v চীন আন্তর্জাতিক বেতারv বাংলা বিভাগv চীনের বিশ্ব কোষ
China Radio International
পর্যটনসংস্কৃতিবিজ্ঞানখেলাধুলাকৃষিসমাজঅর্থ-বাণিজ্যশিক্ষার আলো
চীনা সংবাদ
বিশ্ব সংবাদ
চীনের কণ্ঠ
সংবাদ ব্যক্তিত্ব
সংবাদের প্রেক্ষাপট
নানা দেশ
কুইজ
আবহাওয়া

মহা মিলন ২০০৮ পেইচিং অলিম্পিক গেমস

ভয়াবহ ভূমিকম্প দক্ষিণ-পশ্চিম চীনে আঘাত হেনেছে

লাসায় ১৪ মার্চ যা ঘটেছিল

ইয়ুন নান প্রদেশ

দক্ষিণ এশিয়া

তৃতীয় নয়ন
আরো>>
(GMT+08:00) 2008-04-11 17:54:08    
বিয়ের উপহার নিয়ে দুঃশ্চিন্তার দিন শেষ

cri

    ওয়েব সাইটে বিচিত্র ধরনের পণ্যের ছবি ও দাম দিয়ে দেওয়া হয়েছে। এর মধ্যে রান্নঘরের জিনিসপত্র থেকে শুরু করে শয়নকক্ষের সাজসজ্জা পর্যণ্ত রয়েছে। ম্যাগি মেং জানিয়েছেন, নবদম্পতির পছন্দ করার মতো সব জিনিসই সেখানে আছে এবং দামও নাগালের মধ্যে। তিনি বলেন,

  'সাধারণত নবদম্পতির ঘনিষ্ঠ একজন বন্ধু ৭০০ থেকে ৮০০ ইউয়ান অথবা ১০০ ডলারের মতো উপহার দিয়ে থাকেন। যারা সাধারণ বন্ধু তার ২০০ ইউয়ান কিংবা ৩০ ডলারের উপহার দেন। তাই আমাদের বেশির ভাগ জিনিসের মূল্যসীমা এর মধ্যেই রাখা হয়েছে।

    মেং ওয়েবসাইটি জনপ্রিয় করার জন্য বিবাহ আলোকচিত্র কোম্পানি, সোশ্যাল নেটওয়ার্কিং ওয়েবসাইট এবং ঘটক বা বিবাহ পরিকল্পনাকারীদের সঙ্গেও কাজ করেছেন।

    থান ছংই ঘটনাক্রমে ওয়েবসাইটটিতে ঢুকেছিলেন। থান বিয়ে করেছেন কয়েক মাস আগে। তিনি বলেন, আমার অনেক বন্ধু পেইচিংয়ে আমার বিয়েতে আসতে পারেনি, কিন্তু তারা আমাকে উপহার পাঠাতে চেয়েছে। তাদের অনেকে আমাকে ফোন করে জিজ্ঞেস করেছে, তোমার কোনো দরকারী জিনিস লাগবে কি না। কিন্তু তখনো আমি জানতাম না, তাই ইন্টারনেট ঘাঁটা শুরু করলাম।

    একটা সার্চ ইঞ্জিনে ঢুকে গিফট শব্দটি লিখে এন্টারে চাপ দিতেই খুলে গেল idogifts.com । দুর্দান্ত একটা ওয়েবসাইট। দেরি না করে ইচ্ছাপত্র পূরণ করে বন্ধুদের ইমেইল ঠিকানাসহ পাঠিয়ে দিলাম। এরপর সাইটটি আমার পছন্দের তালিকাসহ তাদেরকে ইমেইল করলো। ব্যাস, আমার বাড়িতে গিফট আসা শুরু হয়ে গেল।

    থান ২০টিরও বেশি জিনিসের নাম তার তালিকায় রেখেছিলেন। তার সাথে কথা বলে হাজার হাজার মাইল দূরের বন্ধুরা অনলাইনে উপহারের টাকা শোধ করে দিলেন। এর তিন দিনের মধ্যে তার বাড়িতে গিফট এসে হাজির। থানের নববধূ লি শুছিন উপহার দেখে মহা খুশী। থান বলেন,

   " উপহারের ভেতরে শোবার ঘরের সাজ সজ্জা, একটা হিউমিডিফায়ার,পুতুল এমনকি রান্নাঘরের জিনিসপত্রও ছিল। সবগুলোই কাজের জিনিস। আমরা কি চাই তা তালিকায় দিয়ে দেয়ার পর বন্ধুদের আর পছন্দ করার ঝামেলা পোহাতে হয়নি। ওয়েবসাইটটি সত্যিই খুব উপকারী।"

    লি বলেন, প্রথমে তিনি জিনিসগুলোর মান সম্পর্কে সন্দিহান ছিলেন,পরে অবশ্য তা দূর হয়ে গেছে।

    " আমার অনলাইনে জিনিস কেনার অভিজ্ঞতা আছে। ছবি দেখে জিনিস যতো ভালো মনে হয় হাতে পাওয়ার পর তা আর লাগে না। কিন্তু idogifts.com থেকে প্রথম উপহারটা হাতে পেয়ে আমি মুগ্ধ হয়ে গিয়েছি। সেটা ছিল চার পিসের একটা বিছানার চাদরের সেট।এক নজর দেখেই বোঝা যায় মান খুব ভালো। সুতরাং পরে যখন বন্ধুরা উপহার নিশ্চিত করার জন্য ফোন করতে থাকলো আমি বিনা দ্বিধায় তাদেরকে হ্যাঁ বলে দিলাম।

    ওয়েব সাইটের মহাব্যবস্থাপক মেং জানিয়েছেন, মান নিশ্চিত করার জন্য কোম্পানি কেবলমাত্র ব্র্যান্ডেরজিনিসপত্র অফার করে থাকে।

    বেশির ভাগ বৈদ্যুতিক সরঞ্জাম সরবরাহ করে থাকে পেইচিং থিয়েনখা ট্রেডিং কোম্পানি, যারা পেইচিংয়ে ফিলিপসের বড় ডিস্ট্রিবিউটর। কোম্পানির ব্যবস্থাপক লু ছে খুব সন্তুষ্ট idogifts.com-এর সঙ্গেতাদের সহযোগিতা নিয়ে।

    তিনি বলেন, " ২০০৭ সালে কফি মেশিন এবং ক্লিনারের মতো ছোট বৈদ্যুতিক সরঞ্জাম বিক্রির পরিমাণ ৬ লাখ ইউয়ান বা ৮০ হাজার মার্কিন ডলার। প্রথম বছরেই এই বিক্রি বেশ সন্তোষজনক।"

    মেং জানান, ওয়েব সাইটের পণ্যগুলোর দাম শপিং মলের চেয়ে ২০ থেকে ৩০ শতাংশ কম।

    বিয়ের উপহারের পাশাপাশি ওয়েব সাইটটি জন্মদিনের উপহার,পার্টি এবং ব্যবসায়িক সম্পর্কের জন্যও উপহার অফার করে থাকে।

    মেং জানান,মাত্র দেড় বছরে ওয়েব সাইটটি অনেক এগিয়ে গেছে। ২০০৬ সালের তুলনায় ২০০৭ সালে বিক্রি বেড়েছে ৮/৯ গুণ। এ বছর আশা করা হচ্ছে ৪ গুণ বাড়বে।

    "সেবার মডেলটাই বড় সুবিধা এনে দিয়েছে। যদি একটা ইচ্ছাপত্র ২০ জনের কাছে পাঠানো হয় এবং এর মধ্যে ২০ শতাংশ মানুষ আমাদের ওয়েব সাইট ব্যবহার করে তাহলে তারও একটা বড় পরবর্তীপ্রভাব আছে।"

    থান ছংইর ঘটনাটি এর সবচেয়ে ভালো উদাহরণ।তিনি বলেন, " আমি যাদেরকে ইচ্ছাপত্র পাঠিয়েছিলাম তাদের কারো কারো কাছ থেকে আমি বেশ কিছু ইচ্ছাপত্রসহইমেইল পেয়েছি। তারা এখন তাদের জন্মদিনের জন্য উপহারের ইচ্ছাপত্র পাঠাচ্ছে।"

    ম্যাগি মেং জানালেন, বিদেশের ক্রেতা আকর্ষণে তাদের কোম্পানি শিগগির ওয়েব সাইটটির ইংরেজি সংস্করণ চালু করতে যাচ্ছে।


1 2