পেইচিং যেমন একটি বিশ্ববিখ্যাত ঐতিহাসিক ও সাংস্কৃতিক নগরী, তেমনি একটি আধুনিক মহানগরী। শহরটির আধুনিকায়ন তরান্বিত করা এবং পুরনো পেইচিংয়ের শহরের ঐতিহাসিক রূপ রক্ষা করার জন্য পেইচিং পৌর সরকারের উদ্যোগে গত ৫০ বছরের মধ্যে পেইচিংয়ে সবচেয়ে বড় পুনর্গঠন প্রকল্পের অংশ হিসেবে পুরনো বাড়িঘর ও অলিগলি মেরামত চলছে ।
সম্প্রতি পেইচিং পৌর পরিকল্পনা কমিটি , পেইচিং পূর্ত কমিটি ও পেইচিং পুরাকীর্তি ব্যুরো যৌথভাবে ২০০৮ সালে পেইচিংয়ের পুরনো বাড়িঘর মেরামত ও পুনর্গঠন পরিকল্পনা প্রকাশ করেছে । এ খাতে পেইচিং পৌর সরকার ১০০ কোটি ইউয়ান বরাদ্দ করেছে । এটি ১৯৪৯ সালে নয়াচীন প্রতিষ্ঠার পর বৃহত্তম পুনর্নির্মান প্রকল্প । পেইচিংয়ের পূর্ত কমিটির উপপ্রধান চান চিয়া মিং বলেন , পরিকল্পনা অনুসারে ২০০৮ সালে পুরাকীর্তিগুলোর আশেপাশের ৪০টি গলি ও ১৪ শ'টি চক কাটা বাড়ী পুনর্নিমান করা হবে । এ প্রকল্প গত বছর থেকেই শুরু হয়েছে , এ বছর প্রকল্পটি সম্পন্ন হবে ।
রাষ্ট্রের রাজধানী হিসেবে পেইচিং শহরের আট শ' বছরের ইতিহাস রয়েছে । বেশির ভাগ প্রাচীন রাস্তা , গলি ও বাসিন্দাদের চক কাটা বাড়ী পেইচিং মহানগরের কেন্দ্রস্থলের ৬০ বর্গকিলোমিটার বরাবর পুরনো শহরাঞ্চলে অবস্থিত । পুরনো শহর অঞ্চল ধারণ করে আছে পেইচিংয়ের সংস্কৃতি ও রীতিনীতি । এ অঞ্চলে পেইচিংয়ের সবচেয়ে পুরনো বাড়ীঘর রয়েছে। এ সব বাড়ীঘর অতিরিক্ত পুরনো বলে আধুনিক শহরের নাগরিকদের থাকার চাহিদা মেটাতে পারে না এবং সেখানে বাস করা ঝুঁকিপূর্ণ।
ঝুঁকিপূর্ণ বাড়ীঘরে বসবাসকারী নাগরিকদের আবাসন সমস্যা নিরসনের জন্য ২০০৫ সাল থেকেই পেইচিং পৌর সরকার প্রতিবছর ৫৮ কোটি ইউয়ান বরাদ্দ করে আসছে । পেইচিং পৌর সরকারের পরিকল্পনা কমিটির সদস্য ছাও ইউয়ে চিং বলেন , সরকার প্রথমে ধ্বংসপ্রায় বাড়ীঘর ও চক কাটা বাড়ীতে বসবাসকারী নাগরিকদের অস্থায়ীভাবে অন্য স্থানে স্থানান্তর করে । তার পর নাগরিকদের পুরনো বাড়ীঘরে পানি , বাথরুম ও হিটিং ব্যবস্থা বসিয়ে এখানে বসোপযোগী করেছে এবং প্রাচীন নগরের দৃশ্য ধরে রাখার চেষ্টা করছে । পুনর্নির্মান পর পুরনো অলিগলি ও চক কাটা বাড়ির বৈশিষ্ট্য বজায় রয়েছে এবং থাকার উপযোগী হয়েছে । ২০০৫ সাল থেকে শুরু করা পেইচিং শহরের পুনর্নির্মান প্রকল্প এই প্রকল্পের জন্য অভিজ্ঞতা যুগিয়েছে ।
জানা গেছে , এবারের পুনর্নিমান প্রকল্পে পুরনো নগরের দৃশ্য অটুট রাখার জোর চেষ্টা করা হয়েছে । অলিগলি ও পুরনো বাড়িঘর পুনর্নির্মানের সময় পুরনো কাঁচামাল ও পুরনো পদ্ধতিতে মেরামত করা হয়েছে । কোনো কোনো বাড়িতে অভ্যন্তরীণ অবকাঠামো আরো সুবিধাজনক করা হলেও বাড়ির বাহ্য রুপ বজায় রয়েছে । রাস্তার দু পাশের বাড়িঘরগুলোর দেওয়াল আবার রং করা হয়েছে এবং নষ্ট দেওয়াল ও তোরণগুলো মেরামত করা হয়েছে । পেইচিংয়ের পূর্ত কমিটির উপপ্রধান চাও চিয়া মিং বলেন , পুরনো পেইচিংয়ের পুনর্নির্মানের কাজ কড়াকড়িভাবে সরকারের নির্দেশ অনুসারে চালানো হয়েছে । মেরামতের পরিকল্পনা , পানি ও হিটিং ব্যবস্থা বসানো এবং শ্রমিকের দক্ষতার মান সব ক্ষেত্রেসরকারের সংশ্লিষ্ট বিভাগের নির্দেশ মেনে চলা হয়েছে ।
1 2
|