v চীন আন্তর্জাতিক বেতারv বাংলা বিভাগv চীনের বিশ্ব কোষ
China Radio International
পর্যটনসংস্কৃতিবিজ্ঞানখেলাধুলাকৃষিসমাজঅর্থ-বাণিজ্যশিক্ষার আলো
চীনা সংবাদ
বিশ্ব সংবাদ
চীনের কণ্ঠ
সংবাদ ব্যক্তিত্ব
সংবাদের প্রেক্ষাপট
নানা দেশ
কুইজ
আবহাওয়া

মহা মিলন ২০০৮ পেইচিং অলিম্পিক গেমস

ভয়াবহ ভূমিকম্প দক্ষিণ-পশ্চিম চীনে আঘাত হেনেছে

লাসায় ১৪ মার্চ যা ঘটেছিল

ইয়ুন নান প্রদেশ

দক্ষিণ এশিয়া

তৃতীয় নয়ন
আরো>>
(GMT+08:00) 2008-04-18 20:35:42    
পেইচিংয়ের তুং ছেং এলাকার দর্শনীয় স্থান অনুসন্ধানে আনন্দ পাবে

cri
    ১২ এপ্রিল সকাল নয়'টার দিকে পেইচিং তুং ছেং এলাকার ওয়াং ফু চিং বিভাগীয় বিপণির সামনে লোকে লোকাবণ্য। এখানে মিলিত হয়েছেন ২৫ জন বিদেশী বন্ধু , তারা লাল, হলুদ, সবুজ, নীল এবং কালো পাঁচটি রঙয়ের টি-শার্ট পরে এসেছেন। তাদের দেখতে খুবই স্মাট মনে হচ্ছে। তারা খুবই উত্ফুল্ল ছিলেন। এ দেখে সবার কৌতূহল জাগে। তাহলে তারা কী করবে? প্রিয় শ্রোতাবন্ধুরা, এ প্রশ্নের উত্তর খুঁজতে গিয়ে শুরু করছি আমাদের এখনকার অনুষ্ঠান " আজকের পেইচিং"। 
     তুং ছেং এলাকা চীনের রাজধানি পেইচিংয়ের কেন্দ্রস্থলে অবস্থিত। এলাকাটি প্রাচীণকাল থেকেই রাজনৈতিক ,অর্থনৈতিক, সাংস্কৃতিক, শিক্ষা এবং বিজ্ঞান ক্ষেত্রে সমৃদ্ধ। যেমন, এখানে রয়েছে বিখ্যাত থিয়ান আন মেন মহাচত্বর, নিষিদ্ধ নগর , ছিয়ান মেন এলাকা, চুং শান পার্ক এবং কুও চি চিয়ান শিক্ষা কেন্দ্র। আসন্ন পেইচিং অলিম্পিক গেমস উপলক্ষে তুং ছেং এলাকা " পাঁচ রঙের রাজকীয় শহরের দর্শনীয় স্থান অনুসন্ধান"শীর্ষক অনুষ্ঠান আয়োজন করে। এ অনুষ্ঠানে তুং ছেং এলাকার বেশ কিছু বিখ্যাত পর্যটন স্থান , কমিউনিটি এবং হু থুংসহ ঐতিহ্যবাহী ও মূল্যবান সম্পদ তুলে ধরা হয়েছে। এখন শুনুন এ সম্পর্কিত চীন আন্তর্জাতিক বেতারের নিজস্ব সংবাদদাতার একটি রেকর্ডিং ভিত্তিক প্রতিবেদন। " আমি ঘোষণা করছি, ২০০৮ সালের তুং ছেং এলাকার " পাঁচ রঙের রাজকীয় শহরের দর্শনীয় স্থান অনুসন্ধানে " অংশগ্রহণকারী প্রতিযোগীরা যাত্রা শুরু করুণ ।" 
     তুং ছেং এলাকার উপপ্রধান ওয়াং ফেই লি' এ নির্দেশ দেয়ার সঙ্গে সঙ্গে প্রতিযোগীরা যে যেভাবে পারছে সামনের দিকে ছুটছে। এ ২৫জন বিদেশী বন্ধু হচ্ছেন এবারের অনুষ্ঠানের অংশগ্রহণকারী। লাল, হলুদ, সবুজ, নীল এবং কালো টি শার্ট পরে তাদেরকে নিয়ে গঠন করা হয়েছে পাঁচটি অংশগ্রহণকারী দল। তারা ছুটতে ছুটতে গিয়ে পর্যটনের পাঁচটি ভিন্ন লাইনের রাজকীয় সংস্কৃতিকে অনুভব করেন। 
     হলুদ দল হচ্ছে এ পাঁচটি দলের মধ্যে সবচেয়ে তরুণ দল। তাদের সঙ্গে আমাদের সংবাদদাতা কথাবার্তা বলেছেন। হলুদ দলের সদস্যদের মধ্যে তিন জন হচ্ছেন চীনে অধ্যয়নরত ইন্দোনেশিয়ার ছাত্রছাত্রী।পর্যটন লাইন অনুযায়ী , হলুদ দলের এ পাঁচ জন সদস্য এ লাইনের দর্শনীয় স্থান অনুসন্ধানের জন্য দ্রুত এগিয়ে চলছে। সবাই দৌড়ানোর সময় ফিস ফিস করে চূড়ান্ত স্থানে পৌঁছার জন্য সকল সদস্য পারস্পরিকভাবে উত্সাহ দেয়। " মনে রাখবে যে, আমরা সবাই একটি দল। তাড়াতাড়ি দৌড়াও । একজনও বাদ পড়বে না।"
&     প্রতিযোগিতার সর্বশেষ স্থান রাজকুমারীর ভবন পৌঁছানোর মধ্য দিয়ে হলুদ দল সাফল্যের সঙ্গে এবারের দর্শনীয় স্থান অনুসন্ধানে তাদের দায়িত্ব শেষ করেছে। তাহলে তারা কী কী চমত্কার স্থান ঘুরে এসেছে ? এ দলের প্রধান চাও কাং বলেন:" প্রথমধাপে গিয়েছি হুয়াং শি ছেং, দ্বিতীয় ধাপে চেং ইয়াং গেটে গিয়েছি, তৃতীয় ধাপে নান চিয়াও ভবনে গেছি, চতুর্থ ধাপে থিয়ান আন মেন এবং সর্বশেষ স্থান রাজকুমারীর ভবন ।"এখন শোনা যাক হলুদ দলের অন্য অংশগ্রণকারী প্রতিযোগীদের অভিজ্ঞতার কথা । ইন্দোনেশিয়ার ছাত্র মার্সেল বলেন, " খুবই ক্লান্ত। তবে আমি অনেক আনন্দিত। এ অনুষ্ঠান আমার জীবন থেকে কোনদিন মুছে যাবে না। পেইচিং আসার পর এটি আমার অংশ নেয়া প্রথম চমত্কার অনুষ্ঠান। হয়তো এটি হতে পারে আমার জীবনের শেষ অনুষ্ঠান । খুবই চমত্কার। আমি চিরদিন একে সযত্নে রাখবো।" ফাসার বলেন"দর্শনীয় স্থান অনুসন্ধান অনুষ্ঠানের মাধ্যমে পেইচিং আমার মনে চিরদিন জেগে থাকবে।" ক্যানোলিন বলেন:" আমরা সত্যি খুব খুশি। কারণ এটি হচ্ছে পেইচিংয়ের পর্যটন স্থানে আমাদের প্রথম প্রতিযোগিতা।" 
      হলুদ দলের পৌঁছানোর পর পরই অন্যান্য দলও একের পর এক ফিরে এসেছে। সবার শরীর থেকে তখন ঘাম ঝরছিল। তবে প্রত্যেকই খুবই আনন্দিত দেখাছিল। নীল দলের অংশগ্রহণকারী ফরাসী প্রতিযোগী এডিস বলেন:" আমি মনে করি, দলের সহযোগিতা খুবই গুরুত্বপূর্ণ। আমরা খুব খুশি যে , একসাথে এবারের অনুষ্ঠানে অংশ নিতে পেরেছি।" 
    সবুজ দলের অংশগ্রহণকারী মার্কিন প্রতিযোগী জুস্ফিন বলেন:" খুবই চমত্কার। আমার অনেক ভাল লেগেছে। আমি নিজেই পেইচিংয়ের হু থুংকে অনুভব করেছি। সেটি সত্যি সুন্দর।এবারের " পাঁচ রঙের রাজকীয় শহরের দর্শনীয় স্থান অনুসন্ধান" প্রতিযোগিতার অনুষ্ঠান বিদেশী বন্ধুদের আকৃষ্ট করেছে। এতে তারা সুষ্ঠুভাবে প্রাচীনকালের পেইচিংয়ের ঐতিহ্যবাহী রাজকীয় শহরের সংস্কৃতি অনুভব করতে সক্ষম হয়েছেন । বিশেষ করে তুং ছেং এলাকার পর্যটন ব্যুরো অলিম্পিকের পাঁচটি রঙ দিয়ে এ পাঁচটি দলকে দর্শনীয় স্থান অনুসন্ধানের ধারণা উপস্থাপন করেছে। তুং ছুং এলাকার সাংস্কৃতিক বৈশিষ্ট্য জনপ্রিয় করে তোলার পাশাপাশি অলিম্পিকের মর্মও তারা প্রসারিত করেছে। তুং ছেং এলাকার পর্যটন ব্যুরোর মহাপরিচালক হৌ জেন কাং বলেন, এবারের অনুষ্ঠান পেইচিং পর্যটন ব্যুরোর " পেইচিং ও অলিম্পিক গেমসকে অনুভব করার" প্রধান প্রতিপাদ্য অনুযায়ী নির্ধারণ করা হয়। তিনি বলেন:" অলিম্পিক বছরে, অনেক বিদেশী বন্ধু চীনের পেইচিংয়ে আসবে। তুং ছেং এলাকা হচ্ছে পেইচিংয়ের একটি কেন্দ্রীয় এলাকা এবং রাজধানির বিভিন্ন আধুনিক স্থাপনা থাকা গুরুত্বপূর্ণ এলাকাগুলোর মধ্যে অন্যতম। চীনের সংস্কৃতির প্রচার ও প্রসার চালিয়ে যাওয়ার ক্ষেত্রে তু ছেংয়ের বিশাল ভূমিকা রয়েছে। একই সঙ্গে তুং ছেং এলাকায় বিখ্যাত পুরাকীর্তিও রয়েছে প্রচুর। যেমন ,হু থুং ও প্রাঙ্গণ। এ সব চীনের ঐতিহ্যবাহী সংস্কৃতিকে সমৃদ্ধ করেছে। সুতরাং, তুং ছেং পর্যটন ব্যুরোর জন্য অলিম্পিকের সুযোগে রাজধানীর দর্শনীয় স্থান এবং চীনা জাতির শ্রেষ্ঠ সংস্কৃতিকে বিশ্বের বিভিন্ন দেশের বন্ধুদের কাছে তুলে ধরার ব্যাপারে আমরা যথেষ্ট দায়িত্ববান। 
     একই সঙ্গে এবারের অনুষ্ঠান " সাংস্কৃতিক, সবুজ এবং বৈজ্ঞানিক অলিম্পিকের" প্রধান প্রতিপাদ্যের সঙ্গে সম্পর্কিত । হৌ জেন কাং আরো বলেন:" এ অনুষ্ঠানের মধ্যে রয়েছে পুরনো রাজপ্রাসাদ, শ্রমিক সাংস্কৃতিক ভবন , থাই মিও এবং নান লুও কু সিয়াং । তবে বিদেশী বন্ধুরা হয়তো এ সব স্থানের সঙ্গে পরিচিত নয়। তাহলে এবারের অনুষ্ঠানের মাধ্যমে বিদেশী বন্ধুরা তা পরিদর্শন করতে পারবেন। এটি সাংস্কৃতিক অলিম্পিকের দিক। আমাদের এ অনুষ্ঠানে বৈজ্ঞানিক অলিম্পিক ক্ষেত্রের দু'ই পর্যায়ের বিষয় রয়েছে। এবার ওয়াং ফু চিন ঘটনাস্থলের অনুষ্ঠান ছাড়াও সবাই ইন্টারনেটে আমাদের অনুষ্ঠানে অংশ নিতে পারেন।আরেকটি হচ্ছে সবুজ অলিম্পিকের দিক। আমরা বারবার উল্লেখ করেছি , বাইসাইকেল ও পথে চলার মাধ্যমে চলাফেরা করা । গাড়ি ব্যবহার করবেন না। এভাবেই রাজকীয় শহরের সংস্কৃতিকে ভালভাবে দেখতে ও বুঝতে পারা যাবে। 
1 2