v চীন আন্তর্জাতিক বেতারv বাংলা বিভাগv চীনের বিশ্ব কোষ
China Radio International
পর্যটনসংস্কৃতিবিজ্ঞানখেলাধুলাকৃষিসমাজঅর্থ-বাণিজ্যশিক্ষার আলো
চীনা সংবাদ
বিশ্ব সংবাদ
চীনের কণ্ঠ
সংবাদ ব্যক্তিত্ব
সংবাদের প্রেক্ষাপট
নানা দেশ
কুইজ
আবহাওয়া

মহা মিলন ২০০৮ পেইচিং অলিম্পিক গেমস

ভয়াবহ ভূমিকম্প দক্ষিণ-পশ্চিম চীনে আঘাত হেনেছে

লাসায় ১৪ মার্চ যা ঘটেছিল

ইয়ুন নান প্রদেশ

দক্ষিণ এশিয়া

তৃতীয় নয়ন
আরো>>
(GMT+08:00) 2008-04-23 21:41:48    
থিয়েনচিনের লোক শিল্পের সার্বিক উন্নয়ন

cri

হুয়াং থিয়েন লিয়ান

    থিয়েনচিন চীনের লোক শিল্পের সুতিকাকার। সাম্প্রতিক বছরগুলোতে থিয়েনচিন শহর সক্রিয়ভাবে ঐতিহ্যিক লোক শিল্পের আঙ্গিকের উন্নয়নে কাজ করে যাচ্ছে এবং এর মধ্য দিয়ে জনসাধারণের সাংস্কৃতিক জীবনধারাকে সমৃদ্ধ করেছে।

     থিয়েনচিনে এসে আপনি লোক শিল্পের আঙ্গিকের প্রশান্ত পরিবেশ অনুভব করতে পারবেন। বিশেষ করে আনন্দময় ও আরামদায়ক চা দোকানে। অবসরে চা দোকানে বসে রসাত্মক সংলাপ শোনা স্থানীয় মানুষের শখ। মঞ্চের ওপরে এক টেবিল থাকে। টেবিলে থাকে একটি পাখা ও একটি রুমাল। টেবিলের পাশে ঐতিহ্যিক লম্বা পোশাক পরা রসাত্মক সংলাপ শিল্পীরা বুদ্ধিদীপ্ত সরস মন্তব্য বিনিময় করে থাকেন। তাদের কথা শুনে মঞ্চের নিচে বসে থাকা দর্শকরা বার বার করতালি দিয়ে তাদের উত্সাহিত করেন। দর্শক ডিন জি বলেছেন, 'থিয়েনচিন হলো লোক শিল্পের আঙ্গিকের পিঠস্থান। থিয়েনচিনের মানুষ রসাত্মক সংলাপ শুনতে পছন্দ করেন। অধিকাংশ রসাত্মক সংলাপ আমরা বহু বার শুনেছি। অনেক শিল্পী পেইচিং-এর মঞ্চে উঠেন আর তার নাম থিয়েনচিনে ছড়িয়ে পরে। আমার মনে হয়, থিয়েনচিনের নাম করা লোক শিল্পীরা চীনেও প্রথম পর্যায়ের।'

    থিয়েনচিনের বিভিন্ন স্থানে প্রতি রাতেই রসাত্মক সংলাপ অনুষ্ঠিত হয়। থিয়েনচিনে অনেক রসাত্মক সংলাপ দল রয়েছে। এর মধ্যে পেশাদার শিল্পী দল ছাড়াও 'চুং ইয়ো', 'হাহাসিয়াও' ও 'চিউহো'সহ অনেক অপেশাদার রসাত্মক সংলাপ দল রয়েছে। রসাত্মক সংলাপ পরিবেশনের থিয়েটার প্রতি দিন দর্শক পূর্ণ থাকে। আয় খুবই ভালো হয়।

    থিয়েনচিনের লোক শিল্পী সমিতির মহাসচিব ওয়াং ইয়ো লিয়াং মনে করেন, থিয়েনচিনে রসাত্মক সংলাপের জনপ্রিয় হয়ে ওঠার অনেক কারন রয়েছে। প্রথমতঃ থিয়েনচিনের সাংস্কৃতিক ঐতিহ্য সুপ্রাচীন। থিয়েনচিন হচ্ছে রসাত্মক সংলাপের উত্পত্তিস্থান। এক শ'বছরের ঐতিহ্যের ভিত্তিতে তারা অপেক্ষাকৃত সুগভীর ঐতিহ্যিক মর্ম গড়ে তুলেছে। দ্বিতীয়তঃ দর্শকদের ভিত্তি খুব ভালো। তৃতীয়তঃ থিয়েনচিন সরকার ঐতিহ্যিক লোক শিল্পের উন্নয়নের লক্ষ্যে ব্যাপক সহযোগিতা করছে। ওয়াং ইয়ো লিয়াং বলেন, 'প্রতি দুই বা তিন বছর অন্তর আমরা একবার করে 'থিয়েনচিনের লোক শিল্পের সম্মিলনের' আয়োজন করি। এটা হচ্ছে থিয়েনচিনের লোক শিল্পের প্রতিফলন পর্যালোচনার সম্মেলন ও পরিবেশন। গত কয়েক বছরে রচিত নতুন রসাত্মক সংলাপ ও সংগৃহীত ঐতিহ্যিক রসাত্মক সংলাপ নির্ধারিত সময়ে মঞ্চে পরিবেশন করা হয়। আসলে এটা হচ্ছে থিয়েনচিনের লোক শিল্পের বড় আকারের উত্সব। এ ধরনের কর্মসূচীর মাধ্যমে রসাত্মক সংলাপ আরো সমৃদ্ধ বিকশিত ও জনপ্রিয় হয়।'

    গত শতাব্দীর ৮০'র দশকের শেষ দিকে ও ৯০'র দশকের প্রথম দিকে থিয়েনচিনের ঐতিহ্যিক লোকশিল্পের ওপর বিদেশী সংস্কৃতির নেতিবাচক প্রভাব পড়তে শুরু করে। অনেক থিয়েটারেই প্রতি দিন দর্শকের সংখ্যা দাঁড়ায় কেবল ৫০'র মতো। সেই সময় ছিল লোক শিল্পের বিকাশের ক্ষেত্রে সবচেয়ে কঠিন সময়। এই পরিপ্রেক্ষিতে স্থানীয় সরকার লোক শিল্পকে সহায়তার জন্য কিছু ব্যবস্থা গ্রহণ করে। যেমন শিশু লোক শিল্পী দল এ সময়েই প্রতিষ্ঠিত হয়েছে। শিশু লোক শিল্পী দল স্কুল থেকে সেরা ছাত্রছাত্রীদের বাছাই করে উত্তর চীনের লোক শিল্প প্রশিক্ষণ স্কুলে লেখাপড়ার জন্য পাঠায়। এই ছাত্রছাত্রীরা বিদ্যালয় থেকে পাশ করার পর থিয়েনচিনের লোক শিল্পী দলে ফিরে আসে। এখন তারা সব থিয়েনচিনের লোক শিল্পী দলের প্রধান শিল্পীতে পরিণত হয়েছেন। এর পাশাপাশি থিয়েনচিন পৌর সরকার তরুণ প্রতিভাবান ব্যক্তিদের লালন করার উদ্দেশ্যেও অনেক ব্যবস্থা নিয়েছে। থিয়েনচিন লোক শিল্পী সমিতির মহাসচিব ওয়াং ইয়ো লিয়াং এ সম্পর্কে বলেন, 'মাঝেমাঝে থিয়েনচিন পৌর সরকারের প্রচার বিভাগ তরুণ শিল্পীদের জন্য ব্যক্তিগত অনুষ্ঠানের আয়োজন করে। যাতে তরুণ শিল্পীরা যথাশিগগির অভিজ্ঞ হয়ে উঠতে পারে। তরুণ শিল্পীদের প্রশিক্ষণ দেয়ার জন্য আমরা প্রায়শই বিশেষজ্ঞদের আমন্ত্রণ জানাই।'

1 2