একাদশ জাতীয় গণ কংগ্রেসের ২৯৮৭জন প্রতিনিধির মধ্যে তাঁর জন্মস্থান রাজধানী পেইচিং থেকে সবচেয়ে দূরে । জন্মস্থান সিনচিয়াং উইগুর স্বায়ত্তশাসিত অঞ্চলের গিজলাসু কিরগিজ স্বায়ত্তশাসিত জেলা থেকে পেইচিংয়ে জাতীয় গণ কংগ্রেসের অধিবেশনে অংশ নিতে তাঁকে প্রথমে বাসে তারপর বিমানে করে ৫০০০ কিলোমিটার পথ অতিক্রম করতে হয় ।
মারিয়া মাতি হলেন চীনের জাতীয় গণ কংগ্রেসে কিরগিজ জাতির একমাত্র প্রতিনিধি । কিরগিজ জাতি চীনের ৫৬টি জাতির মধ্যে ইসলাম ধর্ম বিশ্বাসী১০টি সংখ্যালঘুজাতির মধ্যে একটি । কিরগিজ জাতির লোকেরা প্রধানত পামির মালভূমিতে বসবাস করেন । এর লোকসংখ্যা এক লাখ ৬০ হাজার । চীনের সংশ্লিষ্ট নির্বাচনীআইন অনুযায়ী জাতীয় গণ কংগ্রেসে কিরগিজ জাতির একজন প্রতিনিধি থাকতে পারেন । সৌভাগ্য ৩৭ বছর বয়সী মারিয়া মাতি কিরগিজ জাতির একমাত্র প্রতিনিধি নির্বাচিত হয়েছেন । আচ্ছা , আমরা তাঁর কাছে গিয়ে কিরগিজ জাতির এই নারী প্রতিনিধির এক দিনের জীবন যাত্রা সম্পর্কেজেনে নিই ।
নাস্তা খাওয়া শেষে মারিয়া মাতি কম্পিউটার খুলে তার বক্তৃতা লিখতে থাকেন যা সকালে দলগ্রুপ আলোচনা সভায় দাখিল করবেন ।
বয়স তত বেশি না হলেও মারিয়া মাতি এখন একজন অভিজ্ঞ প্রতিনিধি । ২০০৩ সালে ৩২ বছর বয়সে তিনি দশম জাতীয় গণ কংগ্রেসের প্রতিনিধি নির্বাচিত হলেন । সে সময় তিনি সিনচিয়াংয়ের গিজলাসু কিরগিজ স্বায়ত্তশাসিত জেলার মূল স্তরের একজন অতি সাধারণ ক্যাডার ছিলেন ।
মারিয়া মাতি বক্তৃতার প্রস্তুতি নেয়ার পাশাপাশি জাতীয় গণ কংগ্রেসের প্রতিনিধি নির্বাচিত হওয়ার কথা স্মরণ করেন । ২০০৬ সালের ৮ মার্চ আন্তর্জাতিক নারী দিবস ছিল । সে দিন পেইচিংয়ে জাতীয় গণ কংগ্রেসের অধিবেশনে উপস্থিত থাকা মারিয়ার পক্ষে উত্সবের চেয়েও আনন্দিত ও স্মরণীয় । প্রধানমন্ত্রী ওয়েন চিয়াপাও সিনচিয়াং দলের মতামসত শুনতে এলেন। দশ-বারোজন প্রতিনিধির বক্তৃতা শোনার পর ওয়েন চিয়াপাও বক্তৃতা দেয়ার একমাত্র বাকি সুযোগ মূল স্তরের প্রতিনিধিকে দেয়ার প্রস্তাব করলেন । তিনি সিনচিয়াং দলের নামের তালিকা থেকে গ্রামাঞ্চল থেকে আগত মারিয়া মাতির নাম লক্ষ্য করেছেন । তিনি বললেন, এখন মারিয়া মাতিকে কিছু বলতে স্বাগত জানাই । তখনকার দৃশ্য স্মরণ করে মারিয়া মাতি বলেন , আমি প্রধানমন্ত্রী ওয়েন চিয়াপাওয়ের কাছে এমন একটি প্রস্তাব করেছি যে , শহরাঞ্চলের অল্প আয়কারীদের মতো প্রত্যন্ত ও দরিদ্র এলাকার কৃষক ও পশু পালকদেরকেও সরকার নিম্নতম সুযোগ সুবিধা দিতে পারবে কি ? প্রধানমন্ত্রী আমার প্রস্তাব গ্রহণ করলেন এবং তাঁর দ্বিতীয় বছরের সরকারী কার্যবিবরণীতে বললেন , গোটা দেশের গ্রামাঞ্চলে নিম্নতম জীবন যাত্রানিশ্চিত ব্যবস্থা গড়ে তোলা হবে।
এ কারণে মারিয়া মাতির জন্মস্থান চীনে সবচেয়ে আগে নিম্নতম জীবন যাত্রা নিশ্চিত ব্যবস্থা উপভোগ করার এক জায়গায় পরিণত হয়েছে ।
1 2
|