v চীন আন্তর্জাতিক বেতারv বাংলা বিভাগv চীনের বিশ্ব কোষ
China Radio International
পর্যটনসংস্কৃতিবিজ্ঞানখেলাধুলাকৃষিসমাজঅর্থ-বাণিজ্যশিক্ষার আলো
চীনা সংবাদ
বিশ্ব সংবাদ
চীনের কণ্ঠ
সংবাদ ব্যক্তিত্ব
সংবাদের প্রেক্ষাপট
নানা দেশ
কুইজ
আবহাওয়া

মহা মিলন ২০০৮ পেইচিং অলিম্পিক গেমস

ভয়াবহ ভূমিকম্প দক্ষিণ-পশ্চিম চীনে আঘাত হেনেছে

লাসায় ১৪ মার্চ যা ঘটেছিল

ইয়ুন নান প্রদেশ

দক্ষিণ এশিয়া

তৃতীয় নয়ন
আরো>>
(GMT+08:00) 2008-04-08 18:09:06    
পামির মালভুমি থেকে আসা নারী প্রতিনিধি

cri

    ২০০৩ থেকে ২০০৭ সাল পর্যন্ত জাতীয় গণ কংগ্রেসের অধিবেশনে মারিয়া মাতি প্রায় ৫০টি প্রস্তাব পেশ করেছিলেন । সরকারের সংশ্লিষ্ট বিভাগ মনোযোগ সহকারে তাঁর এই সব প্রস্তাব বিবেচনা করেছে এবং উত্তর দিয়েছে । প্রধানমন্ত্রী ওয়েন চিয়াপাও প্রমুখ নেতৃবৃন্দের কাছে তাঁর পেশকৃত ৭টি প্রস্তাবের মধ্যে চারটি বাস্তবায়িত হয়েছে । দশম জাতীয় গণ কংগ্রেসের গত পাঁচ বছরে তিনি উল্লেখযোগ্য সাফল্য অর্জন করেছেন বলে তিনি একাদশ জাতীয় গণ কংগ্রেসের প্রতিনিধি নির্বাচিত হয়েছেন ।

    সময়সূচী অনুসারে মারিয়া সকালে সিনচিয়াং প্রতিনিধি দলের গ্রুপ সভায় অংশ নেবেন । বিকেলে সিনচিয়াং প্রতিনিধি দলের পূর্ণাঙ্গ অধিবেশনে সরকারী কার্যবিবরণী পর্যালোচনায় অংশ নেবেন । রাতে তিনি অন্য প্রতিনিধির সঙ্গে মতবিনিময় করবেন যাতে তার প্রস্তাবে সাক্ষর করতে কমপক্ষে ৩০জন প্রতিনিধির সমর্থন পাবেন । সংখ্যালঘুজাতির একজন নারী ক্যাডার হিসেবে তিনি নতুন জাতীয় গণ কংগ্রেসের অধিবেশনে সংখ্যালঘুজাতির ক্যাডার বিশেষ করে নারী ক্যাডারকে পালন করার প্রস্তাব করবেন ।

    তিনি বলেন, আমার এলাকায় আমার মতো সংখ্যালঘুজাতির ক্যাডার বিশেষ করে নারী ক্যাডার খুব কম ছিল । সরকার সংখ্যালঘুজাতির আরও বেশী বৈজ্ঞানিক ও সাংস্কৃতিক জ্ঞানপূর্ণ ক্যাডার তৈরী করবে বলে আমরা আশা করি ।

    মারিয়া মাতি জানিয়েছেন, পরবর্তী পাঁচ বছরে তিনি সর্বাধিক চেষ্টা চালিয়ে জাতীয় গণ কংগ্রেসের প্রতিনিধি হিসেবে নিজের দায়িত্ব পালন করবেন এবং দেশের উন্নয়ন ও জাতির উন্নয়নে অবদান রাখবেন । তিনি বলেন, জনসাধারণের অসুবিধা ও সমস্যা দেশের সর্বোচ্চ নেতৃমন্ডলীর কাছে পৌঁছে তাদের দৃষ্টি আকর্ষণ করতে , সমস্যার সমাধান তরান্বিত করতে এবং গ্রামবাসীদের দারিদ্র বিমোচনে কিছু কাজ করতে পেরে আমি খুবই গর্বিত ।


1 2