পুনর্নির্মানের গোটা প্রক্রিয়া তত্ত্বাবধান করেছেন পেইচিংয়ের পরিকল্পনা কমিটি , পূর্ত কমিটি ও পুরাকীর্তি ব্যুরোর বিশেষজ্ঞরা। পেইচিংয়ের দশজন বিশেষজ্ঞ নিয়ে গঠিত একটি গ্রুপ নির্মানস্থলগুলো ঘুরে ঘুরে দেখে এবং প্রযুক্তিগত সাহায্য দেয় । চীনের বিখ্যাত পুরাকীর্তি সংরক্ষণ বিশেষজ্ঞ সিয়ে ছেন পেইচিং শহরের পুরনো বাড়িঘর পুনর্নির্মান নীতির প্রশংসা করেন । তিনি মনে করেন , পেইচিংয়ের পুরনো নগর সংরক্ষণের অভিজ্ঞতা সারা দেশে প্রচার করা উচিত । তিনি বলেন , পেইচিংয়ের এ দলিলে পুরনো বাড়িঘর পুনর্নির্মানের উদ্দেশ্য ও পদ্ধতি সুস্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে । এ দলিল পেইচিংয়ের ঐতিহ্যিক রূপ অক্ষত রাখার সঙ্গে সঙ্গে নাগরিকদের পুরনো বাড়িঘর আরো বাসের উপযোগী করে তুলেছে । এটা নাগরিকদের ব্যাপক সমর্থনও পেয়েছে । চীনে অনেক ঐতিহাসিক প্রাচীন নগর রয়েছে । এ অভিজ্ঞতা চীনের অন্যান্য স্থানেও কাজে লাগানো যায় ।
পেইচিংয়ের পুরাকীর্তি ব্যুরোর প্রধান খোন ফান সি বলেন , পেইচিংয়ের পুরনো শহরের মেরামত ও পুনর্গঠন প্রাচীন পেইচিং সংরক্ষণের প্রধান কাজ । পেইচিং পৌর সরকার পুরাকীর্তি , ঐতিহ্যিক সংস্কৃতি ও পুরনো শহর সংরক্ষণের সম্পূর্ণ ব্যবস্থা প্রতিষ্ঠা করেছে । ২০০০ সাল থেকে পেইচিং পৌর সরকার মোট ৯৩ কোটি ইউয়ান বরাদ্দ করেছে । সরকারী বরাদ্দ ছাড়া পেইচিং সরকার সমাজের বিভিন্ন মহল থেকে ৫ বিলিয়ন ইউয়ান সংগ্রহ করেছে । এ সব অর্থ ব্যয়ে পেইচিং শহর পুরাকীর্তি সংরক্ষণ ও পুরনো বাড়ি পুনর্নির্মানে যথেষ্ট সফল হয়েছে । খোন ফান সি বলেন , পেইচিং মহানগর সংরক্ষণের কাজ নিরন্তর চালিয়ে যাওয়া উচিত । আরো বেশি গলি ও চক কাটা বাড়ি মেরামত করা উচিত । পুরনো বাড়িঘর অক্ষত রাখার পাশাপাশি বাড়িগুলোর অভ্যন্তরীন ব্যবস্থা আরো আধুনিক ও সুবিধাজনক করতে হবে । পুরাকীর্তি সংরক্ষণ শহর ও দেশের উন্নয়নের সঙ্গে সমন্বয় করতে হবে । নাগরিকদের চেতনা বিকশিত করে দেশের আর্থিক সামর্থ্য বাড়ার সঙ্গে সঙ্গে পেইচিং নগরের সংরক্ষণের মান আরো উন্নত করতে হবে । (ফেং সিউ ছিয়েন) 1 2
|