৫২ বছর বয়স্ক চাং জেং তে গান গানছেন। কমিউনিটির একজন প্রতিনিধি হিসেবে তিনি চমত্কার সব অনুষ্ঠানে বহুবার অংশ নিয়েছেন। তবে কয়েক বছর আগে কাপড় প্রস্তত কারখানা থেকে কর্মচ্যুতির সময় তার মন এতো ভাল ছিল না। তিনি বলেন:" ১৯৯৮ সালে আমি কর্মচ্যুত হয়েছি। এর পর আমি যেখানে সেখানে মজুরী করতাম।"
চাং জেং তে'র বয়স বেশি । প্রযুক্তি সম্পর্কে কম জানার কারণে তিনি স্থিতিশীল ক্ষেত্রের কোন কাজই সহজভাবে নিতে পারেন না। সেকারণে তার জীবন কঠোরভাবে তার মধ্য দিয়ে কেটেছে। তবে গত বছর থেকে তার জীবনে পরিবর্তনের সুযোগ সৃষ্টি হয়েছে। তার কমিউনিটির কর্মীদের সাহায্যে তাকে কমিউনিটির নিরাপত্তা রক্ষা সংক্রান্ত একটি কাজ দিয়েছেন। তিনি বলেন:" এখন আমি অনেক আনন্দিত। প্রতি মাসেই আমি আমার বেতন পাছি। জীবনের সুনিশ্চিয়তা ফিরে এসেছে। বেতনও প্রতিমাস ৩ শ থেকে বৃদ্ধি পেয়ে প্রতিমাসে ৬ শ ৫০ ইউয়ান হয়েছে।এতে বীমাও করা রয়েছে।"
বিকাল চারটায় ছুং ছিং মুক ও বধির স্কুলের ছাত্রছাত্রীদের ক্লাস শেষ হয়। শিক্ষক লি আমাদের সংবাদদাতাকে অবহিত করেন যে, সাম্প্রতিক বছরগুলোতে স্কুলের স্থাপনার সংখ্যাও অনেক বৃদ্ধি পেয়েছে। তিনি বলেন:" শিক্ষার জন্য এ সব স্থাপনা না থাকলে, আমাদের অনেক কষ্ট করতে হতো। একই সঙ্গে শিক্ষকতার মান উন্নীত হওয়ায় আমাদের অনেক আনন্দ লাগে। এখন সবুজঘাসের প্রাঙ্গণসহ নতুন সব স্থাপনা তৈরী হয়েছে।"
ছাত্রছাত্রীদের সুষ্ঠুভাবে লেখাপড়ার জন্য ক্লাসরুমে টেলিভিশনসহ বেশ কিছু শিক্ষকমূলক আধুনিক প্রযুক্তি রয়েছে। একজন ছাত্রীর মা চাং বলেন, " এ ব্যাপারটিতে আমরা অনেক মুগ্ধ । প্রত্যেক শনিবারে শিক্ষকদের ছুটি। তবে আমার মেয়েটির মতো অনেক ছাত্রছাত্রীরাই নাচা-নাচি পছন্দ করে। সেদিন শিক্ষকরা তাদের সঙ্গে স্কুলে বাধ্যতামূলকভাবে নৃত্যে অংশ নেন।"
মুক ও বধির স্কুল ইয়ু চুং সরকারের ব্যাপক সহায়তা পেয়েছে। স্কুলের প্রধান শিক্ষক ওয়াং ই আনন্দের সঙ্গে বলেন, প্রতি বছর সরকার স্কুলের জন্য বিশেষ বরাদ্দ দেয়। তিনি বলেন" আমাদের শিক্ষাদানের খরচ ঠিক সাধারণ বিদ্যালয়ের ২.৫ গুণ বেশি । একই সঙ্গে চলতি বছর আমাদের স্কুলের শ্রবনশক্তি সংক্রান্ত পরীক্ষামূলক কেন্দ্র স্থাপনের জন্য স্থানীয় প্রতিবন্ধী ফেডারেশন মোট ৩ লাখ ইউয়ান বরাদ্দ করেছে।"
ইয়ু চুং উপনগর এখন এখানে থাকা অধিবাসীদের জন্য একটি সুষ্ঠু জীবনযাত্রার পরিবেশ সৃষ্টি করেছে। এখানে ছেলেমেয়েরা মনযোগ দিয়ে লেখাপড়া করে, তরুণ-তরুণীরা আনন্দের সঙ্গে কাজ করে এবং বুড়ো-বুড়িরা কাটায় তাদের সুখী জীবন ।--ওয়াং হাইমান 1 2
|