v চীন আন্তর্জাতিক বেতারv বাংলা বিভাগv চীনের বিশ্ব কোষ
China Radio International
পর্যটনসংস্কৃতিবিজ্ঞানখেলাধুলাকৃষিসমাজঅর্থ-বাণিজ্যশিক্ষার আলো
চীনা সংবাদ
বিশ্ব সংবাদ
চীনের কণ্ঠ
সংবাদ ব্যক্তিত্ব
সংবাদের প্রেক্ষাপট
নানা দেশ
কুইজ
আবহাওয়া

মহা মিলন ২০০৮ পেইচিং অলিম্পিক গেমস

ভয়াবহ ভূমিকম্প দক্ষিণ-পশ্চিম চীনে আঘাত হেনেছে

লাসায় ১৪ মার্চ যা ঘটেছিল

ইয়ুন নান প্রদেশ

দক্ষিণ এশিয়া

তৃতীয় নয়ন
আরো>>
(GMT+08:00) 2008-04-16 21:09:09    
চীনের নামকরা নৃত্যশিল্পী হুয়ান তৌ তৌ(ছবি)

cri

    ৩১ বছর বয়সের হুয়ান তৌ তৌ চীনের একজন বিখ্যাত নৃত্য শিল্পী। তার নৃত্য শৈলী দৃপ্ত ও প্রাণবন্ত । তিনি চীনের সবচেয়ে পুরুষোটিত নৃত্যশিল্পী হিসেবে পরিচিত। হুয়ান তৌ তৌ বেশ কয়েকবার আন্তর্জাতিক নৃত্য প্রতিযোগিতায় পুরস্কার পেয়েছে এবং সক্রিয়ভাবে বিদেশের সাংস্কৃতিক বিনিময়ে অংশ নিয়েছেন ।

    সি আর আইয়ের সংবাদদাতা মার্চ মাসের শেষ দিকে সাংহাইয়ে হুয়ান তৌ তৌর সাক্ষাত্কার নিয়েছেন । হুয়ান তৌ তৌ সাংহাই সংগীত ও নৃত্য দলের নৃত্য শিল্পী । ২০০৮ সালের পেইচিং অলিম্পিক গেমসকে স্বাগত জানানোর জন্য সম্প্রতি সাংহাই সংগীত ও নৃত্য দল তিন দিনব্যাপী নৃত্যানুষ্ঠানের আয়োজন করে । হুয়ান তৌ তৌর বয়স ৩১ বছর হলেও দেখতে বিশ-বাইশ বছরের তরুণের মতো । আমাদের সংবাদদাতাকে দেখে তিনি একাধিক বার বার বলেন , আপনি কিছু মনে না করলে আমি দাঁড়িয়ে কথা বলতে চাই । এমন এক তেজস্বী মানুষের সামনে দাঁড়িয়ে আজ কল্পনা করাও কঠিন যে পারেন না যে ছোটবেলায় হুয়ান তৌ তৌ নাচ একেবারেই পছন্দ করতেন না , উল্টো ঘৃণা করতেন । মঞ্চে নাচা পরিবেশন তার স্বপ্ন ছিল না ।

    তিনি বলেন , ছোট বেলায় আমি নাচ পছন্দ করতাম না । আমার ধারণা ছিল পুরুষ মানুষের সৈনিক হওয়া উচিত , নৃত্য মেয়েদের জন্য উপযুক্ত কাজ। আমি বাবা মার তাগিদে নাচ শিখেছি । তাই আমার নাচের প্রধান বৈশিষ্ট্য হলো পুরুষত্ব । আমি নাচে পুরুষের শক্তি ও তেজস্বিতা দেখানোর চেষ্টা করি ।

    ছোটবেলায় বাবা মার অনুরোধে হুয়ান তৌ তৌ নাচ শিখতে শুরু করেন । তবে তিনি এতে আনন্দ পেতেন না । তিনি মনে করেন এধরনের শরীর চর্চা কষ্টকর । এক সময় তিনি নৃত্যকে ঘৃণা করতে শুরু করেন । তিনি মনে করেন ,নাচ শেখার বদলে বাবুর্চি হওয়া বেশি আনন্দদায়ক , সুস্বাদু খাবার তৈরী করা তাকে বেশি আকষর্ণ করতো । হুয়ান তৌ তৌ ১২ বছর থেকে ১৮ বছর পর্যন্ত সাংহাই নৃত্য বিদ্যালয়ে নাচ শেখেন । এ সময়ের মধ্য তিনি চীনের তরুণ-তরুণীদের নৃত্য প্রতিযোগিতায় স্বণর্পদক পান । এটা চীনের তরুণ নৃত্য শিল্পীদের সবচেয়ে বড় প্রতিযোগিতা । এর পর তিনি প্রতি বছরই দেশবিদেশের নানা ধরনের নৃত্য প্রতিযোগিতায় অংশ নেন এবং পুরস্কার পান । ২০ বছর বয়সে হুয়ান তৌ তৌ আমন্ত্রিত হয়ে চীনের প্রথম নৃত্যশিল্পী হিসেবে লোসান আন্তর্জাতিক ব্যালে নৃত্য প্রতিযোগিতায় অংশ নেন । এ প্রতিযোগিতায় হুয়ান তৌ তৌ তার প্রতিনিধিত্বকারী নৃত্য ' ছিংইয়োন হুন ' পরিবেশন করেন । তার পরিবেশন আন্তর্জাতিক মঞ্চে আলোড়ন সৃষ্টি করে । সেই সময় হুয়ান তৌ তৌ ব্যস্ত হয়ে পড়েন দেশেবিদেশে নৃত্য পরিবেশনে এবং পুরস্কার পেয়ে তার নাম ছড়িয়ে পড়ে বিশ্বময়। বয়স বাড়ার সঙ্গে সঙ্গে নৃত্য সম্পর্কে তার ধারণাও বদলেছে ।

1 2