v চীন আন্তর্জাতিক বেতারv বাংলা বিভাগv চীনের বিশ্ব কোষ
China Radio International
পর্যটনসংস্কৃতিবিজ্ঞানখেলাধুলাকৃষিসমাজঅর্থ-বাণিজ্যশিক্ষার আলো
চীনা সংবাদ
বিশ্ব সংবাদ
চীনের কণ্ঠ
সংবাদ ব্যক্তিত্ব
সংবাদের প্রেক্ষাপট
নানা দেশ
কুইজ
আবহাওয়া

মহা মিলন ২০০৮ পেইচিং অলিম্পিক গেমস

ভয়াবহ ভূমিকম্প দক্ষিণ-পশ্চিম চীনে আঘাত হেনেছে

লাসায় ১৪ মার্চ যা ঘটেছিল

ইয়ুন নান প্রদেশ

দক্ষিণ এশিয়া

তৃতীয় নয়ন
আরো>>
(GMT+08:00) 2008-04-23 21:41:48    
থিয়েনচিনের লোক শিল্পের সার্বিক উন্নয়ন

cri

    থিয়েনচিন চীনের লোক শিল্পের পিঠস্থান হিসেবে ইতিহাসে অনেক সেরা শিল্পীকে তৈরী করেছে। যেমন চাং সোং চেন, মা সান লি, হো বাও লিন প্রমুখ। থিয়েনচিনের সুগভীর লোক শিল্পের পরিবেশ তরুণ শিল্পীদের উন্নয়নের জন্য শ্রেষ্ঠ অধ্যয়নের পরিবেশ সৃষ্টি করেছে। কিন্তু লোক শিল্পের উন্নয়ন করতে চাইলে নিরলস চেষ্টা ও ঘাম ঝরা পরিশ্রম করা দরকার। হুয়াং টিয়ে লিয়াং হচ্ছেন থিয়েনচিনের 'চুং ইয়ো রসাত্মক সংলাপ দলের' প্রধান শিল্পী। তাঁর বয়স এখন ৭০ বছর। তিনি দিনের বেলা স্কুলে লোক শিল্প পড়ান, রাতে মঞ্চে অনুষ্ঠান পরিবেশন করেন। তিনি সংবাদদাতাকে জানান, রসাত্মক সংলাপকে খুব ভালোবাসেন বলে তাঁর কখনই ক্লান্তি লাগে না। মিঃ হুয়াং থিয়েনচিনের রসাত্মক সংলাপের বর্তমান অবস্থার ওপর আশাবাদী। তিনি বলেন, 'থিয়েনচিনে অনেক দর্শক লোক শিল্প, বিশেষ করে রসাত্মক সংলাপকে ভালোবাসেন। এমন পরিস্থিতিতে থিয়েনচিনে রসাত্মক সংলাপের ভবিষ্যত নষ্ট হবার সম্ভাবনা নেই। এখন প্রতিদিন চার পাঁচটি রসাত্মক সংলাপ দল বিভিন্ন থিয়েটারে অনুষ্ঠান পরিবেশন করে। যে কোন স্থানে গিয়ে দেখবেন বহু দর্শক ভীড় করে আছে।'

    থিয়েনচিনের তরুণ তরুণীরা রসাত্মক সংলাপ শোনার জন্য চা দোকানে যায়। চেন মিং চি ৫৪ বছর ধরে রসাত্মক সংলাপের অনুষ্ঠান করেছেন। তিনি ৭ বছর বয়স থেকে রসাত্মক সংলাপ শুরু করেন। তিনি নিজেই রসাত্মক সংলাপ উন্নয়নের সোনার যুগ ও কষ্টকর সময় অতিক্রম করেছেন। ১৯৯৯ সালে চেন মিং চি চা দোকানে রসাত্মক সংলাপ শুরু করেন। তিনি সংবাদদাতাকে বলেছেন, বর্তমান দর্শক আর আগের দর্শকদের মধ্যে অনেক পরিবর্তন সুষ্পষ্টভাবে লক্ষ্য করা যায়।

চেন চি মিং

   'আগে বয়স্ক দর্শকের সংখ্যা বেশি থাকতো। কিন্তু খুশির ব্যাপার হলো এখন বহু তরুণ দর্শকও দেখতে আসছেন। বিশেষ করে বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীরা এখন রসাত্মক সংলাপ শুনতে পছন্দ করছে। এটা সত্যিই খুশির ব্যাপার।'

    থিয়েনচিনের লোক শিল্পের উন্নয়ন স্থানীয় সরকারের সহায়তা ছাড়া সম্ভব হত না। থিয়েনচিন সংস্কৃতি ব্যুরোর উপ-পরিচালক ইয়ো ছিং পো বলেন, লোক শিল্পের মাধ্যমে সত্যি সত্যিই ব্যাপক শহরবাসীদের সেবা করার জন্য থিয়েনচিন পর পর 'স্প্রীতিময় সমাজ গড়ে তোলা' এবং 'সাংস্কৃতিক সাফল্য উপভোগ'সহ ধারাবাহিক সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করছে। এর মাধ্যমে ঐতিহ্যিক লোকশিল্প ধাপে ধাপে জনসাধারণের হৃদয়ে গভীরভাবে স্থান পেতে শুরু করেছে। (ইয়ু কুয়াং ইউয়ে)


1 2