v চীন আন্তর্জাতিক বেতারv বাংলা বিভাগv চীনের বিশ্ব কোষ
China Radio International
পর্যটনসংস্কৃতিবিজ্ঞানখেলাধুলাকৃষিসমাজঅর্থ-বাণিজ্যশিক্ষার আলো
চীনা সংবাদ
বিশ্ব সংবাদ
চীনের কণ্ঠ
সংবাদ ব্যক্তিত্ব
সংবাদের প্রেক্ষাপট
নানা দেশ
কুইজ
আবহাওয়া

মহা মিলন ২০০৮ পেইচিং অলিম্পিক গেমস

ভয়াবহ ভূমিকম্প দক্ষিণ-পশ্চিম চীনে আঘাত হেনেছে

লাসায় ১৪ মার্চ যা ঘটেছিল

ইয়ুন নান প্রদেশ

দক্ষিণ এশিয়া

তৃতীয় নয়ন
আরো>>
(GMT+08:00) 2008-04-14 23:02:45    
হুয়াং চেন ও তাঁর গান

cri

    হুয়াং চেনের লেখা ও গাওয়া গানগুলো অধিকাংশই প্রেমের গান। এই গানগুলোর মধ্য দিয়ে হুয়াং চেন প্রেমের ব্যাপারে নিজের আবেগ আর চাওয়া পাওয়ার দিকটিই প্রকাশ করেন নিখুঁতভাবে। তা ছাড়া তাঁর সুদর্শন চেহারা ও বলিষ্ঠ দেহের কারণে তিনি চীনের অগনিত নারী শ্রোতা-দর্শকদের হৃদয়ের কাঙ্খিত মানুষে পরিণত হয়েছেন।

    বন্ধুরা, এখন আপনারা শুনছেন হুয়াং চেনের গাওয়া 'পাতাল রেল' গান। এই গান তাঁর তৃতীয় অ্যালবাম 'এক জনের যুদ্ধ' থেকে নেয়া হয়েছে। গানের কথা এমন, 'পাতাল রেল হচ্ছে আমাদের সম্মিলনের স্থান। আমার আর তোমার মধ্যের অনিশেষ প্রেম শুধু সেই দেখেছে। হ্যাঁ, পাতাল রেল হচ্ছে আমাদের বাধন ছেড়ার স্থান। সে দেখেছে, এখানে তোমার জন্য আমি কতবার মাতাল হয়েছি। এই সেই পাতাল রেল, তোমাকে আমার অকৃত্তিম ভালোবাসার স্থান। সেই জানে, এখনো আমি সেই হারানো সময়কে ভুলতে পারি না।'

    হুয়াং চেন ঘুরে বেড়াতে পছন্দ করেন। তিনি বিভিন্ন শহরের নানা রকম জীবনযাপনের পদ্ধতির সঙ্গে খাপ খাইয়ে চলতেও পছন্দ করেন। তিনি আশা করেন, তাঁর গানগুলো শোনার সময় শ্রোতারা যেন তাদের নিজের মনের কথার মত মনে করেন। গানের সময় তিনি সুরের ধারায় জটিলতার আশ্রয় নেন না। তিনি সহজ ছন্দ ও প্রকৃতির মত কন্ঠের আবেগ দিয়ে শ্রোতাদের শ্রবণের অনুভুতিকে আনন্দময় করে তোলেন।

    আপনারা হুয়াং চেনের গাওয়া 'কোন ভাবেই হাত ছাড়বো না' এই গানটি শুনতে পাচ্ছেন। গানের কথা এমন, 'আমার হৃদয়ে তুমি ছাড়া আর কে থাকতে পারে বলো? তবু কিন্তু কেন মধ্য পথে হঠাৎ লাইনচ্যুত হয়ে যায়। ভুল করলে আর তা শোধ রানো যায় না। এই জীবনে আমি কি তোমার কাছে ক্ষমা চাইতে পারবো না? আমার প্রার্থনা আমাকে তুমি ছেড়ে যেও না। আমি কোন ভাবেই তোমার হাত ছাড়বো না। কান্নার নিরবতায় শুধু চোখের জলঝরে আর আমার মনে পড়ে তোমার কথা।'

    এখন হুয়াং চেন চীনের মূলভূভাগের শীর্ষ স্থানীয় সুরকার ও আইডল গায়কে পরিণত হয়েছেন। চেনের অনেক শখ আছে। সংগীতের ব্যস্ততার মধ্যেও তিনি বহু বছর ধরে শরীর চর্চা করে যাচ্ছেন। তিনি ফুটবল খেলতেও পছন্দ করেন। চীনের তারকা ফুটবল দলের প্রতিযোগিতার মাঠে প্রায়শই তাকে দেখা যায়। তিনি চলচ্চিত্র দেখতে পছন্দ করেন। বিশেষ করে, গভীর সংস্কৃতি সম্পন্ন ইউরোপীয় চলচ্চিত্র দেখতে পছন্দ করেন। তিনি ভ্রমণ করতে পছন্দ করেন। ব্যাঙের মধ্যে একটি মানচিত্র নিয়ে নানা জায়গায় ইচ্ছে মত ঘুরে বেড়ান। এতসব সখের মধ্য দিয়ে সৃষ্ট সংগীতগুলো শুনে আমরা আলোকিত হই আর আনন্দ ও বেদনার ভুবনে নিবিষ্ট হয়ে থাকি।

    বন্ধুরা, সবশেষে শুনুন হুয়াং চেনের গাওয়া 'চাঁদের ছায়া' গানটি।

    গানের কথা এমন, 'বসন্তে ফুল ফোটে, শরতকালে ফুল ঝরে যায়। হঠাৎ করেই যেন আবহাওয়া ঠান্ডা হতে থাকে। মানুষের জীবনে আনন্দ ও বেদনার ওঠানামা স্বাভাবিক। আমাদের এর জন্য দুঃখ বোধ করার দরকার নেই।' (ইয়ু কুয়াং ইউয়ে)


1 2