v চীন আন্তর্জাতিক বেতারv বাংলা বিভাগv চীনের বিশ্ব কোষ
China Radio International
পর্যটনসংস্কৃতিবিজ্ঞানখেলাধুলাকৃষিসমাজঅর্থ-বাণিজ্যশিক্ষার আলো
চীনা সংবাদ
বিশ্ব সংবাদ
চীনের কণ্ঠ
সংবাদ ব্যক্তিত্ব
সংবাদের প্রেক্ষাপট
নানা দেশ
কুইজ
আবহাওয়া

মহা মিলন ২০০৮ পেইচিং অলিম্পিক গেমস

ভয়াবহ ভূমিকম্প দক্ষিণ-পশ্চিম চীনে আঘাত হেনেছে

লাসায় ১৪ মার্চ যা ঘটেছিল

ইয়ুন নান প্রদেশ

দক্ষিণ এশিয়া

তৃতীয় নয়ন
আরো>>
(GMT+08:00) 2008-04-16 21:24:54    
চীনের জাদুঘরগুলোয় প্রবেশ ফি মওকুফ করা হয়েছে(ছবি)

cri

    ২৮ মার্চ পেইচিংয়ের ২৯টি জাদুঘরও বিনা মূল্যে খুলে দেয়া হয়েছে। পেইচিং পুরাকীর্তি ব্যুরোর পরিচালক খুং ফেন সি বলেন, 'প্রবেশ ফি মওকুফ করে উন্মুক্ত করার পর হঠাৎ করে দর্শনার্থীর সংখ্যা অতিরিক্ত বৃদ্ধি আমাদের একটি উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে। প্রথমতঃ জাদুঘরের পরিবেশের ওপর নেতিবাচক প্রভাব পড়তে পারে। দ্বিতীয়তঃ দর্শনার্থীর সংখ্যা বৃদ্ধির পাশাপাশি দর্শনার্থী ও পুরাকীর্তির নিরাপত্তার সমস্যাও দেখা দিতে পারে। এ দুটি সমস্যা এড়ানোর জন্য আমরা আগে থেকে বুকিং করার পদ্ধতি বেছে নিয়েছি। এ ছাড়াও আরো বেশি সমন্বয়, পরিচালনা ও নিরাপত্তা কর্মী নিয়োগ করেছি। ফলে সম্ভাব্য সমস্যাগুলো এড়ানো সম্ভব হবে।'

    পেইচিংয়ের রাজধানী জাদুঘরে আমাদের সংবাদদাতা বৃটেন থেকে আসা একজন বিশ্ববিদ্যালয়ের ছাত্র এন্ড্রু প্যাডাসাইডস-এর সাক্ষাত্কার নিয়েছেন। তিনি আগে থেকে তারিখ নির্ধারণের মাধ্যমে তার বন্ধুর সঙ্গে এ জাদুঘর পরিদর্শনের সুযোগ পেয়েছেন। তিনি চীনের জাদুঘরের স্থাপনা ও সেবার প্রতি সন্তোষ প্রকাশ করেছেন। তিনি বলেন, 'আমার খুব ভাল লাগছে। জাদুঘরের স্থাপনা ও সাজসরঞ্জাম আধুনিক। দেখার মতো অনেক জিনিষ আছে। আমি এখানে এসে প্রধানত চীনের ঐতিহাসিক উত্তরাধিকার ও স্থাপত্যকর্মের ওপর মোটামুটি একটি ধারণা পাবার চেষ্টা করছি। জাদুঘরে প্রদর্শিত সকল বস্তুর সামনে সহজ ইংরেজীতে লেখা ব্যাখ্যা থাকে। তা পড়ে বিদেশীরা সহজেই চীনের সংস্কৃতি বুঝতে পারেন।'

    জাদুঘরের প্রবেশ ফি মওকুফ করে উন্মুক্ত করার পর আরো বেশি পর্যটন সংস্থা নানা জাদুঘর পরিদর্শনের বিষয়টিকে পর্যটনের অন্যতম হিসেবে তালিকাভুক্ত করেছে। হংকং দেপাও পর্যটন সংস্থার দল নেতা লি গুয়ান ইং জানান, হংকংয়ের মাধ্যমিক ও প্রাথমিক স্কুলের ছাত্রছাত্রী হচ্ছে তাদের প্রধান গ্রাহক। পেইচিং ভ্রমণের আগে তারা স্কুলের সঙ্গে যোগাযোগের সময়ে প্রস্তাব করে যে, পেইচিংয়ের সমৃদ্ধ জাদুঘর তারা ঘুরে দেখতে চায়। তিনি বলেন, 'আমরা তাদেরকে বলি, জাদুঘর ও গ্রন্থাগার দু'ঘন্টার মধ্যে সম্পূর্ণ দেখা সম্ভব নয়। প্রধানত নিজের পছন্দের জিনিস দেখা যাবে। হংকংয়ে এ ধরণের জাদুঘর নেই। হংকংয়ের নতুন প্রজন্মের শিশুরা চীনের ইতিহাস সম্পর্কে ভালো জানে না। ফলে এখানকার জাদুঘর দেখা তাদের জন্য খুব মজার বিষয়।'

    ২০০৮ পেইচিং অলিম্পিক গেমস চলাকালে বিপুল পরিমান বিদেশি পর্যটক ও খেলোয়াড়রা আসবেন। তারাও পেইচিংয়ের নানা বৈশিষ্টপূর্ণ জাদুঘর দেখবেন এবং চীনের সংস্কৃতি উপভোগ করবেন। পেইচিংয়ের পুরাকীর্তি ব্যুরোর পরিচালক খুং ফেন সি বলেন, 'অলিম্পিক গেমসের সময় বিদেশী অতিথি ও চীনের অভ্যন্তরীণ পর্যটকরা একসাথে আসলেও সমস্যা হবে না। কারণ আমি নিরাপত্তা পরীক্ষা সাজসরঞ্জামের ওপর আস্থাবান। আমি বিশ্বাস করি, যে কোনো লোক আসলে আমাদের উন্মুক্ত জাদুঘর পরিদর্শন করে সন্তোষ বোধ করবেন। (ইয়ু কুয়াং ইউয়ে)


1 2