v চীন আন্তর্জাতিক বেতারv বাংলা বিভাগv চীনের বিশ্ব কোষ
China Radio International
পর্যটনসংস্কৃতিবিজ্ঞানখেলাধুলাকৃষিসমাজঅর্থ-বাণিজ্যশিক্ষার আলো
চীনা সংবাদ
বিশ্ব সংবাদ
চীনের কণ্ঠ
সংবাদ ব্যক্তিত্ব
সংবাদের প্রেক্ষাপট
নানা দেশ
কুইজ
আবহাওয়া

মহা মিলন ২০০৮ পেইচিং অলিম্পিক গেমস

ভয়াবহ ভূমিকম্প দক্ষিণ-পশ্চিম চীনে আঘাত হেনেছে

লাসায় ১৪ মার্চ যা ঘটেছিল

ইয়ুন নান প্রদেশ

দক্ষিণ এশিয়া

তৃতীয় নয়ন
আরো>>
(GMT+08:00) 2008-04-17 19:16:23    
হাইনান প্রদেশের অর্থনীতি সুষ্ঠু উন্নয়নের পথে

cri

     অর্থনৈতিক সংকটের পর হাইনান প্রদেশের প্রাথমিক পর্যায়ের উন্নয়নে নেতিবাচক ফলাফল দেখা যায় । ১৯৯৫ সালে হাইনানের জি ডি পি'র বৃদ্ধির হার শুধু ৪.৩ শতাংশ ছিল এবং পরবর্তি দুই বছরে তা নিম্ন গতিতে চলতে থাকে ।

    পরে স্থানীয় সরকার আরও বিজ্ঞানসম্মত ও বাস্তব পরিকল্পনা শুরু করে । গত শতাব্দীর ৯০ -এর দশকের মাঝামাঝি সময় চীনের মূলভূভাগের অধিবাসীদের আয় ও ভোক্তা বেড়ে যাওয়া এবং হাইনানের সুন্দর প্রাকৃতিক পরিবেশের বৈশিষ্ট্যের কথা বিবেচনা করে প্রাদেশিক সরকার ৫ বছর মেয়াদী পরিকল্পনা নির্ধারণ করে--- যার মধ্যে রয়েছে হাইনান প্রদেশকে চীনের নতুন শিল্প প্রদেশ, ক্রান্তীয় অঞ্চলের কার্যকর কৃষি ঘাঁটি এবং ছুটি বিমোদনের পর্যটন স্থানহিসেবে গড়ে তোলা।

    হাইনান প্রদেশের কৃষি বিভাগের মুখপাত্র ছেন ইয়োং ওয়াং বলেন, হাইনান প্রদেশের সুর্যালোক ও বৃষ্টি প্রচুর হওয়ার কারণে শীতকালে এখানে নানা ধরনের সবজি ও ফল চাষ করে মূলভুভাগের বাজারে সরবরাহ করার মাধ্যমে আয় বাড়ানো সম্ভব হয় । ২০০৭ সালে হাইনান প্রদেশের শীতকালে সবুজ ও ফলের জমির আয়তন ১৯৮৭ সালের চেয়ে ৪ গুণেরও বেশি । শীতকালে সবজি ও ফলের আয় কৃষকদের প্রধান আয়ে পরিণত হয়েছে । ছেন ইয়োং ওয়াং বলেন, আমরা অবকাঠামো পরিবর্তনের মাধ্যমে শীতাকালে কৃষির উন্নয়ন করি, ট্রেডমার্ক সৃষ্টি করি এবং হাইনান প্রদেশকে চীনের সবজি উত্পাদনের কেন্দ্রে পরিণত করি । ২০০৭ সালে আমাদের সবজি ও ফলের উত্পাদন ছিল ৪০ লাখেরও বেশি টন । প্রতি বছরের নভেম্বর মাস থেকে পরের বছরের মে মাস পর্যন্ত হাইনান প্রদেশের সবজি ও ফলের সোনালী সময়পর্ব থাকে ।

    যুক্তিযুক্ত পরিকল্পনার মাধ্যমে হাইনান প্রদেশের পর্যটন শিল্পেরও দ্রুত উন্নতি হয়েছে । বর্তমানে হাইনানে হোটেলের সংখ্যা ৯০০টিরও বেশি, বার্ষিক ২ কোটিরও বেশি পার্সন টাইমস পর্যটকদের সেবা করতে সক্ষম এসব হোটেল । হাইনান প্রদেশ চীনের প্রথম ল্যান্ডিং ভিসা দেয়ার পর্যটন স্থান হিসেবে ২১টি দেশ ও অঞ্চলের পর্যটন দলের বেলায় ভিসাহীন নীতি চালু করে । ২০০৭ সালে হাইনান প্রদেশ ১.৮ কোটি পার্সন টাইমস দেশী বিদেশী পর্যটককে অভ্যর্থনা জানিয়েছে, যা চীনের শীর্ষ স্থানে দাঁড়িয়েছে । হাইনান প্রদেশের পর্যটন ব্যুরোর মহাপরিচালক চাং ছি বলেন, হাইনান প্রদেশের পর্যটনের লক্ষ্যমাত্রা হলো আন্তর্জাতিক পর্যটন দ্বীপ নির্মাণ করা । তিনি বলেন, হাইনানের বিশেষ প্রাকৃতিক সম্পদ ও নির্মল পরিবেশ থাকায় ভবিষ্যতে হাইনান প্রদেশকে আন্তর্জাতিক পর্যটন দ্বীপ হিসেবে গড়ে তোলার সিদ্ধান্ত নেয়া হয় । আমাদের প্রচারের প্রতিপাদ্য হচ্ছে চীনের ক্রান্তীয় অঞ্চলের দ্বীপও প্রাচ্যের ছুটি বিনোদনের স্বর্গ । বিদেশের পর্যটন স্থানের চেয়ে হাইনানের প্রাকৃতিক সম্পদ ও পরিবেশ উভয়েই ভালো ।

     হাইনান প্রদেশের উন্নয়ন ও সংস্কার বিভাগের উপ-মহাপরিচালক চু ইউয়ুন শান বলেন, অর্থনীতি উন্নয়নের পাশাপাশি হাইনান প্রদেশ প্রাকৃতিক পরিবেশ সংরক্ষণকে গুরুত্ব দিয়ে দেখে। প্রাকৃতিক সম্পদের সবচেয়ে কম ক্ষয়ের বিনিময়ে সর্বাধিক আর্থ-সামাজিক ফলপ্রসূতা আদায় করা হচ্ছে হাইনান প্রদেশের লক্ষ্য। চু ইয়ুন শান বলেন, প্রাদেশিক সরকার মনে করে, সম্পূর্ণভাবে প্রাকৃতিক পরিবেশ সংরক্ষণ করা উচিত । হাইনানে নানা ধরনের শিল্প উন্নয়নের সময় কোনো দুষণ সৃষ্টি হবে না । বিরাট শিল্প প্রকল্পের বেলায় পরিবেশ দূষণ, প্রাকৃতিক সম্পদ ধ্বংস এবং নিম্ন মানের শিল্প পুনরায় নির্মাণ করলে চলবে না। দীর্ঘকাল ধরে হাইনান প্রদেশ ছুটি বিনোদনের পর্যটন শিল্প ও কৃষির কার্যকর উন্নয়ন করবে । সেগুলো হবে প্রদেশটির টেকসই উন্নয়নের বৃহত্তম শিল্পে পরিণত হবে ।


1 2