শ্রোতাবন্ধুরা, ইয়ু চুং হচ্ছে চীনের পশ্চিমাঞ্চলের ছুং ছিং কেন্দ্রস্থলের একটি উপনগর। যা ইয়াংশি নদী ও চিয়া লিং নদীর মধ্যে সংলগ্ন। আসলে এটি একটি উপদ্বীপ । এখানে অনেক উচ্চ ভবন রয়েছে বলে শহরের সমৃদ্ধ অবস্থা দেখা যায়। সেখানকার অর্থনীতির দ্রুত উন্নয়নের ফলে স্থানীয় অধিবাসীরা সুখী জীবন কাটাছেন । সাধারণ অধিবাসী, কর্মচ্যুত শ্রমিক এবং মূক ও বধির শিশু ইয়ু চুংয়ে সবাই নিজের কাজে লাগানোর চেষ্টা করছেন। আপনি এ জায়গায় মাত্র একদিন থাকলেই মুগ্ধ হয়ে যাবেন। আজকের " চীনের জীবন" অনুষ্ঠানে শুনুন এ সম্পর্কে চীন আন্তর্জাতিক বেতারের নিজস্ব সংবাদদাতার একটি রেকর্ডিং ভিত্তিক রিপোর্ট ।
সকাল সাড়ে আটটা থেকে ইয়ু চুংয়ের তা সি কওউ কমিউনিটির স্বাস্থ্য সেবা কেন্দ্রের ডাক্তার ও নার্সদের দিনের কাজ শুরু হয়। ডাক্তার লিউ লু সিয়া একজন বৃদ্ধের চিকিত্সা করছেন। তিনি বিশদভাবে এ রোগীর অবস্থা জানতে চান এবং এর সংশ্লিষ্ট তথ্য শোনার পর লিপিবদ্ধ করেন। এ কমিউনিটির একজন ডাক্তার হিসেবে লিউ লু সিয়া জ্বরসহ অধিবাসীদের ছোট খাট সাধারণ রোগের প্রতিকার করেছেন। তবে তিনি ও অধিবাসীদের যোগাযোগ থেকে বুঝা যায় যে, কমিউনিটির চিকিত্সা অধিবাসীদের জন্য বেশি উপকার বয়ে এনেছে। লিউ লু সিয়া বলেন:" অধিবাসীরা রোগে আক্রান্ত হলে আমাদের কমিউনিটি চিকিত্সা গ্রহণ করেন। এভাবে তাদের চিকিত্সা ও পরিবহনের খরচ অনেক সাশ্রয় হয়েছে। এমন কি, চিকিত্সা গ্রহণ করায় তাদের অনেক সুবিধাও রয়েছে। কারণ তারা হচ্ছেন এ কমিউনিটির অধিবাসী বা কাছাকাছি এলাকার অধিবাসী। তারা কমিউনিটিকে নিজেদের বাসার মত করে দেখেন।
অতীতে যদি তারা রোগে আক্রান্ত হলে তাহলে শুধু মাত্র বড় আকারের হাসপাতালে যেতে হতো। এখন পদব্রজে শুধু কয়েক মিনিটের মধ্যেই কমিউনিটিতে চিকিত্সা গ্রহণ করতে পারেন। একজন রোগী লি সাহেব বলেন, কমিউনিটি স্বাস্থ্য কেন্দ্রের পরিবেশ অনেক ভাল। তা যে শুধু পরিষ্কার তাই নয় তা বেশ সুন্দরও বটে। একই সঙ্গে এখানকার সেবার মানও বেশ ভাল। লি সাহেব বলেন" ঔষধের দাম অন্য জায়গায়ের তুলনায় প্রায় অর্ধেকও কম। এখানে এলে চিকিত্সা গ্রহণের পর ফি পরিবোধ করতে হয়। অনেক সুবিধা।"
ছিন সিয়া লানের আর্থিক অবস্থা বেশ দুর্বল। এমন কি, তিনি একজন প্রতিবন্ধী। প্রত্যেক বার এ কমিউনিটি স্বাস্থ্য সেবা কেন্দ্রে চিকিত্সা গ্রহণ করার জন্য তিনি " ইয়ু চুং চিকিত্সা সহায়তা সার্টিফিকিট" নিয়ে এসেছেন। ২০০৫ সাল থেকে ইয়ু চুং অঞ্চল স্থানীয় দরিদ্র অধিবাসীদেরকে প্রতিবছর মোট ৫ শ ইউয়ান চিকিত্সা ভর্তুকি দেয়া হয়। রোগীরা এ সার্টিফিকিট নিয়ে আসলে আরও বেশি লাভবান হবেন। ছিন সিয়া লান বলেন:" এ সার্টিফিকিট নিয়ে আসলে কমপক্ষে এক তৃতীয়াংশ ফি মওকুফ করা হয়। কমিউনিটির ডাক্তার সেবা অনেক ভাল। যদি আমার চিকিত্সা কেন্দ্রে আসতে অসুবিধা হয় , ডাক্তার সরাসরিভাবে আমার বাসায় গিয়ে আমার চিকিত্সা করেন।"
এছাড়া, কমিউনিটির ডাক্তারা রোগীদের জন্য স্বাস্থ্য ভান্ডার প্রতিষ্ঠা করেছেন। রোগীদের কিছু কিছু স্বাস্থ্য রক্ষার বিষয়ও শিখিয়ে দিয়েছেন। ৭০ বছরের বেশি বয়স্ক অধিবাসীদের তাদের শরীরের পরীক্ষা বাধ্যতামূলকভাবে নিতে হবে। জানা গেছে, ভবিষ্যতে ইয়ু চুং অঞ্চল আরও বেশি কমিউনিটি স্বাস্থ্য সেবা কেন্দ্র স্থাপন করবে।
1 2
|