ছেন চিং ই মনে করেন, নর্মাল ইউনিভার্সিটির শিক্ষা হচ্ছে মৌলিক শিক্ষার ক্ষেত্রে শিক্ষকদের একটি গুরুত্বপূর্ণ উত্স। এ ক্ষেত্রের ছাত্রছাত্রীদের গুণগত মান বহুলাংশে মৌলিক শিক্ষার সাফল্য ও ব্যর্থতার সঙ্গে সম্পর্কিত। একই সঙ্গে এই ব্যবস্থা নিশ্চয়ই নর্মাল ইউনিভার্সিটিতে আরও বেশি ভালো ছাত্রছাত্রীদেরকে আকর্ষন করবে বলে তিনি আশাবাদী।
চিকিত্সার বেশি খরচ হলো সাম্প্রতি ক বছরগুলোতে চীনা জনগণের বিভিন্ন সমস্যার মধ্যে অন্যতম। বিশেষ করে দরিদ্র গ্রামীণ অঞ্চলের কৃষকরা রোগে আক্রান্ত হলে টাকার অভাবের কারণে তারা কীভাবে চিকিত্সা গ্রহণ করবেন? ২০০৬ সালে প্রধানমন্ত্রী ওয়েন চিয়া পাও-এর " সরকারের কর্মসূচী সম্পর্কিত রিপোর্টে" বলা হয়েছে, ২০০৮ সাল পর্যন্ত চীনের গ্রামাঞ্চলে নতুন ধরণের সহযোগিতামূলক চিকিত্সা ব্যবস্থা পুরোদমে চালু হবে । রিপোর্টের এ প্রস্তাবের সঙ্গে আরও একজন প্রতিনিধির মতামতের সম্পর্ক রয়েছে। তিনি হচ্ছেন চীনের হে নান প্রদেশের গ্রামীণ চিকিত্সা বিভাগের প্রধান মা ওয়েন ফাং। তিনি বলেন:" প্রধানমন্ত্রীর কাছে মতামত উপস্থানের পর, ২০০৭ সালে আমাদের জেলায় এ গ্রামীণ সহযোগিতামূলক চিকিত্সা ব্যবস্থা চালু হয়। এ বছর এ চিকিত্সা তহবিলে অংশগ্রহণকারী কৃষকদের প্রত্যেকের ৫০ ইউয়ান করে বৃদ্ধি পেয়ে দাঁড়িয়েছে ১০০ইউয়ানে। আগে সহযোগিতামূলক চিকিত্সা তহবিল থেকে তাদের চিকিত্সা ব্যয় ৫০ শতাংশ বহন করা হতো। এখন এ হার উন্নীত হয়েছে ৭৫ শতাংশে। তাই অধিবাসীরা আরও লাভবান হচ্ছে।" --ওয়াং হাইমান
1 2
|