
ভারতের অলিম্পিক কমিটির মহাসচিব বণধীর সিং এদিন অলিম্পিক মশালের সফল হস্তান্তরের প্রশংসা করেছেন। তিনি বলেন, যদিও বহু মানুষ পথে মশাল হস্তান্তর পরিদর্শন করতে পারেন নি, তবুও আমি বিশ্বাস করি তাঁরা টেলিভিশনে দেখেছেন। তিনি পেইচিং অলিম্পিক গেমসকে সমর্থনের কথা বলেছেন। তিনি আরো বলেন,
(রে ২)

'পেইচিং অলিম্পিক গেমসে শুধু যে ক্রীড়া ধারণাই প্রতিফলিত হবে তা নয়, বরং চীনা ও বিশ্বের জনগণ পরস্পরকে জানার ও শেখার সুযোগ সৃষ্টি হবে।'
1 2 3 4
|