v চীন আন্তর্জাতিক বেতারv বাংলা বিভাগv চীনের বিশ্ব কোষ
China Radio International
পর্যটনসংস্কৃতিবিজ্ঞানখেলাধুলাকৃষিসমাজঅর্থ-বাণিজ্যশিক্ষার আলো
চীনা সংবাদ
বিশ্ব সংবাদ
চীনের কণ্ঠ
সংবাদ ব্যক্তিত্ব
সংবাদের প্রেক্ষাপট
নানা দেশ
কুইজ
আবহাওয়া

মহা মিলন ২০০৮ পেইচিং অলিম্পিক গেমস

ভয়াবহ ভূমিকম্প দক্ষিণ-পশ্চিম চীনে আঘাত হেনেছে

লাসায় ১৪ মার্চ যা ঘটেছিল

ইয়ুন নান প্রদেশ

দক্ষিণ এশিয়া

তৃতীয় নয়ন
আরো>>
(GMT+08:00) 2008-04-16 21:24:54    
চীনের জাদুঘরগুলোয় প্রবেশ ফি মওকুফ করা হয়েছে(ছবি)

cri

     দীর্ঘকাল ধরে টিকিট কিনে জাদুঘরে প্রবেশ করা আমাদের অভ্যাস। কিন্তু গত ১ এপ্রিল থেকে জনগণের সুবিধার কথা বিবেচনা করে চীনের সংস্কৃতি মন্ত্রণালয় সারা চীনের ৬০০টি কল্যাণমূলক জাদুঘরের প্রবেশ ফি মওকুফ করে জনগণের জন্য উন্মুক্ত করে দিয়েছে। আগামী বছর প্রবেশ ফি লাগবে না এমন জাদুঘরের সংখ্যা দাঁড়াবে ১৪০০টি। চীনের বিভিন্ন পর্যায়ের সরকার জাদুঘরের প্রবেশ ফি মওকুফ করার ক্ষেত্রে এগিয়ে এসে বিপুল পরিমান অর্থ বরাদ্দ করেছে। যাতে দিন দিন বাড়তে থাকা মানুষের সাংস্কৃতিক চাহিদা পুরণ করা যায়।

    হুপেই প্রদেশের জাদুঘরে আমাদের সাংবাদদাতা মিঃ চা উর সাক্ষাত্কার নিয়েছেন। তিনি তার শিশুকে নিয়ে এসেছেন। তিনি বলেন, 'আগে জাদুঘরের টিকিটের মূল্য ছিল ৩০ ইউয়ান। এখন প্রবেশ ফি মওকুফ হওয়ায় আমাদের মতো দরিদ্র পরিবারের ছেলেমেয়েদের গণ সম্পদ সম্পর্কে জানার পাশাপাশি উপভোগের সুযোগ সৃষ্টি হয়েছে। আমরা এ ব্যবস্থাকে স্বাগত জানাই।'

    কেন্দ্রীয় সরকার জনসাধারণের সাংস্কৃতিক সম্পদ সম্পর্কে আরো বেশি করে জানা ও উপভোগের জরুরী অনুরোধ জরুরীভাবে মেটানোর চেষ্টা করে যাচ্ছে। চীনের সংস্কৃতি উপ মন্ত্রী চৌ হো পিং বলেন, কেন্দ্রীয় সরকার ও বিভিন্ন অঞ্চলের স্থানীয় সরকার জাদুঘরের প্রবেশ ফি মওকুফ করার জন্য বিপুল পরিমাণ অর্থ বরাদ্দ করেছে এবং নানা উপায়ের মাধ্যমে জনসাধারণের সাংস্কৃতিক অধিকার নিশ্চিত করেছে। তিনি বলেন, 'কেন্দ্রীয় সরকার সারা দেশের নানা ধরনের জাদুঘরের প্রবেশ ফি মওকুফ করার জন্য ১২০ কোটি ইউয়ান বরাদ্দ করেছে। বিভিন্ন অঞ্চলের সরকারও এর জন্য প্রয়োজনীয় সব ব্যবস্থাই নিয়েছে। যেমন জনগণ বিনা খরচে সেবা গ্রহণের পর সরকার সেই ব্যয় বহন করে।'

    হুপেই প্রাদেশিক সরকার প্রাদেশিক জাদুঘরের টিকিট ও দৈনন্দিন পরিচালনার ভর্তুকি হিসেবে প্রতি বছর ৩ কোটি ইউয়ান ব্যয় করে। পেইচিং পৌর সরকার প্রতি বছর শহরবাসীদের বিনা খরচে জাদুঘর পরিদর্শনের জন্য ১০ কোটি ইউয়ান ব্যয় করবে। চীন সরকারের পরিকল্পনা অনুযায়ী, আগামী বছর থেকে চীনের সকল কল্যাণ জাদুঘর, স্মৃতি মিলনায়তন ও দেশাত্মবোধক শিক্ষাদান কেন্দ্র বিনা খরচে উন্মুক্ত হবে। চীনের জাতীয় পুরাকীর্তি ব্যুরোর উপ-মহাপরিচালক চাং পাই মনে করেন, বিনা মূল্যে উন্মুক্তকরণের মাধ্যমে চীনের বিভিন্ন অঞ্চলের জাদুঘর ও পুরাকীর্তি সংস্থা ব্যবস্থাপনার জন্য আরো উচ্চ মান সম্পন্ন করার প্রয়োজন রয়েছে। তিনি বলেন, 'জাদুঘরের সেবার মান ও দক্ষতা দ্রুত উন্নত করতে হবে। এখন দর্শকদের সংখ্যা বেড়েছে। ফলে জাদুঘরের ব্যবস্থাপনার দক্ষতা ও নিরাপত্তার ব্যবস্থা আরো উন্নত করতে হবে। যেমন প্রদর্শনের মান ও সেবার গুণগত মানসহ বিভিন্ন দিক।'

1 2