শ্রোতাবন্ধুরা, আজকের " চীনের জীবন" অনুষ্ঠানে আমরা জাতীয় গণ কংগ্রেসের তৃণমূল পর্যায়ের তিন জন প্রতিনিধির সরকারের কাছে নিজদের মতামত দাখিল সংক্রান্ত বিষয় নিয়ে আলোচনা করবো। যারা চীনের ভিন্ন জাতি ও অঞ্চলের বিভিন্ন ক্ষেত্রের সমস্যার ওপর সজাগ দৃষ্টি রাখছেন, তাদের কথাই বলবো। তাদের সব মতামত চীনা প্রধানমন্ত্রীর " সরকারের কাজকর্ম সম্পর্কিত রিপোর্টে" উল্লেখ করা হয়েছে। এখন তাদের কথা আপনাদের জানাবো ।
চীনের ১১তম জাতীয় গণ কংগ্রেসের প্রথম অধিবেশনের উদ্বোধনী অনুষ্ঠানে দেখা যায় একজন উত্ফুল্ল মানুষকে । তিনি হচ্ছেন চীনের উত্তর পশ্চিমাঞ্চলের সিন চিয়াং উইগুর স্বায়ত্তশাসিত অঞ্চলের একজন নারী প্রতিনিধি মারিয়া মার্টি । তার খুশির কারণ হচ্ছে ২০০৬ সালে প্রধানমন্ত্রী ওয়েন চিয়া পাওয়ের কাছে উত্থাপিত তার একটি প্রস্তাব " সরকারের কর্মসূচী সম্পর্কিত রিপোর্টে" লিপিবদ্ধ করা হয়েছে। সে সময়ের কথা স্মরণ করে তিনি এখনো আবেগপূর্ণ। তিনি বলেন " জন্মস্থানের অনেক দূর থেকে সরাসরি কেন্দ্রীয় নেতাদের সঙ্গে কথা বলার সুযোগ পেয়ে আমার অনেক আনন্দ লাগছে। আমি মনে করি, এ সুযোগকে কাজে লাগিয়ে কৃষক ও পশুপালকদের পক্ষ থেকে তাদের মতামতকে ভালভাবে তুলে ধরা উচিত। এ জন্য আমি প্রধানমন্ত্রী ওয়েন চিয়া পাও-এর কাছে সেই সব দরিদ্র অঞ্চলের কৃষক ও পশুপালকদের জন্য জীবন যাত্রার সর্বনিম্ন নিশ্চয়তা বিধান ব্যবস্থা করতে পারেন কী না সেই প্রস্তাব পেশ করেছিলাম।"
এমন একটি কথা এক বছর পর প্রধানমন্ত্রী ওয়েন চিয়া পাও-এর " সরকারের কর্মসূচী সম্পর্কিত রিপোর্টে" লিপিবদ্ধ করা হয়েছে। রিপোর্টে সারা দেশের গ্রামাঞ্চলে জীবনযাত্রার সর্বনিম্ন নিশ্চয়তা বিধান ব্যবস্থা গড়ে তোলার কথা বলা হয়েছে।
৩২ বছরের বয়স্ক মারিয়া মার্টি চীনের সিন চিয়াং উইগুর স্বায়ত্তশাসিত অঞ্চলের কিজিলসু কিরগিজ স্বায়ত্তশাসিত বিভাগের আহাছ জেলার নারী ফেডারেশনের চেয়ারম্যান। তার জন্মস্থানের অধিকাংশ অঞ্চল হচ্ছে পাহাড়ী। স্থানীয় অনেকেই খুবই কঠোর পরিশ্রমের সঙ্গে কৃষি কাজ ও পশুপালন করে থাকে। তবে তাদের আয় বেশ কম। এ অবস্থার পরিবর্তন এবং স্থানীয় সংখ্যালঘু জাতির উন্নয়নকে এগিয়ে নেয়ার জন্য মারিয়া মার্টি মোট ৫০টিরও বেশি প্রস্তাব দাখিল করেছেন। রাষ্ট্রীয় নেতাদের কাছে ৭টি মতামত উপস্থাপন করেন ।এর মধ্যে ৪টি প্রস্তাব গ্রহণ করা হয়েছে । এ সব প্রস্তাবের মধ্যে রয়েছে সংখ্যালঘু জাতি অঞ্চলের পেশাগত প্রশিক্ষণ জোরদার করা, এ অঞ্চলের ভূমিকম্প প্রতিরোধ ও নিরাপদ বাসস্থান এবং দুর্বল অবকাঠামো সমস্যার সমাধান করা। দুই বছর কেটে গেছে । এখন নিজের জন্মস্থানের কথা আলোচনা করতে মারিয়া মার্টির অনেক আনন্দ লাগে। তিনি বলেন" এখন আমাদের জন্মস্থানের আমুল পরিবর্তন হয়েছে। ছাত্রছাত্রীদের খাবারের ভাতার হার উন্নীত হয়েছে । প্রত্যেক মাসে ১৩০ ইউয়ান করে তারা পায়। চীনের চিয়াং সু প্রদেশের উ সি শহরের সহায়তায় আমাদের ভূমিকম্প প্রতিরোধ ও নিরাপদ বাসস্থান প্রকল্পের কাজ শেষ হয়েছে। জন সাধারণের জীবনযাপনের সমস্যাও প্রাথমিকভাবে সমাধান হয়েছে।"
২০০৬ সালের চীনের জাতীয় গণ কংগ্রেসের অধিবেশনে জাতীয় গণ কংগ্রেসের প্রতিনিধি চিয়াং সু প্রদেশের থাই ছাং শহরের পরীক্ষামূলক কিন্ডারগার্টেনের প্রধান শিক্ষক ছেন চিং ই জাতীয় গণ কংগ্রেসের অধিবেশনে যারা উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে লেখাপড়া ভালভাবে শেষ করেছে এমন ছাত্রছাত্রীদেরকে উত্সাহ দেয়ার জন্য নর্মাল ইউনিভার্সিটিতে ভর্তি করে নেয়ার প্রস্তাব উপস্থাপন করেছেন। ২০০৭ সালে প্রধানমন্ত্রী ওয়েন চিয়া পাও তার " সরকারের কর্মসূচী সম্পর্কিত রিপোর্টে" প্রতিশ্রুতি দিয়েছেন যে, ২০০৭ সাল থেকে চীনের শিক্ষা মন্ত্রণালয়ের ৬টি নর্মাল ইউনিভার্সিটির ছাত্রছাত্রীদের শিক্ষার ফি মওকুফ করে দেবে। তখনকার অবস্থা স্মরণ করে ছেন চিং ই বলেন:" যখন প্রধানমন্ত্রীর ' সরকারের কাজকর্ম সম্পর্কিত রিপোর্ট' নিয়েছি , তখন আমি তড়িঘড়ি এ রিপোর্টের শিক্ষা ক্ষেত্রের অংশটি দেখে নেই যে , এ বছর দেশের জন্য কী ধরণের গুরুত্বপূর্ণ নীতি এবং ব্যবস্থা রয়েছে। নর্মাল ইউনিভার্সিটির ছাত্রছাত্রীদের শিক্ষা ফি মওকুফ করার বিষয়টি দেখে আমার অনেক ভালো লেগেছে। অবশ্যই আমার এ প্রস্তাব হয়তো অনেকেই উপস্থাপন করেছেন। তার জন্যও আমি আরো আনন্দিত।
1 2
|