|
 |
(GMT+08:00)
2008-04-18 20:35:42
|
 |
পেইচিংয়ের তুং ছেং এলাকার দর্শনীয় স্থান অনুসন্ধানে আনন্দ পাবে
cri
 শ্রোতাবন্ধুরা, আপনারা " পাঁচ রঙের রাজকীয় শহরের দর্শনীয় স্থান অনুসন্ধান" অনুষ্ঠানে অংশ নিতে চাইলে http://9.bbn.com.cn ওয়েবসাইটে যোগাযোগ করুন। এবারের অংশগ্রহণকারী বিদেশী বন্ধুদের মতো আপনারাও আনন্দ উপভোগ করতে পারবেন। পেইচিং অলিম্পিক গেমসের আর মাত্র কিছু দিন বাকী। তুং ছেং পর্যটন ব্যুরো বিভিন্ন দর্শনীয় স্থানের নিরাপত্তা প্রশাসন ক্ষেত্রেও বেশ কিছু উদ্যেগ নিয়েছে। এর ফলে চীনে আসা পর্যটকরা সুষ্ঠুভা বে মনের আনন্দে ভ্রমণ করতে পারবেন।তুং ছেং এলাকা কার্যালয়ের পরিচালক ছেন চিয়ান বলেন:" সবুজ হোটেলগুলোর কাজ আরও জোরদার করা উচিত। সংশ্লিষ্ট কর্মকর্তাদের গুণগত মানও উন্নত করতে হবে। যেমন পর্যটনকারী কর্মকর্তাদের বিদেশী ভাষার প্রশিক্ষণ প্রদান। তা ছাড়া, দর্শনীয় স্থানের কাছাকাছি অঞ্চলের শৃঙ্খলা আমাদের জোরদার করা খুব জরুরি।" পেইচিং অলিম্পিক গেমস উল্টো দিক থেকে গোনা শুরু হয়ে গেছে। সারা বিশ্বের দৃষ্টি এখন পেইচিংয়ের দিকে। স্বাগতিক দেশ হিসেবে পেইচিং ইতোমধ্যেই সকল প্রস্তুতি নিয়েছে। পেইচিং সবাইকে বিশাল আনন্দ দেয়ার পা শাপাশি ,অহংকার সমৃদ্ধি এবং আশার আলোও জাগাবে । তুং ছেং পর্যটন ব্যুরোর মহাপরিচালক হৌ জেন কাং সারা বিশ্বের জনগণকে পেইচিং অলিম্পিকে আসার আমন্ত্রণ জানান। " ২০০৮, অলিম্পিক বছর। চীনাদের শত বছরের স্বপ্নের বছর । অলিম্পিক বিশ্ব জনগণের শান্তি ও মৈত্রীর আশা আকাঙ্খার প্রতীক। তেং ছেং এলাকা এবং চীন সারা বিশ্বের বিভিন্ন দেশের বন্ধুদেরকে চীনে আসার জন্য স্বাগত জানায়।"।--ওয়াং হাইমান 1 2
|
|
|