v চীন আন্তর্জাতিক বেতারv বাংলা বিভাগv চীনের বিশ্ব কোষ
China Radio International
পর্যটনসংস্কৃতিবিজ্ঞানখেলাধুলাকৃষিসমাজঅর্থ-বাণিজ্যশিক্ষার আলো
চীনা সংবাদ
বিশ্ব সংবাদ
চীনের কণ্ঠ
সংবাদ ব্যক্তিত্ব
সংবাদের প্রেক্ষাপট
নানা দেশ
কুইজ
আবহাওয়া

মহা মিলন ২০০৮ পেইচিং অলিম্পিক গেমস

ভয়াবহ ভূমিকম্প দক্ষিণ-পশ্চিম চীনে আঘাত হেনেছে

লাসায় ১৪ মার্চ যা ঘটেছিল

ইয়ুন নান প্রদেশ

দক্ষিণ এশিয়া

তৃতীয় নয়ন
আরো>>
(GMT+08:00) 2008-04-15 19:44:00    
পেইচিং অলিম্পিক গেমসের সময় থেকে চীনে সিগারেট সেবন ত্যাগ করার বিষয়টি এগিয়ে নেয়া হচ্ছে

cri

    পেইচিং চীন ও জাপান মৈত্রী হাসপাতালের ফুসফুসের রোগ সংক্রান্ত বিভাগের বিশেষজ্ঞ ইয়ু হুং সিয়া বলেন, প্রতি বছর চীনে ধূমপায়ীদের কারণে মারা যাওয়া লোকের সংখ্যা দাঁড়িয়েছে ১ লাখে। এতে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে শিশু ও নারীরা। তিনি বলেন:" সিগারেট খেলে আপনার কাছাকাছি থাকা শিশু ও নারীদের ফুসফুসে নির্গত ধূয়ার সঙ্গে নিকোটিন ঢুকে যায়। ফলে শিশু ও নারীদের ফুসফুস সহজেই আক্রান্ত হয়ে থাকে।"

    জানা গেছে, তামাকের ক্ষতিকর দিক হচ্ছে বর্তমান বিশ্বের সর্বোচ্চ গুরুতর গণ-পরিসেবা সমস্যাগুলোর মধ্যে অন্যতম। বিশ্ব স্বাস্থ্য সংস্থ্যার এক পরিসংখ্যান থেকে জানা গেছে , বিশ্বে ধূমপায়ীদের সংখ্যা এখন প্রায় ১.৩ বিলিয়ন। প্রতি বছর মোট ৫০ লাখ মানুষ ধূমপান সম্পর্কিত রোগে মারা যায়। " বিশ্ব স্বাস্থ্য সংস্থার রিপোর্ট--২০০২" -এ বলা হয়েছে, ধূমপানের ওপর নিয়ন্ত্রণ আরোপ না করলে ২০২০ সালে প্রতি বছর মোট ৯০ লাখ মানুষ ধূমপান সম্পর্কিত রোগে মারা যাবে বলে ধারণা করা হচ্ছে। চলতি বছর হচ্ছে বিশ্ব স্বাস্থ্য সংস্থার " তামাক নিয়ন্ত্রণ কাঠামোমূলক প্রস্তাব" চীনে কার্যকর হওয়ার তৃতীয় বছর। এ প্রস্তাব অনুযায়ী প্রতিশ্রুতি জোরদার করা এবং ধূমপান নিয়ন্ত্রণ সংক্রান্ত ওয়েব-সাইট গঠনের কাজ এগিয়ে নেয়া হচ্ছে চলতি বছর চীনের ধূমপান নিয়ন্ত্রণ কাজে লাগানোর গুরুত্বপূর্ণ বিষয়। চীনের রাষ্ট্রীয় চিকিত্সা নিয়ন্ত্রণ কেন্দ্রের ক্রনিক রোগ নিয়ন্ত্রণ সংক্রান্ত সিগারেট খাওয়া পরিহার কার্যালয়ের উপপ্রধান চিয়াং ইউয়ান অবহিত করেছেন যে, চীনে ধূমপান নিয়ন্ত্রণে একটি পূর্ণাঙ্গ ব্যবস্থা গড়ে তোলা হয়েছে। একই সঙ্গে " তামাক নিয়ন্ত্রণ কাঠামোমূলক প্রস্তাব"-এর প্রতিশ্রুতি সঠিকভাবে মেনে চলার জন্য ধারাবাহিক ব্যবস্থাও নিশ্চিত করেছে। তিনি বলেন:" সরকার পর্যায়ে কাঠামোমূলক প্রস্তাবের প্রতিশ্রুতি কার্যকরের ব্যবস্থা নেয়া হয়েছে। এতে ৮টি মন্ত্রণালয়ের সবগুলোই অংশ নিচ্ছে। এখন তামাকসহ সংশ্লিষ্ট বিধি -মালা সংশোধনের কাজ চলছে। এর মধ্যে রয়েছে গণ-পরিসেবার প্রশাসনের নীতি এবং তামাক সংক্রান্ত বিজ্ঞাপন। একই সঙ্গে আমাদের ধূমপান নিয়ন্ত্রণ সংক্রান্ত ইন্টারনেট ওয়েব-সাইটের গঠন জোরদারের জন্য দু'বছর আগে থেকেই কেন্দ্রীয় সরকার বিশেষ বরাদ্দ দিয়ে আসছে।"

    পেইচিং-এর পাবলিক স্থানে ধূমপান নিষিদ্ধের নতুন নিয়ম কার্যকরের সঙ্গে সঙ্গে গণ-ব্যবহার্য স্থানে ধূমপায়ীদের সংখ্যা অধিক হারে কমে যাবে । পেইচিংয়ের ধূমপানের হারও কমবে।

    ২৯তম গ্রীষ্মকালীণ অলিম্পিক গেমস পেইচিংয়ে অনুষ্ঠিত হবে। চীন সরকার আন্তর্জাতিক অলিম্পিক গেমসের সাংগঠনিক কমিটির কাছে " সিগারেট খাওয়া পরিহার করার" প্রতিশ্রুতি দিয়েছে। একই সঙ্গে সংশ্লিষ্ট অলিম্পিক শহরে ধূমপান নিষিদ্ধের তত্পরতাও চলছে।--ওয়াং হাইমান


1 2