্রহ ও সংরক্ষণ করে জলসেচের মাধ্যমে ফসল উত্পাদন করা হয়। এর পাশাপাশি ক্লোন-এর মাধ্যমে দুর্লভ উদ্ভিদ সুরক্ষা ও উন্নত জাত সৃষ্টি করা হচ্ছে।

    জেচিয়াং প্রদেশের কৃষি সংক্রান্ত উচ্চ বিজ্ঞান ও প্রযুক্তিবিদ্যার দৃষ্টান্তমূলক এলাকায় আমাদের সংবাদদাতা একটি বিরাট আকারের চারালালন গ্রীনহাউস দেখেছেন। এলাকার একজন কর্মকর্তা কু শেন ইয়াং জানিয়েছেন যে, এ গ্রীনহাউসের আয়তন প্রায় তিন হেক্টর। এখানে বীজ বপন আগের মত জটিল নয়। শ্রেষ্ঠ দ্রুতগতি ও স্বয়ংক্রিয় প্রযুক্তির মাধ্যমে শুধু তিন সেকেন্টের মধ্যেই একটি বীজ বপন করা যায়।

    বিশেষ করে, গ্রীনহাউসে মাটি দেখা যায় না। ছোট বিভিন্ন অব্যবহৃত উলের মিশ্রনে তৈরী বিছানার ওপর চারাগুলো ছাই রংয়ে ছেয়ে গেছে। কম্পিউটারের সাহায্যে জলসেচ প্রক্রিয়ায় পুষ্টিকর তারল্যের কারণে ছোট ছোট চারা বেশ দ্রুত বেড়ে ওঠে। তাছাড়া, এখানকার শীতলতার বা উষ্ণতার মাত্রা ,আলোকণ নিয়ন্ত্রণ এবং চারার পুষ্টিকর পরীক্ষাসহ সব কিছুই কম্পিউটারের মাধ্যমে স্বয়ংক্রিয়ভাবে সুবিন্যস্ত করা হয়। কু শেন ইয়াং বলেছেন, (১)

যেমন তাপ মাত্রা, আর্দ্রতা ও বায়ুচলাচল ইত্যাদি সব একটি কম্পিউটারের মাধ্যমে নিয়ন্ত্রণ করা হয়। একটি গ্রীনহাউসে প্রয়োজন শুধু দু একজন কর্মী। সকল কাজ কম্পিউটারে শুধু মাত্র একজনই কার্যকর করতে পারে।

    জানা গেছে, এখানে মাটি না ব্যবহারিক ফসল ঐতিহ্যিক উপায়ে উত্পন্ন ফসলের তুলনায় হেক্টর প্রতি উত্পাদন পরিমাণ বহু গুণ বেশি। যেমন টমেটো মাটি ব্যবহার না করেই প্রতি বর্ণমিটারে ৪৬ কিলোগ্রাম উত্পাদন করা যায়। এ পরিমাণ গ্রামের সাধারণ চাষের উত্পাদন পরিমাণের এক শোরও বেশি গুণ।

    এর পাশাপাশি গ্রীনহাউসের ডিজাইন ভিন্ন ক্ষেত্রে পরিবেশ সহায়ক ভূমিকা রাখছে। কু শেন ইয়াং গ্রীনহাউসের একটি গ্রুপের লৌহ পাইপের দিকে আঙ্গুলি নির্দেশ করে আমাদের সংবাদদাতাকে তার রহস্যময় সুবিধার কথা ব্যাখ্যা করেন। তিনি বলেন, (২)

    ভূগর্ভস্থ লৌহ পাইপ হচ্ছে উষ্ণতা বর্ধক ব্যবস্থা। আমরা কাছাকাছি বিদ্যুত উত্পাদনকারী কারখানার নিসৃতঃ বাষ্পকে কাজে লাগিয়েছি। এ নিংসৃত বাষ্প ব্যবহার করে তাপমাত্রা বাড়ানো হয়। কয়লা ব্যবহার করলে বাতাস দূষিত করে। এ উপায়ে পরিবেশ সহায়ক ভূমিকা পালন করা যায়।


1 2