v চীন আন্তর্জাতিক বেতারv বাংলা বিভাগv চীনের বিশ্ব কোষ
China Radio International
পর্যটনসংস্কৃতিবিজ্ঞানখেলাধুলাকৃষিসমাজঅর্থ-বাণিজ্যশিক্ষার আলো
চীনা সংবাদ
বিশ্ব সংবাদ
চীনের কণ্ঠ
সংবাদ ব্যক্তিত্ব
সংবাদের প্রেক্ষাপট
নানা দেশ
কুইজ
আবহাওয়া

মহা মিলন ২০০৮ পেইচিং অলিম্পিক গেমস

ভয়াবহ ভূমিকম্প দক্ষিণ-পশ্চিম চীনে আঘাত হেনেছে

লাসায় ১৪ মার্চ যা ঘটেছিল

ইয়ুন নান প্রদেশ

দক্ষিণ এশিয়া

তৃতীয় নয়ন
আরো>>
(GMT+08:00) 2008-04-03 15:08:52    
বা দান চি লিনকে দেখা

cri

বিশাল বা দান চি লিন মরুভূমির গভীরে একটি মন্দির আছে। এটা হচ্ছে বা দান চি লিন মন্দির। কয়েকটি বালু পাহাড় মন্দিরটিকে ঘিরে রেখেছে। বা দান চি লিন মরুভূমিরতে একমাত্র মন্দির এটাই। যদিও বা দান চি লিন মন্দিরটি আকারে ছোট, তারপরও এর স্থাপত্য ও পুরাকীর্তির বৈশিষ্ট্য এবং মূল্য বড় যে কোনো মন্দিরের মতোই। ১৮৬৮ সালে বা দান চি লিন মন্দিরটি নির্মিত হয়। গভীর মরুভূমিতে অবস্থানের কারণে খুব কম মানুষ এখানে আসে। এ কারণে মন্দিরটির আদিরূপ বজায় রয়েছে এবং এর কোনো ক্ষতি হয় নি।

বা দান চি লিন মন্দির প্রাচীরটি কোমর সমান উঁচু। দেয়ালের পশ্চিম দিকে একটি সাদা রঙের টাওয়ার দাঁড়িয়ে আছে। মন্দিরটির মোট আয়তন প্রায় ৩শ' বর্গমিটার। মন্দিরের চার দিকে প্রাচীরের গায়ে বৌদ্ধ ধর্মীয় দেয়ালচিত্র আঁকা আছে। পবিত্র আধারে রাখা বুদ্ধমূর্তিরকে পূজা দেওয়া হয়। এ ছাড়াও বৌদ্ধ শাস্ত্রালয়ে প্রচুর ধর্মীয় শাস্ত্র আছে। তাছাড়া অতিসূক্ষ ও সুন্দর ইট ও কাঠের ভাস্কর্য দৃষ্টি কেড়ে নেওয়ার মতো। বা দান চি লিন অনেক দূরবর্তী এবং কাছাকাছি অঞ্চলে মানুষ খুব কম হলেও অনেক তীর্থযাত্রী এখানে আসেন। প্রতি বছর অনেক বৌদ্ধ ধর্মাবলম্বী দীর্ঘ পথ পাড়ি দিয়ে এখানে তীর্থে আসেন।

বা দান চি লিনের হ্রদ ও ঝরণা হচ্ছে মরুভূমির একটি বিস্ময়। বা দান চি লিন মরুভূটিতে মোট ১শ' ১৩টি হ্রদ আছে। বিস্ময়কর বিষয় হচ্ছে এ সব নোনতা পানির হ্রদের তীরে বা মাঝখানে বড় ও ছোট ছোট ঝরণার মুখ আছে। একদিকে মিষ্টি ঝরণা অন্য দিকে নোনতা হ্রদ কিছুটা হলেও অবাক করে বৈকি। বা দান চি লিনের অধিকাংশ ঝরণার মুখ 'ইন দে রি থু' নামের একটি নোনতা পানির হ্রদ থেকে সৃষ্টি হয়েছে। স্থানীয় একজন পশুপালক বলেছেন, এই হ্রদে ১০৮টি ঝরণার মুখ আছে। কিছু বড়, কিছু ছোট, একই সময়ে কিছু নোনতা কিছু মিষ্টি ঝরনা থেকে অবিরাম পানি ঝরছে। ঝরণা মুখগুলোর মধ্যে সবচেয়ে বিখ্যাত হচ্ছে 'মো পান ঝরণা'। মো পান ঝরণা কেন্দ্রীয় নোনতা পানির হ্রদের একটি বড় পাথর থেকে সৃষ্টি হয়েছে। ১ মিটার উঁচু পাথর পৃষ্ঠের আয়তন প্রায় ৩ বর্গমিটার। পাথরের ওপরে অনেক ঝরণার মুখ আছে যা অন্য কোথাও খুবই বিরল।

পানি থাকার কারণে এই মরুভূমি জীবন্ত। বা দান চি লিনে যেখানেই হ্রদ সেখানেই মানুষ আছে। বা দান চি লিনের মরুভূমিতে ৩০টিরও বেশি পরিবার আছে। বংশ পরম্পরায় তারা মরুভূমিতে থাকেন। ছা কান খৌ হচ্ছেন বা দান চি লিনের একজন পশুপালক। তার পরিবারের সবাই একটি ছোট হ্রদের পাশে বাস করে। নিকটবর্তী কয়েক মাইলের মধ্যে শুধু তার পরিবারটিই আছে। তিনি বলেন—

আমাদের এটি হচ্ছে একটি গ্রাম। একই সঙ্গে পশুচারণ ভূমি। এখানে উট ও ছাগল আছে। এ ছাড়া একটি হ্রদের পাশে একটি পরিবারও আছে। এখানে ৩০টিরও বেশি পরিবারে শতাধিক মানুষ আছে। তার মানে ৩০টিরও বেশি হ্রদ আছে।


1 2 3